জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ২০২০-২০২১| Jahangirnagar University Admission 2021

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম একটি বিশ্ববিদ্যালয়। বিদ্যালয়টি বাংলাদেশের ১ম সাড়ির বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ভর্তি পরিক্ষা অনুষ্টিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ২০২০-২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি সার্কুলার 2020-21 তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।আজ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরিক্ষা সম্পর্কে আলোচনা করব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি (জবি)র আবেদনের শুরু।
২০ জুন ২০২১ থেকে।

আবেদনের শেষ তারিখ।
৩১ জুলাই ২০২১।

ভর্তি পরীক্ষা।
তারিখ এখনও ঠিক হয়নি।

এডমিট কার্ড।
জানিয়ে দেওয়া হবে।

ভর্তি তারিখ।
জানিয়ে দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২০-২০২১,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০টি ইউনিট রয়েেছে। আবেদন করতে যেসব যোগ্যতা লাগবে তা নিম্নে দেওয়া হলো।

১. ২০১৭ সালে এসএসসি বা সমমানের পরিক্ষা ২০১৯ বা ২০২০ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। কেবল উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার যোগ্যতা রাখে।

২. এসএসসি /সমমান ও এইচএসসি /সমমান পরীক্ষার ঐচ্ছিক বিষয়ও গণনা করা হবে।

৩. যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যে কোন ইউনিটে আবেদন করগে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ:

ইউনিট পরিচিতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি ইউনিটে পরিক্ষা অনুষ্টিত হবে। নিম্নে ইউনিট গুলো দেওয়া হলো।

১. A ইউনিট: গাণিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ

২. B ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ

৩. C ইউনিট: কলা ও মানবিক অনুষদ।

৪. C1 Unit: Kola and Manobik অনুষদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ ও চারুকলা বিভাগ)।

৫. D ইউনিট: জীববিজ্ঞান অনুষদ।

৬. E ইউনিট :বিজনেস স্টাডিজ অনুষদ।

৭. F ইউনিট :আইন অনুষদ।

৮. G Unit: Institute of business administration ( আইবিএ-জেইউ)।

৯. H ইউনিট: ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)।

১০. I Unit 10 : Bongobondu Shaikh Mujib সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট।

ইউনিট অনুযায়ী আসন সংখ্যা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য পৃথক পৃথক আসন রয়েছে।

[ ] A ইউনিটে ছাত্রের জন্য ২৩৫ টি।বর ছাত্রীর জন্য১৭৫ টি। মোট ৪১০ টি আসন।

[ ] B ইউনিট ছাত্ররের জন্য ১৬৩ টি আসন। আর ছাত্রীর জন্য১৬৩ টি। মোট ৩২৬ টি আসন।

[ ] D ইউনিটে ছাত্রের জন্য ১৬০ টি আসন। ছাত্রীর জন্য ১৬০ টি আসন। মোট আসন৩২০ টি।

[ ] E ইউনিটে ছাত্রের জন্য১০০ টি আসন। ছাত্রীর জন্য১০০ টি। মোট আসন ২০০ টি।

[ ] F ইউনিটে ছাত্রের জন্য ৩০ টি আসন। ছাত্রীর জন্য ৩০ টি। মোট ৬০ টি আসন।

[ ] G Unite Students এর জন্য ২৫ টি আসন। ছাত্রীর জন্য২৫ টি। মোট আসন ৫০ টি।

[ ] H ইউনিটে ছাত্রের জন্য ২৮ টি আসন।ছাত্রীর জন্য২৮ টি। মোট আসন ৫৬ টি।

[ ] I ইউনিটে ছাত্রের জন্য ১৫ টি আসন। ছাত্রীর জন্য ১৫ টি আসন। মোট ৩০ টি আসন।

জবি আবেদন ফি

[ ] A,B,C,D, E ইউনিটে আবেদন ফি ১,১০০ টাকা
[ ] C1, F, G, H,I ইউনিটে আবেদন ফি ৭০০ টাকা

Colombia Scholarship in 2021

 

অনার্সে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করুন নিজে নিজে।

HM Mahfuj

Mahfujur Rahman is the founder of this Blog. He is a Professional Blogger and SEO Expert, who is interested in SEO, Web Programming. If you need any information related to this website, then you can feel free to ask here. It is our aim that you get the best information on this blog.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button