২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে?

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট লাগবে: প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ শেয়ার করলাম ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে প্রকাশিত সার্কুলার হতে ঢাবি ভর্তি পরীক্ষার কয়েকটি খুঁটিনাটি বিষয় । যারা ঢাবিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট দরকার।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার খুঁটিনাটি বিষয়:

ভর্তি যোগ্যতা:

বিজ্ঞান ইউনিট:

  • SSC+ HSC= 80% ( চতুর্থ বিষয়সহ নূন্যতম ৩.৫০)।
  • বিজ্ঞান ইউনিটে ও অন্যান্য মানবিক ও বাণিজ্যি শাখার শিক্ষার্থীদের জন্য SSC+ HSC= 7.5(চতুর্থ বিষয় সহ ৩.০০)
  • কলা ,আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট SSC+ HSC= 7.5( চতুর্থ বিষয় সহ নূন্যতম পয়েন্ট ৩.০০)।
  • বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য SSC+HSC=8.00 ( চতুর্থ বিষয়সমূহ নূন্যতম পয়েন্ট ৩.৫০) বানিজ্য শাখার জন্য নূন্যতম ৭.৫ ) এবং চতুর্থ বিষয় সহ নূন্যতম পয়েন্ট ৩.০০।
  • চারুকলা ইউনিট SSC+HSC=6.5( চতুর্থ বিষয় সহ নূন্যতম ৩.০০)

Also Read: মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩

Also Read: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ 

এই ছিল আপনাদের ঢাবি ভর্তি পরীক্ষার জন্য কত পয়েন্ট দরকার তার কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ।আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন এবং আমাদের সাথেই থাকুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নিয়ম আবেদন পদ্ধতি বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ভিজিট করুন

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button