২৮ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে মেট্রোরেল তাহলে মেট্রোরেল টিকিট কাটার নিয়ম How to buy Metro Rail ticket সম্পর্কে বিস্তারিত জানা অবশ্যই প্রয়োজন কারণ, মেট্রোরেলে সাধারণ ট্রেইনের টিকিট এর মত টিকিট পাওয়া যাবে না। তাহলে চলুন যেনে নেওয়া যাক মেট্রোরেল টিকিট কিভাবে কাটবেন সম্পূর্ণ পদ্ধতি।
মেট্রোরেলে দুই ধরনের টিকিট নিয়ে সবাই চলাচল করতে পারবেন মেট্রোরেলে। মেট্রোরেলের টিকিট হল প্রথমটি সিঙ্গেল জার্নির জন্য, এবং দ্বিতীয়টি হল এমআরটি পাস পারমানেন্ট জার্নির জন্য।
মেট্রোরেল টিকিট কাটার নিয়ম Metro Rail ticket Dhaka 2023
মেট্রোরেলে সিঙ্গেল জার্নির জন্য যাত্রীকে প্রত্যেকবার মেট্রোরেলে যাত্রার আগে টিকিট কাটতে হবে। এবং যাত্রা শেষ হওয়ার পর টিকিট স্টেশনের নির্ধারিত গেইটে জমা দিয়ে আসতে হবে। এর কারণ হল, এই টিকিট জমা না দিলে আপনার জন্য দরজা খুলবে না, তাই অবশ্যই সব সময় টিকিট গেইটে জমা দিতে হবে না হয় বের হতে পারবেন না।
মেট্রোরেল এমআরটি টিকিট পাসের জন্য যাত্রীকে একবার এমআরটি একটি টিকিট কিনতে হবে কেনার জন্য প্রথমে আপনি ভোটার আইডি কার্ড কপি এবং ২০০ টাকা ফি দিতে হবে আর সাথে আরোও ২০০ টাকা রিচার্জ করতে হবে মোট ৪০০ টাকা দিলে পার্মানেন্ট এই মেট্রোরেল টিকিট পেয়ে যাবেন। আপনার টাকা শেষ হলে রিচার্জ করতে হবে এটি কার্ড সিস্টেম। বিশেষ সুবিধা হল এই টিকিট স্টেশনে জমা দিতে হবে না। আপনার কাছেই এই টিকিট থাকবে।
মেট্রোরেল টিকিট কাটার নিয়ম
এই দুই ধরনের মেট্রোরেল টিকিট মেট্রোরেলের প্রতিটা স্টেশনে টিকিট কাটতে পারবে সকল যাত্রীরা। মেট্রোরেল স্টেশনে থাকা টিকিট কাউন্টারের কর্মীদের কাছ থেকে এবং মেট্রোরেল টিকিট বিক্রয় মেশিনের মাধ্যমে টিকিট কাটতে পারবেন।
প্রথম ধাপ: মেট্রোরেল টিকিট বিক্রয় মেশিনের মাধ্যমে টিকিট কাটতে হলে আপনাকে সর্ব প্রথম মনিটরে ভাষা সিলেক্ট করতে হবে আপনি বাংলা অথবা ইংরেজি অপশন নির্বাচন করতে হবে। তারপর সিঙ্গেল ও পারমানেন্ট জার্নির জন্য মেট্রোরেল টিকিট নির্বাচন করতে হবে।
দ্বিতীয় ধাপঃ তারপর আসবে আপনার গন্তব্যের তালিকা। আপনি যেখানে যাবেন সেই জায়গা নির্বাচন করুন, এরপর কোন স্টেশনের কত ভাড়া সেই তালিকা দেওয়া থাকবে আপনার সামনে।
তৃতীয় ধাপঃ মেট্রোরেল টিকিট এরপরে কয়টি টিকিট কাটবেন আপনি তার আপশন আসবে সামনে। আপনার সিঙ্গেল জার্নির জন্য একবার যাত্রায় পাঁচটির বেশি আপনি মেট্রোরেল টিকিট কাটতে পারবেন না।
চতুর্থ ধাপঃ শেষে ওকে বাটনে চাপ দিলেই মেশিন আপনার কাছে টাকা চাইবে। আপনি টাকা দিলেই সাথে সাথে মেট্রোরেল টিকিট বেরিয়ে আসবে আপনার সামনে। এবং মেট্রোরেল মেশিনে সর্বনিম্ন আপনি ২০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার টাকা প্রবেশ করাতে পারবেন।
এই হল মেট্রোরেল টিকিট কাটার নিয়ম বিস্তারিত আশা করি আপনারা সবাই সম্পূর্ণ বুঝতে পেরেছেন কিভাবে মেট্রোরেল টিকিট কাটবেন মেট্রোরেল স্টেশন যাওয়ার পর আশা করি যদি না বুঝে থাকেন তাহলে পোস্টটি আবার পড়ে নিন ভালো করে কারন সেখানে অনেক ভিড় থাকবে আপনি হাতে যথেষ্ট সময় পাবেন না তাই পোস্টটি ভালো করে পড়ুন এবং শেয়ার করবেন আপনার ফেসবুক এবং ওয়াটসপ আপনার বন্ধু এবং পরিবারের সবাইকে যাতে করে সবাই সহজে মেট্রোরেল টিকিট কাটতে পারে।
মেট্রোরেল ভাড়ার তালিকা
মেট্রোরেল ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কমিশনের পক্ষ থেকে, তবে আমরা লক্ষ্য করে দেখেছে যেভাবে ঢাকার মানুষ মনে করেছিল মেট্রোরেল টিকিট মূল্য অনেক বেশি হবে বাট এটি মুঠোয় করা হয় নি অনেক সিমীত আকারে রাখা হয়েছে মেট্রোরেল টিকিট মূল্য এবং মেট্রোরেলের ভাড়ার তালিকাপ্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা থেকে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে, মেট্রোরেল সর্বনিম্ন ভাড়া ২০ টাকা, সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে, নিচে মেট্রোরেল টিকিট মূল্য চাট এড করে দিচ্ছে, পোস্টটি শেয়ার করে সবাইকে মেট্রোরেল টিকিট কাটার নিয়ম সম্পর্কে জানতে হেল্প করুন।
মেট্রোরেল টিকিট মূল্য নিচে পিকচারের মধ্যে বুঝতে না পারলে ভিজিট করুন মেট্রোরেল ভাড়ার তালিকা এই পোস্টটিতে