আসসালামুয়ালাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। বরিশাল বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। কারণ আমাদের বরিশালে রয়েছে ৯০ শতাংশের বেশি মুসলিম। যারা নিয়মিত রোজা রাখে এবং নামাজ পড়েন। রোজার সময় নির্দিষ্ট সময় এর মধ্যে সেহেরী শেষ করতে হয় এবং নির্দিষ্ট সময়ের পরে ইফতার করতে হয়। কিন্তু এই ইফতারের সময় অঞ্চল পেতে ভিন্ন রকম হয়। যেমন ঢাকাতে ইফতারের সময় এবং বরিশালের ইফতারের সময়ের পার্থক্য রয়েছে মাত্র কয়েক মিনিট।
এ সময়গুলো মেইনটেন করেই ইফতার ও সেহরি করতে হবে। তা না হলে রোজা এবং নামাজ সহি হবে না। তাই আপনাদের এই সময় সূচি সঠিকভাবে জানার জন্য আমরা আজকের আর্টিকেলটি নিয়ে এসেছি। এই আর্টিকেলের মাধ্যমে আপনারা অঞ্চল অনুসারে আজকের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ জানতে পারবেন।
বরিশাল বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩
সেহেরী এবং ইফতারের দোয়া
যখন আমরা ভোর রাতে সেহরি খাই। তখন সেহরি খাওয়ার পর একটি দোয়া পড়তে হয়। অনেকেই একে রোজার নিয়ত বলে থাকেন। আবার ইফতার গ্রহণের পূর্বে ইফতারের দোয়া করতে হয়। খাবার মুখে দেওয়ার পূর্বে এ দোয়া পড়তে হয় বলে অনেকে একে বলা হয় রোজা ভাঙ্গার দোয়া। ইফতার ও সেহরির দোয়া জেনে নেই।
ইফতারের দোয়া- “আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু”
সেহেরির দোয়া – “নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।”
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানলেন বরিশাল বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩। আমাদের ওয়েবসাইটে অন্যান্য বিভাগের এবং জেলার রমজানের সময়সূচি দেওয়া রয়েছে। নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন।
ময়মনসিংহ বিভাগের আজকের সেহরি এবং ইফতারের সময়সূচি ২০২৩ | Mymensingh Ramadan calendar 2023
ঢাকা জেলার আজকের ইফতার ও সেহেরির সময়সূচী ২০২৩ | Dhaka Jela Ramadan Calender