ফ্রি গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স: Learn Graphic Design in Projects

মাহফুজুর রহমান

ফ্রি গ্রাফিক্স ডিজাইন মাস্টার ক্লাস কোর্স: Learn Graphic Design in Projects: গ্রাফিক ডিজাইন মাস্টার ক্লাস: লার্ন গ্রাফিক ডিজাইন ইন প্রজেক্ট, graphic Design Masterclass: Learn Graphic Design in Projects

এই  কোর্সটি করে আপনি ইলাস্ট্রেটর ইন-ডিজাইন , ফটোশপ ব্যবহার করে গ্রাফিক্স ডিজাইনর উপায় এবং কিভাবে  কোথায় কোন রং ব্যবহার করতে হবে সেটার  সম্পর্কে জানবেন।

Udemey  কোর্সটির রেটিং রয়েছে ৪.৩। কোর্সটিতে আপনি চার ঘণ্টার ভিডিও পেয়ে যাবেন ।

কোর্স টিচার: তার নাম Chad Neuman. তিনি বর্তমানে যোগাযোগ এবং ডিজিটাল মিডিয়ায় একজন অধ্যাপক। এক দশকেরও বেশি সময় তিনি ফটোগ্রাফি এবং লেখার উপরে ক্লাস নিয়েছেন। তিনি দুটি গ্রাফিক ডিজাইনার  ফার্মে জেনারেল ম্যানেজার এবংফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার।তার ছাত্রাদের মধ্যে বর্তমানে অনেকে ফটোগ্রাফার, ওয়েবডিজাইনার, রিপোর্টার এবং লেআউট ডিজাইনার হয়ে উঠেছে। এছাড়াও ফটোগ্রাফি উপরে তার ২0 বছরের বেশি দক্ষতা রয়েছে।

আপনি যা যা শিখবেন:

#) কিভাবে সফটওয়্যার এ প্রোগ্রাম গুলো ব্যবহার করে ইলাস্ট্রেট, রং করার উপায় , টাইপোগ্রাফি  চর্চা  করবেন সে সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। এছাড়াও এডোব ইলাস্ট্রেটর টুল কিভাবে কাস্টম করবেন এবং ক্রেডিট কার্ড ব্যবহার করার উপায় সম্পর্কে ধারনা পাবেন।

#) অ্যাডোব সফট্ওয়ারে  ম্যাক এবং পিসির মধ্যে ছোটখাটো  পার্থক্যগুলো সম্পর্কে জানবে। গ্রাফিক্স ডিজাইনের জন্য কি কি প্রয়োজন হয় সেটা জানবেন। কোন ডিজাইন করতে হলে অ্যাডোব ফটোশপ এর উপযুক্ত ব্যবহার কোথায় করতে হবে সে বিষয়ে ধারনা পাবেন।

#) ডিজাইনের সময় কোন জায়গায় সবচেয়ে বেশি  ফোকাস করতে হবে সে সম্পর্কে জানবেন  এছাড়াও প্রক্সিমিটি এবং গ্রুপিং কিভাবে একটি ভালো গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে সাহায্য করে সে সম্পর্কে ধারনা পাবেন।

#) ফটোশপ ইলাস্ট্রেটর এবং ইনডিজাইনে কিভাবে রংয়ের সামঞ্জস্য প্রয়োগ করে সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন সে সম্পর্কে শিখবেন। গ্রাফিক্স ডিজাইন এ ফন্ট কতটা কার্যকরী এবং  সেটা কিভাবে গ্রাফিক ডিজাইনে মানকে উন্নত করতে পারে সে সম্পর্কে জানবেন। এছাড়াও আপনি যা যা শিখেছেন সেটার অনুশীলন করতে পারবেন বারবার।

#) নিখুঁত এবং আকর্ষণীয় উপায়ে অনলাইন বিজ্ঞাপন ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, পোস্টার তৈরি,পোস্ট কার্ড তৈরি করা শিখবেন ।

৫টি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি কোর্স

৩টি App ডেভেলপমেন্ট ফ্রি কোর্স

যারা কোর্সটি করেছেন তাদের কিছু মতামত:

#) Archana G.  বলেছেন তিনি একজন বিগেনার। তিনি এই কোর্স থেকে অনেক কিছু শিখিছেন। অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে তার  এই কোর্স করে।

#) Grace Y. বলেছেন গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে তার খুব অল্প ধারণা ছিল। কিন্তু এই কোর্সে তিনি একের পর এক অনেক ভালোভাবে গ্রাফিক ডিজাইনের বেসিক ধারণা সহ বুঝতে পেরেছেন। এ কোর্স করে তিনি আত্মবিশ্বাসিও হয়ে উঠেছেন।

Visit and Join Now for Free graphic design course Course Link

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।