NID wallet ব্যবহার করা হয় ভোটার আইডি কার্ড চেক বা আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করার জন্য।
NID Wallet কি?
যখন আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তার পর আপনি যদি আপনার আইডি কার্ড এর বর্তমান স্ট্যাটাস চেক করতে চান তাহলে এন আইডি ওয়ালেট ছাড়া আপনি Voter ID Card Check অনলাইনে করতে পারবেন না।
ভোটার আইডি ডাউনলোড করতে NID Wallet প্রয়োজন হয় কেন?
মেইন কথা হলো আইডি কার্ড চেক করতে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হয় আর রেজিস্ট্রেশন করার একটি ধাপে ফেসভেরিফাই করতে হয় আর ফেস ভেরিফিকেশন এর জন্য NID wallet প্রয়োজন।
তাহলে শুরু করা যাক, এন আইডি ওয়ালেট কিসের জন্য প্রয়োজন হয় আসা করি আপনারা বুঝতে পেরেছেন, তবে NID Wallet প্রয়োজন হওয়ার আগে আরো কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে যেমন আইডি কার্ড চেক করার জন্য প্রথমে আপনি services.nidw.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে রেজিস্ট্রেশন শুরু করতে হবে। ভোটার আইডি কার্ডের চেক করার জন্য কিভাবে রেজিস্ট্রেশন শুরু করবেন এখানে ক্লিক করে সম্পূর্ণ ধাপ দেখুন।
NID Wallet ব্যবহার করার নিয়ম?
এন আইডি ওয়ালেট ব্যবহার করার নিয়ম: আপনি যখন ভোটার ফরম পূরণ করে আপনার নির্বাচন কমিশনে জমা দিবেন তার কিছু দিন পর আপনি ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করতে পারবেন, যখন ভোটার হয়ে যাবেন ভোটার হওয়ার পর NID Wallet এর ব্যবহারের করার নিয়ম হল, প্রথমে আপনি রেজিস্ট্রেশন করার সময় একটি পেজ দেখতে পাবেন। এই পেজটিতে অপশন থাকবে আপনার ভোটার হওয়ার ফরম নাম্বার, জন্ম তারিখ ও আপনার ভোটার আইডি কার্ড অনলাইন ফরমের মোবাইল নাম্বার যেটি দিয়েছিলে সে নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে তারপর ভেরিফাই কোড ঘরে প্রদর্শিত কোডটি টাইপ করে সাবমিট দিলে নতুন একটি ফরম ওপেন হবে।আর এই ফরমটিতে ফেসভেরিফিকশন করার জন্য Scener কপি শো করব এই স্কেন কপি দেওয়ার জন্য আপনার মোবাইলে NID Wallet app ব্যবহার করে দিতে হবে।
ডাউনলোড NID Wallet
NID Wallet আপনি ডাউনলোড খুব সহজে করতে পারবেন কেননা এন আইডি ওয়ালেট গুগল প্লে স্টোর এবং apple store ফ্রিতে রয়েছে তাহলে NID wallet ডাউনলোড করার জন্য এখানে ভিজিট করুন।