অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ২০২৩ | Urban economy suggestion 2023

আজকের আর্টিকেলে অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ২০২৩ & Urban economy suggestion নিয়ে এসেছি শিক্ষার্থীদের জন্য। এই সাজেশনটি পড়লে এবারের শিক্ষার্থীরা ভালো পরিমাণ এ বিষয়ের পরীক্ষাতে পেতে পারেন। ‌তাই যাদের আগামীতে পরীক্ষা দ্রুত এই সাজেশনটি একবার হলেও পড়ে নিতে পারেন।

বেশ কয়েকদিন আগে ঈদুল ফিতরের ছুটি ফিরেছে অনেকে। ছুটি শেষ না হতে হতে পরীক্ষা এসে গেছে। এই ছুটির কারণে অনেকের পড়াশোনা গ্যাপ হয়ে গেছে।‌ যার কারণে স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বই পড়ে অনেকের এ প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। ‌তাদের দরকার একটি শর্ট সিলেবাস অথবা একটি ভাল সাজেশন।

ঐ সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা আজকে এই সাজেশনটি নিয়ে এসেছি। ‌এখানে রয়েছে বিগত সালের প্রশ্ন সহ কমন কমন সকল প্রশ্নগুলো। যাতে করে একজন শিক্ষার্থী স্বল্প সময়ের ভেতরে তার পড়া গ্যাপ পূরণ করতে পারে। আর হ্যাঁ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সাজেশনটি দিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ। ‌একই সঙ্গে আপনারা এটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিতে পারবেন।

অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ২০২৩ | Urban economy suggestion 2023

ক বিভাগ

  • নগর অর্থনীতি কি
  • নগর কি
  • প্রধান শহর কি
  • বাজার শক্তি বলতে কি বুঝেন
  • কেন্দ্রীয় স্থান তত্ত্বের প্রবক্তা কে
  • নগর পিণ্ড কি
  • খুচরা গুচ্ছ বদ্ধ করণ কি
  • নগর বিক্ষেপণ কি
  • নগর শ্রমিকের অদক্ষতা কি
  • নগর ভূমির খাজনা কি
  • নগর অর্থনীতিতে কেন্দ্রীয় মুখী শক্তি কি
  • নগর ভূমির চাহিদা উৎসসমূহ কি কি
  • গৃহনির্মাণ ও অর্থনীতি কি
  • নগর অসম ভূমি মূল্য কি
  • এককেন্দ্রিক নগর কি
  • পার্কিং ট্যাক্স কি
  • নগর দারিদ্র্য কি
  • অপ্রতিষ্ঠানিক শ্রমবাজার কি
  • বাংলাদেশ শহর এলাকায় দারিদ্র হার কত
  • দক্ষতা ও শ্রমবাজার বলতে কী বোঝায়
  • VGD এর পূর্ণরূপ লিখুন

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ২০২৩

  • প্রধান শহর কাকে বলা হয়
  • বাজার শক্তি বলতে কি বুঝেন
  • নগর শ্রম বাজার ধারণা বলতে কি বুঝেন
  • কেন শহরে উন্নয়ন ঘটে
  • নগরায়ন কিভাবে হয়
  • অর্থনৈতিক ভিত্তি তত্বের সীমাবদ্ধতা লিখুন
  • নগর ভূমি ব্যবহারের বৈচিত্র বলতে কি বুঝায়
  • ভূমি ব্যবহারে সাধারণ ভারসাম্য বলতে কী বোঝায়
  • বাংলাদেশ নগরায়নের বৈশিষ্ট্য কি কি
  • নগর ভূমি ব্যবহারের নিয়মসমূহ লিখুন
  • নগর ভূমি খাজনার বৈশিষ্ট্য কি কি
  • ভূমি ব্যবহারে সাধারণ ভারসাম্য বলতে কি বুঝ
  • নগরভূমির বৈচিত্র বলতে কি বুঝেন
  • যোগান ও নগর গৃহায়নের চাহিদা বলতে কি বুঝেন
  • নগর আবাসিক এলাকার স্থান নির্বাচন বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়
  • স্থানীয় উপকরণ খরচ এবং যাতায়াত খরচের টেন্ড অফবলতে কি বুঝেন
  • পরিবহন ব্যবস্থাপনার যানজটের ফলে সৃষ্ট সমস্যা সমূহ কি কি
  • নগর শ্রমিক চাহিদার উৎস সমূহ কি কি
  • অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার কি
  • নগর দারিদ্র্য বলতে কি বুঝেন
  • বর্তমান বিশ্বে দারিদ্র পরিস্থিতি বর্ণনা করুন
  • জোনিং এর উদ্দেশ্য কি কি

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ২০২৩

  • নগর উন্নয়নে বাজার শক্তির ভূমিকা উল্লেখ করুন
  • শহর উৎপত্তির কারণগুলো আলোচনা করুন
  • কেন শহর টিকে থাকে না তা ব্যাখ্যা করুন
  • কেন্দ্রীয় স্থান তত্ত্ব সমালোচনা করুন
  • নগর অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন
  • সীমাবদ্ধতা বি উৎপন্ন বিশ্লেষণের প্রধান বৈশিষ্ট্য লিখুন
  • নগর ভূমি ব্যবহারের আবাসিক এলাকার খাজনা কার্যাবলী ব্যাখ্যা করুন
  • উৎপাদন ফার্মের নিলাম খাজনা কার্যকারিতা উল্লেখ করুন
  • বাংলাদেশের নগরায়ন অর্থনৈতিক উপাদানগুলো আলোচনা করুন
  • জোনিং এর উদ্দেশ্য কি কি এবং তা বর্ণনা করুন
  • বার্জেস এর এককেন্দ্রিক তত্ত্বটি ব্যাখ্যা করুন
  • কুমারঘাট এর সেক্টর কলা তত্ত্বটি ব্যাখ্যা করুন
  • নগর বস্তিবাসীর আবাসন সমস্যা নিরসনের করনীয় পদক্ষেপ গুলো বিশ্লেষণ করুন
  • নগর ঘৃণা চাহিদা ও যোগান কি কি বিষয়ের উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করুন
  • বাংলাদেশের নগর শ্রম বাজার প্রকৃতি বৈশিষ্ট্য আলোচনা করুন
  • নগর শ্রম বাজার অদক্ষতা দূরীকরণের উপায় আলোচনা করুন
  • নগর দারিদ্র্যের বৈশিষ্ট্য উল্লেখ করুন
  • বাংলাদেশের নগর দারিদ্র প্রকৃতি ও মাত্রা বিশ্লেষণ করুন

অনার্স ৩য় বর্ষ নগর অর্থনীতি সাজেশন ব্যতীত আরো অন্যান্য বিষয়ের সাজেশন পেতে আমাদের অনার্স সাজেশন ক্যাটাগরি অনুসরণ করুন। ‌এখানে নিয়মিত সকল শিক্ষামূলক খবর আপডেট দেওয়া হয়ে থাকে।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button