নগদ ইসলামিক একাউন্ট কি? আমরা ধর্মপ্রাণ মুসলমান। আমরা ইসলামকে মনের গভীরে লালন করি। আপরা আমাদের প্রতিটি কাজ কর্মকে ইসলাম দিয়ে মূল্যায়ন করি। কোন কাজ করার পূর্বে দেখে নেই এইনকাজে ইসলামে দৃষ্টিভঙ্গি। বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ নগদ কর্তৃক পক্ষ মোবাইল ব্যাংকিং এ ইসলামি সেবা দানের লক্ষ্যে নগদ ইসলামিক সেবা দিচ্ছি। আজ আমরা নগদ ইসলামিক সম্পর্কে আলোচনা করব।
নগদ ইসলামিক একাউন্ট কি
নগদ ইসলামিক অ্যাপ হলো সম্পুর্ণ ইসলামিক শরিয়া মোতাবেক, সুদবিহীন অর্থ লেনদেনে ডাগ ও টেলিযোগাযোগ বিভাগের মোবাইল ব্যাংকিং মাধ্যম। নদদ ইসলামিক একাউন্টে জমানো মুনাফায় কোন ধরনের সুদ আসে না।
বাংলাদেশের অধিকাংশ লোক মুসলিম। তারা ইসলামি অনুশাসন মেনে জীবন পরিচালনা করতে চাই, তাই নগদ ইসলামিক একাউন্ট সেই সেবা দিচ্ছে।
নগদ ইসলামিক একাউন্টের সুবিধা
নগদ ইসলামিক একাউন্টের অনেক সুযোগ সুবিধা রয়েছে। নিচে কিছু সুযোগ সুবিধা উল্লেখ করা হলো।
- নগদ ইসলামিক একাউন্টের মাধ্যমে মোবাইল লেনদেনের সকল শরিয়া সম্মত সেবা ও সুবিধা পাবেন।
- নগদ ইসলামিক অ্যাকাউন্টে গ্রাহক তার জমানো টাকার পরিমাণে অন্যান্য সেবার মতন কোন ধরনের মুনাফা পাবেন না।
- নগদ ইসলামিক একাউন্ট থেকে যাকাত ডোনেশন বা দান করার বেলায় কোন ধরনের সীমাবদ্ধতা থাকবে না।
- নগদ একাউন্টকে গ্রাহক ইচ্ছা করলেই ত নগদ ইসলামিক একাউন্টে রুপান্তর করতে পারবেন।
- গ্রাহক প্রতিমাসে ১ বার একাউন্টের সিস্টেম বা পদ্ধতি পরিবর্তন করতে পারবেন
- আপনার নগদ একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন করতে হবে,যদি ইসলামিক একাউন্ট এর যাবতীয় সুবিধা পেতে চান।
- নগদ ইসলামিক অ্যাপে ইংরেজি অথবা বাংলা ভাষা ব্যবহার করতে পারবেন।
- নগদ একাউন্টকে ৫ মাসে ৬ বার পরিবর্তন বা বন্ধ করতে পারবেন।
নগদ ইসলামিক একাউন্টে পরিবর্তন।
নগদ একাউন্টের নতুন সংযোজন নগদ ইসলামিক। নগদ একাউন্টকে কিভাবে নগদ ইসলামিকে পরিবর্তন করা যায়। কিভাবে নগদ ইসলামি একাউন্ট খুলতে অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক।
নগদ অ্যাপটি প্লে স্টোর থেকে নামান। নগদে লগ ইন করার পর নিচের দিকে my nagad “আমার নগদে” ক্লিক করুন। এরপর Account type “একাউন্টের ধরন সাধারণ ” সিলেক্ট করুন। নগদ ইসলামিক একাউন্ট সিলেক্ট করুন।
হ্যা অথবা না আসবে। নগদ ইসলামিক একাউন্ট পরিবর্তন করতে চাইলে হ্যা ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে নগদ একাউন্ট ইসলামিক একাউন্টে পরিবর্তন হয়ে যাবে। মনে রাখবেন, প্রতি মাসে একবার একাউন্ট পরিবর্তন করতে পারবেন।
নগদের হট লাইন নাম্বার
নগদের হটলাইন নাম্বার ১৬১৬৭ বা ০৯৬-০৯৬-১৬১৬৭ কল করবে।