Bangladesh University List And Ranking | সেরা ১০ টি বাংলাদেশী ইউনিভার্সিটি

মাহফুজুর রহমান

আজ আপনাদের সামনে সেরা ১০ টি বাংলাদেশের ইউনিভার্সিটির তালিকা এবং এসকল Bangladesh University এর বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই জানি বাংলাদেশের মধ্যে বর্তমানে শিক্ষার হার দিন দিন বেড়েই চলেছে।

আর এর সাথে বাংলাদেশের ইউনিভার্সিটির গুলোর গুনগত মান সময়ের পরিবর্তনে বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর স্হান সবার শীর্ষে। তাই আজ আপনাদের সামনে Bangladesh University গুলোর মধ্যে থেকে যেগুলো বিশ্বের উন্নতম স্হান দখল করে এই ইউনিভার্সিটির মধ্যে থেকে শীর্ষে তে ১০ টি বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।

চলমান সময়ে বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটি গুলোর সংখ্যা ৪৯। আর এই সময়ে চালু রয়েছে মোট ৪৫ টি।

তাই বর্তমানে Bangladesh University গুলোর মধ্যে থেকে যে ইউনিভার্সিটি গুলো চালু রয়েছে সেগুলোর মধ্যে সেরা দশটি পাবলিক ইউনিভার্সিটির সম্পর্কে জানানোর চেষ্টা করব।

Top 10 Bangladeshi University List and Ranking:

আমি ইউনিভার্সিটি গুলোর তথ্য শেয়ার করব ধারাবাহিক ভাবে এবং ওয়ার্ল্ড রেংকিং যেভাবে রয়েছে সে অনুযায়ী লেখেছি এই আর্টিকেলটি তাই আপনারা এই তথ্যের মাধ্যমে অনেক উপকারীত হবেন। এবং এই পোস্টের মাধ্যে তে ইউনিভার্সিটির স্হান যেভাবে আছে সেভাবেই দেওয়া হয়েছে।

সেরা ১০টি বাংলাদেশি ইউনিভার্সিটি তালিকা এবং ওয়ার্ল্ড রেংকিং।

1. Dhaka University (World Ranking 1640)

সবার প্রথমে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি এর আমরা সবাই জানি দেশের সর্ব প্রথম বিশ্ববিদ্যালয় হল ঢাকা। আর এই ইউনিভার্সিটিটি বিশ্ব রেংকিং অনুযায়ী প্রথমে রয়েছে। Dhaka University World Ranking হল ১৬৪০, আর ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে ১৯২১ সালে। আর এই ইউনিভার্সিটির অবস্থান রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত। মোট আয়তন ৬০০ একর নিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্হাপিত হয়।

ঢাকা ইউনিভার্সিটির বর্তমানে শিক্ষার্থীদের সংখ্যা হল ৩৭০০০ এর মতো।‌ এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট অনুষদ ১৩ টি এর মধ্যে ৮৪ টি বিভাগ রয়েছে।
আখতারুজ্জামান হলেন বর্তমান কর্মরত উপচার্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের নাম হল www.du.ac.bd,

আবাসিক হল:
ঢাকা ইউনিভার্সিটিতে ছাএদের জন্য ১৪ আবাসিক হল, এবং ছাএীদের জন্য ৫ টি আবাসিক হল রয়েছে। এছাড়া রয়েছে প্রতি ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা হোস্টেল আর বিদেশী শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ছাএবাস।

একনজরে ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • প্রতিষ্ঠা হয়েছে: 1921
  • ইউনিভার্সিটির ধরন: সহ-শিক্ষা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়তন: 275.083 একর
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.du.ac.bd
  • শর্ট নাম: DU, ঢাবি
  • University World Rank: 1640.

Dhaka University Admission 2021

2. Bangladesh University of Engineering and Technology (BUET) World ranking 1908

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই ইউনিভার্সিটি স্হাপিত ১৮৭৬ সালে হলেও এটা পরিপূর্ণ ভাবে বাংলাদেশ প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুপ নেয় ১৯৬২ সালে। আর এই ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে দ্বীতিয় স্হানে রয়েছে। আর বুয়েটের ওয়ার্ল্ড রেংকিং হল ১৭০৮।

আমরা সকলেই জানি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলতেই আমরা যে ইউনিভার্সিটির কথা মনে আসে তার নাম হল বুয়েট, রাজধানীর ঢাকার পলাশি এলাকায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান।

দেখে নিন একনজরে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

  • বুয়েটের প্রতিষ্ঠাকাল: 1962
  • ইউনিভার্সিটি ধরন: প্রকৌশল ও প্রযুক্তি
  • আয়তন: 83.9 একর
  • Official website: www.buet.ac.bd
  • সংক্ষিপ্ত নাম: BUET
  • World Rank: 1708
  • শিক্ষার্থীদের সংখ্যা: 9234 জন।
  • অনুষদ: 5
  • বিভাগ: 18
  • আবাসিক হল: 8

BUET University admission 2021

3. Shahjalal University of science and technology ( World ranking 1986 )

বাংলাদেশের সিলেট বিভাগ অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি, বাংলাদেশে ৩য় রেংকিং এ রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি। ওয়ার্ল্ড রেংকিং হল ২১৯০। আর এটি তথ্য প্রযুক্তি একটি ইউনিভার্সিটি।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৯৮৬ সালে স্হাপিত হয়, এটি এশিয়া মহাদেশের অন্যতম একটি বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটি। এর আয়তন ৩২০।

দেখুন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একনজরে:

  • শাহজালাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাকাল: 1986
  • বিশ্ববিদ্যালয়ের ধরন: বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভার্সিটি আয়তন: 320 একর
  • Official website: sust.edu
  • সংক্ষেপে নাম: SUST, শাবিপ্রবি
  • World Rank: 2190.

Shahjalal University admission 2021

4. Rajshahi University of engineering & technology ( World Ranking 1953)

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চতুর্থ স্থানে রয়েছে। আর ওয়ার্ল্ড রেংকিং হল ২৩৬৪। প্রাচ্যের ক্যামব্রিজ নামে পরিচিত রাজশাহী ইউনিভার্সিটি।

রাজশাহী ইউনিভার্সিটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশের তৃতীয় স্থানে এবং প্রাচীনতম দৃষ্টিতে ২য় স্হানে রাজশাহী ইউনিভার্সিটি।

সংক্ষেপে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

  • প্রতিষ্ঠাকাল হল : 1953
  • ভার্সিটি ধরন: সহ-শিক্ষা
  • ভার্সিটি আয়তন: 753 একর
  • Official website: www.ru.ac.bd.
  • সংক্ষেপে বলা হয়: রাবি
  • World Rank: 2364
  • অনুষদ: 11
  • বিভাগ: 59
  • আবাসিক হল: 17

5. Bangladesh Agricultural University (World Ranking 2670)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এশিয়ার মধ্যে সর্ববৃহৎ কৃষি ইউনিভার্সিটি। কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রেংকিং হল ২৬৭০।

বাংলাদেশের মধ্যে ৫ম স্হানে কৃষি ইউনিভার্সিটি তবে অন্যান্য পরিসংখ্যান অনুযায়ী প্রথম স্হানে রয়েছে এই ইউনিভার্সিটি।

বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ১৯৬১ সালে ইউনিভার্সিটিটি স্হাপিত হয় ১২৫০ একর জমিতে। আর আয়তনের দিক থেকে দ্বিতীয় স্হানে রয়েছে বাংলাদেশের এই ইউনিভার্সিটি।

সংক্ষেপে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়:

  • প্রতিষ্ঠাকাল: 1961
  • শিক্ষার্থী সংখ্যা হলো: 4296 জন
  • University ধরন: কৃষি
  • ভার্সিটি আয়তন: 1250 একর
  • Official Website: bau.edu.bd
  • সংক্ষিপ্তভাবে: BAU, বাকৃবি
  • World Rank: 2670
  • আবাসিক হল:13
  • অনুষদ: 6
  • বিভাগ: 41

Bangladesh Agricultural University admission 2021

6. Jahangirnagar university ( world ranking 2729 )

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের ৬ ষ্ট স্হানে রয়েছে। আর ওয়ার্ল্ড রেংকিং ২৭২৯ তম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৯৭০ সালে ঢাকা নবীনগর নামক স্থানে অবস্থিত।

সংক্ষেপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:

  • প্রতিষ্ঠা হয়েছে: ১৯৭০ সালে
  • ভার্সিটি ধরন: সহ-শিক্ষা
  • আয়তন: ৭০০ একর
  • Official website: www.juniv.edu
  • সংক্ষেপে নাম: জাবি
  • World Rank: 2729
  • আবাসিক হল: ১৬ টি
  • অনুষদ: ৬ টি
  • বিভাগ: ৩৫ টি

Jahangirnagar university admission 2021

7. Chottogram University ( World Ranking 1812)

বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোর মধ্যে থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি ৭ম স্হানে রয়েছে।এই ইউনিভার্সিটির ওয়ার্ল্ড রেংকিং হল ২৮১২তম।

চট্টগ্রাম ইউনিভার্সিটি হাটহাজারীর ফতেহপুরে অবস্থিত এর আয়তন হলো ২১০০ একরের মত।

চট্রগাম বিশ্ববিদ্যালয় এক নজরে:

  • প্রতিষ্ঠাকাল হল: ১৯৬৬
  • ভার্সিটি ধরন: সহ-শিক্ষা
  • ইউনিভার্সিটি আয়তন: ২১০০ একর
  • অফিসিয়াল ওয়েবসাইট: cu.ac.bd
  • সংক্ষিপ্ত নাম: চবি
  • World Rank: ২৮১২
  • আবাসিক হল: ১২ টি
  • বিভাগ: ৫৪ টি
  • অনুষদ: ৯টি

Chottogram University admission 2021

8. Khulna University (world ranking 3250)

খুলনা ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে। আর ওয়ার্ল্ড রেংকিং হল ৩২৫০, খুলনা বিভাগের গল্লামারীতে ১০৬ একর জমির উপর অবস্থিত এই ইউনিভার্সিটি Bangladesh University।

এক নজরে খুলনা ইউনিভার্সিটি:

  • প্রতিষ্ঠাকাল: ১৯৯১
  • ভার্সিটি ধরন: সহ-শিক্ষা
  • জমির আয়তন: ১০৬ একর
  • ওয়েবসাইট:ku.ac.bd
  • সংক্ষিপ্ত নাম: খুবি
  • World Rank: ৩২৫০
  • আবাসিক হল: ৫টি
  • অনুষদ: ৬ টি
  • বিভাগ: ২৮টি

9. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

বাংলাদেশের নবম স্হানে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট। এই বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড রেংকিং হল ৩৩৫৪।

  • প্রতিষ্ঠাকাল: ১৯৬৪
  • ভার্সিটি ধরন: প্রকৌশল
  • জমির আয়তন: ১৫২ একর
  • ওয়েবসাইট: www.ruet.ac.bd.
  • সংক্ষিপ্ত নাম: রুয়েট
  • World Rank: ৩৩৫৪
  • আবাসিক হল: ৮টি
  • অনুষদ : ৪ টি
  • বিভাগ ১৮ টি

10. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)

দশম স্হখনে রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ওয়ার্ল্ড রেংকিং হল ৩৪২৩ এই ইউনিভার্সিটি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি গ্রামে ১৬৯ একর জমির উপর অবস্থিত Bangladesh University।

  • প্রতিষ্ঠাকাল: ২০০৩
  • ভার্সিটি ধরন: প্রকৌশল ও প্রযুক্তি
  • জমির আয়তন: ১৬৯ একর
  • ওয়েবসাইট: www.cuet.ac.bd
  • সংক্ষিপ্ত নাম: চুয়েট
  • World Rank: ৩৪২৩
  • অনুষদ: ৫ টি
  • বিভাগ: ১৩ টি
  • আবাসিক হল: ৫ টি।

Learn about Bangladesh University of Business and Technology

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।