অনার্স ৪র্থ বর্ষ সরকারি নীতি পরিচিতি সাজেশন ২০২৩ | নিয়ে এসেছি অনার্স পড়া শিক্ষার্থীদের জন্য। এই সাজেশন থেকে তারা ফাইনাল পরীক্ষায় ভালো মার্ক পেতে পারেন। কেন ভালো পরিমাণ মার্ক পাবেন তা জানতে আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত করুন।
আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারি নীতি পরিচিতি বিষয়ের প্রফেসর দ্বারা। এছাড়াও রয়েছে এর মধ্যে বিগত সালের প্রশ্ন এবং বিভিন্ন অধ্যায়ের প্রশ্নগুলো। একজন মেধাবী শিক্ষার্থী এ সাজেশনটি প্রশ্ন ব্যাংক আকারে পড়তে পারবে। আবার যাদের মেধা তুলনামূলকভাবে কম এবং বইয়ের সম্পন্ন সিলেবাস শেষ করতে পারেনি। সেই সকল শিক্ষার্থীর শর্ট সিলেবাস হিসেবে এই বইটি পড়তে পারে।
আর আমাদের ওয়েবসাইটে অনার্স তৃতীয় বর্ষ সাজেশন এবং অন্যান্য বর্ষের সাজেশন আপলোড করা হয়েছে। এই আর্টিকেলের নিচে থেকে লিংকগুলোতে প্রবেশ করলেই আপনি তা পেয়ে যাবেন।
সরকারি নীতি পরিচিতি সাজেশন ২০২৩ | Environment & Development suggestion
ক বিভাগ
- ভিশন ২০২১ বলতে কি বুঝেন?
- বর্তমানের শিক্ষানীতি প্রণীত হয় কত সালে?
- সিদ্ধান্ত গ্রহণ এর প্রথম ধাপ কোনটি?
- ভিশন ২০২১ এবং ডিজিটাল বাংলাদেশ কি?
- পরিকল্পনা কি?
- এজেন্ডা বলতে কি বুঝানো হয়?
- MDG এর পূর্ণরূপ লিখুন।
- মন্ত্রণালয় এর রাজনৈতিক প্রধান কে?
- সচিবালয় বলতে কি বুঝেন?
- বাংলাদেশ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কাকে বলা হয়?
- পদ সোপন বলতে কি বুঝেন?
- প্রকল্প চক্রের প্রথম ধারণা কে দেয়?
- VGD এর পূর্ণরূপ লিখুন।
- Public policy বাংলা অর্থ কি?
- understanding public policy গ্রন্থটি কে লিখেছে?
- রেডিও এবং টিভি অনুষ্ঠান কোন ধরনের দ্রব্য?
- জননীতির দৃষ্টি বৈশিষ্ট্য লিখুন।
- মিশ্র অর্থনীতি বলতে কি বুঝায়?
- NRB এর পূর্ণরূপ লিখুন।
- BGMEA এর পূর্ণরূপ লিখুন।
- BOOT এর পূর্ণরূপ লিখুন।
- অলাভজনক প্রতিষ্ঠান বলতে কি বুঝায়?
- ভর্তুকি কি?
- বাংলাদেশের দুইটি অলাভজনক খাত উল্লেখ করুন।
- BIDS এর পূর্ণরূপ লিখুন।
- VGF এর পূর্ণরূপ লিখুন।
- The government process গ্রন্থটি কে রচনা করেছেন?
- ব্যবস্থা পদ্ধতি প্রবর্তক করে কে?
- হারবার্ট সাইমন এর সিদ্ধান্ত গ্রহনের তত্ত্বটির নাম লিখুন।
- মনিটরিং বলতে কি বুঝেন?
- গণ দ্রব্য কি?
- বাজার ব্যর্থতা বলতে কি বুঝায়?
- এসডিজি এর ম্যাথকাল কত সাল পর্যন্ত।
খ বিভাগ সরকারি নীতি পরিচিতি সাজেশন ২০২৩
- ডিজিটাল বাংলাদেশ বলতে কি বুঝেন?
- সিদ্ধান্ত গ্রহণ কি ?
- জননীতি প্রণয়নের মডেলের গুরুত্ব লিখুন।
- প্রকল্প পরিবীক্ষণ বলতে কি বুঝেন?
- জননীতিতে ফিডব্যাক বলতে কি বুঝায়?
- নীতি মূল্যায়ন বলতে কি বুঝেন?
- নীতি প্রণয়ন অংশগ্রহণকারী সংস্থার নামগুলো লিখুন।
- সরকারি বেসরকারি অংশীদারিত্ব বলতে কি বুঝায়?
- একচেটিয়া বাজারের সংজ্ঞা দিন।
- ব্যক্তিগত দ্রব্য এবং গণ দ্রব্য বলতে কি বুঝায় উদাহরণসহ লিখুন।
- বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলো লিখুন।
- জননীতি বলতে কি বুঝেন?
- অর্থনৈতিক পরিকল্পনা কাকে বলা হয়?
- পরিকল্পনা প্রণয়ন এবং নীতি প্রণয়নের মধ্যে পার্থক্য দেখান।
- প্রশাসনিক জবাবদিহিতা বলতে কি বুঝায়?
- যৌক্তিক পছন্দ বলতে কি বুঝেন?
- মিশ্র অর্থনীতি বলতে কি বুঝায়?
- মুক্তবাজার অর্থনীতি কি?
গ বিভাগ সরকারি নীতি পরিচিতি সাজেশন ২০২৩
- সিদ্ধান্ত গ্রহনের সমস্যাগুলো চিহ্নিত করুন এবং ব্যাখ্যা করুন।
- সাইমনের যৌক্তিক সিদ্ধান্ত তত্ত্ব আলোচনা করুন।
- জননীতির প্রণয়ন মডেলের গুরুত্বপূর্ণ আলোচনা করুন।
- বাজারের ব্যর্থতা কেন হয় এবং সরকার নীতির ওপর প্রভাব আলোচনা করুন।
- মিশ্র অর্থনীতি বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন।
- সরকারি নীতির বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিন।
- নীতি অধ্যয়নের বিষয়বস্তু এবং পরিধি আলোচনা করুন।
- জননীতি অধ্যয়নের পদ্ধতি গুলো বর্ণনা করুন।
- প্রশাসনিক জবাবদিহিতা কি এবং জবাব দিতেন নিশ্চিতকরণের উপায় সমূহ ব্যাখ্যা করুন।
- জননীতির বিশ্লেষণ এর গুরুত্ব মূল্যায়ন করুন।
- প্রকল্প মূল্যায়নের ধাপসমূহ নির্দেশ করুন।
- উন্নয়নশীল দেশে নীতি বাস্তবায়নের সমস্যা গুলো আলোচনা করুন।
- নীতি প্রণয়নে আমলাতন্ত্রের ভূমিকা দেখান।
- বাংলাদেশের সকল প্রণয়ন এবং বাস্তবায়নের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গুলো আলোচনা করুন।
- উন্নয়নশীল দেশে নীতি প্রণয়নের ক্ষেত্রে দাতা গোষ্ঠী এবং অন্যান্য সংস্থার প্রভাব দেখান।
- উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য সমূহ লিখুন।
- পরিকল্পনার সংজ্ঞা দিন এবং একটি উত্তম পরিকল্পনার পূর্ব শতসমূহ আলোচনা করুন। (সরকারি নীতি পরিচিতি সাজেশন ২০২৩)
আরো অন্যান্য বর্ষের আর্টিকেল পড়ুন;
- অনার্স ৩য় বর্ষ সরকারি অর্থ ব্যবস্থা সাজেশন ২০২৩ | Public finance suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ প্রাচীন ও মধ্যযুগের কবিতা সাজেশন ২০২৩ | Ancient & Medieval Literature suggestion
- অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন ২০২৩| Environment & Development suggestion
- অনার্স ৪র্থ বর্ষ বাংলা সাহিত্যের ইতিহাস সাজেশন ২০২৩ | History of Bengali literature suggestion