Bangla to English কিভাবে করবেন: আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন। আমরা সবাই বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা ইংরেজি ভাষায় কথা বলতে পারে না। এটা আমাদের একটি দুর্বলতা বললেই পারেন। তাই আজ আপনাদের সামনে এমন একটি একদম সহজ পদ্ধতি বা উপায় বলে দিবো যে পদ্ধতিটি অনুসরণ করে খুব সহজে ইংরেজিতে যেকোনো লোকের সাথে কথা বলতে পারবেন, মাধ্যমটি হল বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করে তাহলে কিভাবে আপনারা Bangla to English বা English to Bangla ট্রান্সলেট করে কথা বলবেন আজ থেকে জানতে সম্পূর্ণ পদ্ধতি পোস্টটি ভালো করে পড়ুন।
Bangla to English Translation by Google translate bangla to english
বর্তমানে আমরা প্রয়োজনে বা অপ্রয়োজনে অনেক সময় আমাদের কে (Bangla to English বা English to Bangla) ইংরেজিতে কথা বলতে হয়। বিশেষ করে যখন আমরা ফেইসবুকে বা WhatsAppe কখনো কেউ ইংরেজিতে কথা বললে আমরা উওর দিতে পারি না। তাই আজ আপনাদের সামনে এমন একটি সহজ উপায় বলে দিবো যাতে করে খুব সহজেই আপনারা Bangla to English বা English to Bangla Translation করতে পারবেন।
How to translate Bangla to English
চলুন তাহলে দেখিয়ে দেই কিভাবে Bangla to English সহজে কিভাবে করবেন বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন।
আজ আপনাদেরকে একটি উপায় বলে দিবো যে কিভাবে আপনার ফোনে সব সময়ের জন্য অটোমেটিক bangla to english সিটিং করে রাখবেন। Google translate bangla to english
Step-1. আপনাকে সর্ব প্রথম দুটি Apps Install করে নিবেন আপনার ফোনে আর এই দুটি Apps Google Play Store আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। apps দুটির নাম হল।
- Gboard
- Google translate
এই দুটি Apps ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করে নিবেন আর এটা হল প্রথম কাজ।
Step-2. দ্বিতীয়ত আপনাকে যেটি করতে হবে সেটা হল আপনার ফোনের সিটিং এর মাধ্যে গিয়ে আপনার ফোনের ডিফোল্ট যে Keyboard আছে সেটি পাল্টিয়ে আপনার ইনস্টল করা Gboard ক্লিক করে সেটআপ করে নিবেন।
তার পর আপনাকে যা করতে হবে আপনি আপনার ফোনের ব্রাউজার বা Facebook Messenger বা whatsapp ওপেন করবেন। এবং কিবোর্ডের ডান পাশে তিনটি ডড চিন্হে ক্লিক করে বাংলা এবং ইংরেজী ভাষা সিলেক্ট করে দিবেন।
আপনি যদি বাংলা থেকে ইংরেজি করতে চান তাহলে প্রথমে বাংলা দিবেন এবং পরবর্তী অপশনে ইংরেজি ভাষা দিবেন। তার পর আপনি বাংলায় লিখলে অটোমেটিক ইংরেজি ট্রান্সলেট হয়ে আসবে। এই সিটিং এর জন্য নিচের পিকচার একটু ভালো ভাবে দেখে নিন তাহলে সহজে বুঝতে পারবেন।
বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করার সম্পূর্ণ পদ্ধতি
Bangla to English translation practically
বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ধাপ ১. প্রথমে মেসেঞ্জার বা ব্রাউজার ওপেন করুন। এবং তিনটি ডড চিন্হে ক্লিক করুন এবং পরবর্তী পেইজ ওপেন হবে।
বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন ধাপ ২. পিকচারের প্রতি লক্ষ্য করুন এবং অনুবাদ করুনে ক্লিক করুন।
বাংলা টু ইংরেজি অনুবাদ ধাপ ৩. এখন আপনার সামনে দুটি সাইটে দুটি অপশন দেখতে পাবেন প্রথম অপশনে বাংলা এবং দ্বীতিয় অপশনে ইংরেজি দিয়ে দিন।
বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন ধাপ ৪. এখন আপনি বাংলায় লিখলে অটোমেটিক্যালি ইংরেজিতে উপরে লেখা উঠবে।
এভাবে অনেক সহজে আপনি বাংলায় লিখে ইংরেজি করতে পারবেন। এটি একটি অনেক সহজ উপায় সব সময় ইংরেজি কথা বলার জন্য। এখন যদি একবার একটু কস্ট করে এই সিটিং করে নেন তাহলে সব সময়ের জন্য আপনি ইংরেজি ভাষায় কথা বলতে আর অক্ষম হবেন না।
কিছু দিন এভাবে কথা বললে দেখবেন এক সময় আপনার ইংরেজি অনেক উন্নত হয়েছে এবং আপনি এভাবে Bangla to English translation ছাড়া কথা বলতে পারবেন।
Google translate bangla to english: পোস্টটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ। আমাদের ফেসবুক পেইজে লাইক ও ফলো করে সাথেই থাকুন