অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন ২০২৩| Environment & Development suggestion

আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন অনার্স বিভিন্ন বর্ষের বই এবং সাজেশন দিয়ে থাকি। অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন ২০২৩ ( Environment & Development suggestion 2023 ) নিয়ে এসেছি আজকের আর্টিকেলে। এর মাধ্যমে উক্ত বিষয় শিক্ষার্থীরা তাদের ভর্তি প্রিপারেশনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা আজকে এ বিষয়ে সাজেশন নিয়ে হাজির হয়েছি। ‌কারণ আগামী ১৪ জুন থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। করানোর কারণে এ বসে শিক্ষার্থীরা বেশ কিছুদিন পিছিয়ে গেছে। ‌কবে পরীক্ষা শুরু হবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা।

অন্যান্য বর্ষের তুলনায় এ বসে শিক্ষার্থীরা একটু বেশি চিন্তিত ছিল। কেননা স্নাতক পাস করার পর তারা বিভিন্ন কর্ম ক্ষেত্রে প্রবেশ করে। ‌ আর এই ফলাফলের উপর নির্ভর করে তাদের কর্ম ক্ষেত্রে জীবন। ‌ সুতরাং সবাই এই পরীক্ষায় ভালো ফলাফল করতে আগ্রহী থাকে। ‌

তাদেরকে সহযোগিতা করতেই আমরা সহায়ক বই হিসেবে এই সাজেশনটি নিয়ে এসেছি। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা সবসময় সাজেশনগুলো বিনামূল্যে দিয়ে থাকি। ‌এবারের সাজেশনটিও সম্পূর্ণ ফ্রি।

অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন ২০২৩ | Environment & Development suggestion

ক বিভাগ

  • বায়ুমন্ডলে মোট কতটি স্তর রয়েছে?
  • বাংলাদেশ কত সালে পরিবেশ আদালত গঠন করে?
  • NEMAP এর পূর্ণরূপ লিখুন।
  • প্রস্তাবিত টিপাই মুখ বাঁধ কোথায় অবস্থিত রয়েছে?
  • সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  • পরিবেশ অধ্যায়নের দুইটি পদ্ধতির নাম লিখুন।
  • Ecology শব্দের অর্থ কি?
  • জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ কত অবস্থানে রয়েছে?
  • বৈশ্বিক পরিবেশগত দুইটি ইস্যু লিখেন।
  • বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে?
  • পরিবেশ নারীবাদের একজন তাত্ত্বিকের নাম লিখুন।
  • ২০১৭ সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  • কিয়টো প্রটোকল বলতে কি বুঝেন?
  • মন্ট্রিল প্রটোকল বলতে কি বুঝেন?
  • GAD এর পূর্ণরূপ লিখুন।
  • বিশ্ব উষ্ণায়ন এর জন্য কোন গ্যাস বেশি দায়ী?
  • দুইটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখুন।
  • গ্রিনপিস কি?
  • Man and nature গ্রন্থটি কে লিখেছেন?
  • টেকসই উন্নয়নে কার উপরে বেশি গুরুত্ব দেয়া হয়?
  • Sustainable শব্দের অর্থ কি?
  • বাংলাদেশের একটি পরিবেশবাদী প্রতিষ্ঠানের নাম লিখুন।
  • WED এর পূর্ণরূপ লিখুন।
  • SDG এর পূর্ণরূপ লিখুন। ‌

খ বিভাগ

শিক্ষার্থীদের সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার ক্ষেত্রে বেশি মনোযোগ দিতে হবে। ‌ কারণ এ ক্যাটাগরি প্রশ্নের মূল প্রশ্নের উত্তর এবং অল্প কিছু লিখলেই সম্পূর্ণ নম্বর পাওয়া যায়। ‌সুতরাং অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন থেকে এই ক্যাটাগরি প্রশ্নগুলো কমন নিয়ে নিন।

  • কিয়টো প্রটোকল বলতে কি বুঝেন?
  • বৈষ্ণিক উষ্ণতা বলতে কি বুঝেন?
  • পরিবেশ কাহাকে বলে?
  • টেকসই উন্নয়ন সম্পর্কে লিখুন।
  • জলবায়ু পরিবর্তন কাকে বলে?
  • পরিবেশগত ভারসাম্য কেন এত প্রয়োজন। আলোচনা করুন।
  • টেকসই উন্নয়নের জন্য প্রধান বিবেচ্য বিষয়গুলো লিখুন।
  • পরিবেশ রক্ষায় উন্নত দেশগুলো ব্যর্থ হয়েছে ব্যাখ্যা করুন।
  • জীববৈচিত্র্য কাকে বলে?
  • বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করুন।

অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন গ বিভাগ

  • বাংলাদেশ পরিবেশ নীতি সংক্ষেপে বিশ্লেষণ করুন।
  • পরিবেশের উপর ফারাক্কা বাঁধ কি ক্ষতিকর প্রভাব ফেলে তা লিখুন।
  • বৈষ্ণিক উষ্ণায়ন কাকে বলে এবং এর কারণগুলো ব্যাখ্যা করুন।
  • পরিবেশ রক্ষার্থে আন্তর্জাতিক উদ্যোগ আলোচনা করুন।
  • পরিবেশ জলবায়ু পরিবর্তনের বাংলাদেশের সম্ভাব্য প্রভাব আলোচনা করুন।
  • ভূমিক্ষয়ের কারণ গুলো লিখুন এবং ভুমি ক্ষয়রোধের বাংলাদেশের সরকারের গৃহৎ পদক্ষেপ দেখান।
  • পরিবেশ বলতে কি বোঝেন এবং পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করুন।
  • একটি দেশের উন্নয়নের জন্য পরিবেশ উন্নয়ন কেন প্রয়োজন তা ব্যাখ্যা করুন।
  • দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝেন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম ও আলোচনা করুন।
  • টেকসই উন্নয়ন কি এবং টেকসই উন্নয়ন পরিবেশের কি নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয় বুঝিয়ে লিখুন।

অনার্স ৪র্থ বর্ষ পরিবেশ ও উন্নয়ন সাজেশন ২০২৩ এর পাশাপাশি আরো অন্যান্য বিষয়ের সাজেশন গুলো দেখতে নিচের অংশ দেখুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button