জ্যামিতি শেখার সহজ উপায়

জ্যামিতি শেখার সহজ উপায়: কেন আমরা জ্যামিতি শিখব? জ্যা শব্দের অর্থ হলো ভূমি, আর মিতি শব্দের অর্থ হলো পরিমাপ, তাহলে জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ,কিন্তু জ্যামিতিএখন আর ভূমির মাপজোখ এর মধ্যে আবদ্ধ নয়, বাস্তব জীবনে সর্বক্ষেত্রে এর ব্যাবহার অপরিহার্য, তাই আসুন আমর জ্যামিতি অধ্যয়ন শুরু করি

জ্যামিতি শেখার সহজ উপায়:

বিন্দু কাকে বলে?

প্রথমে আমরা বিন্দু দিয়ে শুরু করি, কলমের অগ্রভাগ কাগজের উপর চাপ দেই, যা হবে তাই বিন্দু, অনেক বিন্দু একই বরাবর একত্র হয়ে রেখা তৈরি হয়,

রেখা দুই প্রকার যথা :

সরলরেখা ও বক্ররেখা, রেখা অসীম, এর নির্দিষ্ট দৈর্ঘ নেই, রেখার অংশ কে রেখাংশ বলে, রেখাংশ সসীম, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশ এর দুই টি প্রান্ত বিন্দু আছে, প্রান্তবিন্দু মানে শেষ বিন্দু

রশ্মির একটি প্রান্তবিন্দু, রশ্মি অসীম

রেখা

রেখাংশ

রশ্মি

কোন কাকে বলে?

দুইটি রশ্মি তাদের প্রান্তবিন্দু এক বিন্দু তে মিলিত হলে মিলিত স্হানে কোন তৈরি হয়

একসরলকোন কাকে বলে?

দুইটি বিপরীত রশ্মি একবিন্দুতে মিলিত হয়ে যপ কোন তৈরি হয় তা একসরল কোন বা দুইসমকোন পরিমাণ বা ১৮০’ পরিমান কোন তৈরি করে

(ইমেজ ১৮০’ কোন)

সন্নিহিত কোন কাকে বলে?

দুইটি কোনের যদি একই শীর্ষ বিন্দু থাকে এবং কোন দুটো যদি সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে থাকে তাহলে এইকোনদ্বয়কে সন্নিহিত কোন বলে , সন্নিহিত মানে সাথে, সংগে, অথবা একটি র সাথে আরেক টি কোন

সমকোন ও লম্ব কি?

যদি একই রেখায় উপর তৈরি দুইটি সন্নিহিত কোন যদি সমান হয় তবে প্রতিটি কোন কে সমকোন বলে বা ৯০’ কোন বলে

সমকোনের রশ্মি গুলো পরস্পরের উপর লম্ব বলে. পরিশেষে বলব আমাদের সাথে ই থাকুন, জ্যামিতি শিখতে থাকুন.

Also read: সমকোণ ও সন্নিহিত কোণ কাকে বলে ? সন্নিহিত কোণের বৈশিষ্ট্যগুলো কি কি

মাহফুজুর রহমান

মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button