আজকের আর্টিকেলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ( Western Political thought suggestion ) নিয়ে। যারা রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়াশোনা করে তাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা অনার্স প্রথম বর্ষের পরে তাদের জন্য আরও বেশি সহায়ক বইটি। তাই দেরি না করে এখনই আমাদের এই সাজেশন পড়ে নিন।
প্রশ্ন থাকে আমাদের এই সাজেশনটি আপনারা কেন পড়বেন? সাজেশনটি আপনারা পড়বেন কারণ এখানে রয়েছে সকল ধরনের কমন কমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। অর্থাৎ এই সাজেশন থেকে অনেক নম্বর কমন পড়লে আপনারা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবেন। এই কারণেই আপনারা সাজেশনটি পড়বেন।
আর সাজেশনটি তৈরি করা হয়েছে সকল অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের দ্বারা। যাদের উক্ত বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা রয়েছে প্রায় ১০ বছরের অধিক সময় ধরে। তারা বিভিন্ন স্বনামধন্য কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে পাঠদান করে থাকে। তাই নিঃসন্দেহে আমাদের এই সাজেশনটি আপনারা পড়ে নিতে পারেন। অনুরোধ করবো প্রত্যেক শিক্ষার্থীদের একবার হলেও আমাদের এই সাজেশনটি পড়ে নিতে।
অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন | Western Political thought suggestion
ক বিভাগ
- সাধারণ ইচ্ছা তত্ত্বের প্রবক্তা বলা হয় কাকে?
- কত সালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল?
- রুশোর বিখ্যাত গ্রন্থের নাম লিখুন?
- জন লকের মত অনুসারে প্রকৃতির রাজ্যে জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল?
- স্বাধীনতার রক্ষা কবচ কি?
- The spirit of law বলতে কি বুঝেন?
- Communist manifesto গ্রন্থটি কে রচনা করেন?
- একজন যুক্তিবাদী দার্শনিকের নাম লিখুন।
- লেবিয়া থান গ্রন্থ কে রচনা করেন?
- রাজনৈতিক নৈতিকতার দ্বৈত মানের কথা বলেছেন কে ?
- ম্যাকিয়াভেলিবাদ বলতে কি বুঝেন।
- ম্যাকিয়াভেলি কোথায় জন্মগ্রহণ করে?
- ম্যাকিয়াভেলি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
- দ্যা প্রিন্স গ্রন্থটির লেখক কে?
- দ্যা পাবলিক গ্রন্থটি কে লিখেছেন?
- সেন্ট অগাস্টিন কত সালে জন্মগ্রহণ করেন?
- মধ্যযুগ অরাজনৈতিক । উক্তিটি কার?
- কোন দার্শনিক প্লেটোর দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন?
- পলিটিক বলতে কি বুঝেন?
- এরিস্টটলের মতে উত্তম সরকার বলা হয় কাকে?
- প্লেটো কোন ২টি ক্ষেত্র সাম্যবাদের কথা বলেছেন?
- শাসক যখন ন্যায়বান আইন তখন নিষ্প্রয়োজন। এই কথাটি কে বলেছেন?
- প্লেটো আদর্শ রাষ্ট্র শাসক হবে কে?
- সৎ গুণই জ্ঞান। এ উক্তিটি কার।
- পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার সূত্রপাত কোথায় হয়েছিল?
- গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লিখুন।
অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন আমাদের এদিকে শিক্ষার্থীরা করতে পারেন একদম ফ্রিতে। যেহেতু কোন ধরনের অর্থ লেনদেন করতে হচ্ছে না আমাদের এই সাজেশন পেতে। তাই একবার হলেও আমাদের এই সাজেশনটি আপনারা পড়ে নিবেন। আর হ্যাঁ প্রয়োজনে আপনি আপনার বন্ধু-বান্ধবের সাথে এই সাজেশন শেয়ার করবেন যাতে তারাও ভালো ফলাফল করতে পারেন।
মনে রাখবেন সহপাঠীদেরকে সহযোগিতা করা আপনার একটি দায়িত্ব। শেয়ার করার জন্য শুধুমাত্র আমাদের লিংকে কপি করে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিলেই হবে। আর আপনি যদি অন্যদের থেকে পরীক্ষায় ভালো ফলাফল করতে চান তাহলে অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন। ওয়েবসাইট থেকে পড়তে সমস্যা হলে যেকোন দোকান থেকে আপনারা এটি প্রিন্ট আউট করে সংরক্ষণ করতে পারবেন এবং যেকোনো সময় পড়তে পারবেন।
খ বিভাগ অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন
- রুশো সাধারন ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য লিখুন।
- ক্ষমতার স্বতন্ত্রীকরণের নীতি সম্পর্কে ধারণা বর্ণনা করুন।
- গণতন্ত্র সম্পর্কে জন লকের ধারণা ব্যাখ্যা করুন।
- জীবন, বিশ্রী পাশবিক ও সামরিক। হবসের কথাটি ব্যাখ্যা করুন।
- মানব প্রকৃতি এবং প্রকৃতি রাজ্য সম্পর্কে টমাসের ধারণা আলোচনা করুন।
- প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস সবচেয়ে বেশি যে ধারণাটি দিয়েছিলেন সেটি আলোচনা করুন।
- শাসকের মধ্যে শৃগাল এবং সিংহের গুণাবলীর সম্বন্ধে সাধন হওয়া উচিত।
- ম্যাকিয়াভেলি বাদ বলতে কি বোঝেন?
- সেন্ট অগাস্টিনের শান্তি তত্ত্বটি আলোচনা করুন।
- মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করুন।
- এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করুন।
- অ্যারিস্টোটল কিভাবে সর্বোত্তম রাষ্ট্র এবং বাস্তবধর্মী সর্বোত্তম রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেছিলেন?
- প্লেটোর সাম্যবাদ এবং আধুনিক সাম্যবাদ এর মধ্যে পার্থক্য দেখান।
- প্লেটোর শিক্ষা ব্যবস্থা আধুনিককালে কতটা গ্রহণযোগ্য?
- যে তোর রিপাবলিক শিক্ষার উপর লিখিত এবং যাবত কালের সর্বোত্তম গ্রন্থটির বক্তব্য লিখুন।
- রাষ্ট্রচিন্তা বলতে কি বুঝেন?
- সক্রেটিস এবং সোফিস্টদের মধ্যে পার্থক্য দেখান।
গ বিভাগ অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন
- সামাজিক চুক্তি সম্বন্ধে টমাস হবস, জন লক এর ধারণা তুলনামূলকভাবে আলোচনা করুন।
- রাষ্ট্রচিন্তা রুশোর অবদান দেখান।
- আধুনিক রাষ্ট্রচিন্তার মন্টেস্কুর অবদান বর্ণনা করুন।
- জন লকের সম্পত্তি সংক্রান্ত মতবাদটি লিখুন।
- আধুনিক রাষ্ট্রচিন্তার জন লকের অবদান মূল্যায়ন করুন।
- মানব প্রকৃতি এবং প্রকৃতি রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণাটি মূল্যায়ন করুন।
- ম্যাকিয়াভেলির নৈতিকতা, ধর্ম এবং রাজনীতির আলাদা করণ সম্পর্কে আলোচনা করুন।
- রেনোসা উদ্ভবের কারণ গুলো আলোচনা করুন।
- মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার মার্সেলিয়োর অবদান আলোচনা করুন।
- সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হতো কেন?
- সেন্ট অগাস্টিনের ন্যায় বিচার তত্ত্বটি আলোচনা করুন।
- ইউরোপের মধ্যযুগ ছিল মূলত অরাজনৈতিক। উক্তিটি ব্যাখ্যা করুন।
- সিনেকার রাষ্ট্রদর্শন বলতে কি বুঝেন?
- রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি এবং উদ্দেশ্য সম্পর্কে এরিস্টটলের ধারণা আলোচনা করুন।
- ন্যায়বিচার তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- এরিস্টটলের বিপ্লব সম্পর্কে ধারণা আলোচনা করুন।
- প্লেটোর ন্যায়ের তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- প্রাচীন গ্রিসের রাষ্ট্রচিন্তা বৈশিষ্ট্য আলোচনা করুন।
অনার্স ১ম বর্ষ পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা সাজেশন ছাড়াও আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং বর্ষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। সকল শ্রেণীর পাঠ্য প্রস্তাব বই পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion