অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ | World history of civilization suggestion 2023

প্রতিদিনের মতো আজকে আমরা নিয়ে এসেছি অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ নিয়ে। যারা এ বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই একবার হলেও World history of civilization suggestion সাজেশনটি অথবা শর্ট সিলেবাসটি পড়ে নেবেন। ‌এর মাধ্যমে একজন শিক্ষার্থী তার প্রত্যাশিত ফলাফল থেকে ভালো পরিমাণ ফলাফল পেতে পারেন।

বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩। পরীক্ষাতে অনেক শিক্ষার্থী বিশ্বসভ্যতার ইতিহাস বিষয়ের উপর পরীক্ষা দিবে। ‌ অনেকের কাছে এ বিষয়টি তুলনামূলকভাবে কঠিন হয় যার কারণে প্রিপারেশনের সময় বিভিন্ন ধরনের সাজেশন খুঁজে থাকে। ‌ এই ধরনের প্রিপারেশনের সাজেশন নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। ‌

এই শর্ট সিলেবাসে রয়েছে পুরো বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নগুলো। ‌যেগুলো ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। প্রত্যেকের উচিত পাঠ্যপুস্তক বইটি পড়ার পরে এই বই পড়ে আর নেওয়া। ‌এতে করে শিক্ষার্থীরা আরো বেশি ফলাফল ভালো পেতে পারেন।

অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ | World history of civilization suggestion

ক বিভাগ

  • পিরামিড কি
  • নদী তীরবর্তী ৩টি সভ্যতার নাম লিখুন
  • Civilization এর বাংলা অর্থ কি
  • Civitas এর বাংলা শব্দার্থ কি
  • প্রাচীন মিশরীয়দের বর্ণমালার নাম কি ছিল
  • মিশরীয় শাসকদের কি বলা হতো
  • ডুঙ্গী কে ছিলেন
  • মেসো পটেমিয়া শব্দের অর্থ কি
  • এসেরীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়
  • কোন সভ্যতার সময় গিলা গামেস মহাকাব্য রচনা করেন
  • কেল ডিও দেশে সবচেয়ে প্রসিদ্ধ রাজা কে ছিলেন
  • ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেছিল
  • পৃথিবীতে সর্বপ্রথম কোথায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়
  • হোমার কে ছিলেন
  • হোমারের দুইটি বিখ্যাত কাব্য এর নাম লিখুন
  • হেরোডোটাস কে ছিলেন
  • জ্যামিতির জনক কাকে বলা হয়
  • হিস্টরি অফ রোমান কে রচনা করেছিলেন
  • চীনের মহাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা করেছিলেন কে
  • জ্যামিতির জনক কাকে বলা হয়
  • জেরিকো শহর কোথায় অবস্থিত
  • ক্রুসেড শব্দের অর্থ কি
  • বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩

  • নবপোলিয় যুগ বলতে কি বুঝেন
  • সভ্যতা বলতে কি বুঝেন
  • হামগরি সহিংসতা সম্পর্কে আলোচনা করুন
  • মিশরীয় লিখন পদ্ধতি সম্পর্কে ধারণা দিন
  • উর্বরা অর্ধচন্দ্রের দেশ বলতে কি বোঝেন
  • সমস্ত প্রথা পতনের কারণ কি
  • মধ্যযুগ বলতে কি বুঝেন
  • রেনোসা সম্পর্কে একটি টীকা লিখুন
  • পোপ তন্ত্র বলতে কি বুঝেন
  • মোঙ্গলদের পরিচয় দিন
  • গৌর রাজ্যের পরিচয় দিন
  • তাং বংশ সম্পর্কে ব্যাখ্যা করুন
  • জুলিয়াস সিজার কে ছিলেন
  • সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলা হয় কেন
  • হরপ্পা নগরের বর্ণনা দিন
  • সফিন্ট কারা
  • আক্কাদীর পরিচয় দিন
  • গোপ তন্ত্র বলতে কি বুঝেন
  • কনফুসিয়াস কে ছিলেন তার ইতিহাস লিখুন

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩

  • সভ্যতার সংজ্ঞা দিন, নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্য গুলো লিখুন
  • সভ্যতার উৎপত্তির বিভিন্ন উৎস সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী লিখ
  • মানব সভ্যতা বিকাশে মিশরীয় সভ্যতার ভূমিকা আলোচনা করুন
  • ঊর্বশী চন্দ্র দেশ বলতে কি বুঝান এবং এর লীলা ভূমি বলা হয় কেন তা বুঝে লিখুন।
  • সুমেরীয় সভ্যতার বৈশিষ্ট্য বর্ণনা করুন
  • বিজ্ঞান ও দর্শনের আলোচনা করুন
  • বিজ্ঞান উন্নয়নের প্রাচীন গ্রিক কিভাবে ভূমিকা রেখেছেন তা আলোচনা করুন
  • হামবুরাবি আইনের বিশেষত্ব উল্লেখ করুন
  • সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনার বিবরণী লিখুন
  • রোমান সাম্রাজ্যের পতনের কারণসমূহ আলোচনা করুন
  • হর্ষবর্ধনের রাজত্বকাল পর্যালোচনা করুন
  • জাপানের বিকাশ এবং উত্থানের ইতিহাস বর্ণনা করুন
  • মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান কি ভূমিকা পালন করে তা লিখুন
  • মধ্যযুগ বলতে কি বোঝেন মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্য গুলো লিখুন
  • পোপ তন্ত্রের বিকাশ ও উদ্ভব আলোচনা করুন ( অনার্স ৩য় বর্ষ বিশ্ব সভ্যতার ইতিহাস সাজেশন ২০২৩ 90% )
  • মধ্যযুগ বলতে কি বুঝেন এবং এর বৈশিষ্ট্যমূল লিখুন

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button