তারাবির নামাজের নিয়ম তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে: পবিত্র মাহে রমজান গোটা মুসলিম জাতির মাগফিরাতের মাস পবিত্র এ মাসে ধর্মপ্রান মুসলমানরা নিজেকে সকল পাপের কাজ থেকে বিরত রেখে কেবলমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যাস্ত থাকেন।
তারাবির নামাজের নিয়ম:
পবিত্র রমজান মাসে এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করে দুরাকাত সুন্নত নামায আদায় করে এ নামাজ সাধারণত পড়া হয়। তারাবির নামাজ সুন্নাতে মুয়াকাদাহ। তারাবির নামাজ পবিত্র কুরআন শরীফ খতম করার অশেষ নেকি পাওয়া যায় এছাড়াও তারাবির নামাজ সূরা দিয়েও পড়া যায়।
তারাবির নামাজ মোট বিশ রাকাত
তারাবির নামাজ দু রাকাত করে পড়তে হয় ।
তারাবির নামাজের প্রথম নিয়ত করবেন দুরাকাত করে আদায় করার জন্য অর্থাৎ প্রথম দুরাকাত নামাজ নামাজ আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম বলে আল্লাহু আকবার।
তারাবির নামাজের নিয়ত:
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ
নাওয়াইতুয়ান উছাল্লিয়া ল্লিল্লাহিতায়ালা রাকাতাই ছিলাতিত তারাবি সুন্নত রাসুলুল্লাহহি তায়ালা মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাআবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।
এই নিয়ত পড়ে প্রথম দুরাকাত নামাজে প্রথম সুরা ফাতেহার সাথে যেকোন সুরা মিলিয়ে পড়বেন সেভাবে দ্বিতীয় রাকাতেও সূরা ফাতেহার সাথে সূরা মিলিয়ে দুরাকাত নামাজ আদায় করবেন তারপর তাশাহুদপুরোটা পড়ে সালাম ফিরিয়ে আবার আরো দুরাকাত এভাবে সূরা ফাতেহার সাথে সূরা মিলিয়ে দুরাকাত নামাজ আদায় করবেন এবং সমস্ত তাশাহুদপুরোটা পড়বেন সালাম ফিরিয়ে নিচের দুয়া টি ১ বার ২ বার ৩ বার পড়বেন। অর্থাৎ যেকোন বেজোড় সংখ্যায় পড়তে পারেন।
তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে:
তারাবির নামাজের দোয়া
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
” সুবাহানাযিলমুলকি ওয়াল মালাকুতি সুবাহানাযিল ইযযাতি ওয়াল আযমাতি ওয়াল হায়বাতি ওয়ালকুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল জাবারূতি। সুবাহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লাইয়ানামু ওয়ালা ইয়ামূতু আবাদান আবাদান সুব্বুহুন কদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়াররূহ।
অর্থ: আমি সর্বময় ক্ষমতাবান ও বিশ্বপ্রতিপালক আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং মহিয়ান- গরিয়ান ,ভয় প্রদর্শনকারী , শক্তিশালী, গৌরবান্বিত ও সর্বশক্তিমান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমি ঐ জীবন্ত স্বত্তার পবিত্রতা ঘোষণা করছি,যিনি তন্দ্রা ও নিদ্রা যাননা এবং চিরকালের জন্য অমর। যিনি অত্যন্ত পবিত্র এবং ফিরিশতাগন ও আত্মসমূহের প্রতিপালনকারী।
এভাবে চাররাকাত নামাজের শেষে দু” আ টি একবার দুবার তিনবার যেকোন বিজোড় সংখ্যায় পড়বেন।
তারাবির নামাজ চাররাকাত হলে দু” আটি পড়বেন ।পুরো বিশ রাকাত তারাবীর নামাজ পড়া শেষ হলে বা উল্লেখিত দোয়াটি পড়া শেষ হলে নিচের দোয়াটি তিনবার পড়ে মুনাজাত করবেন।
তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহ:
তারাবির নামাজের মুনাজাত বাংলা উচ্চারনঃ
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া না’ উযুবিকা মিনান্নার ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান্নারি বিরাহমাতিকা ইয়া আযিযু ইয়া গাফফারু ইয়া কারিমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু । আল্লাহুম্মা আজিরনা মিনান্নারে,ইয়া মুজিরু,ইয়া মুজিরু,ইয়া মুজিরু,ইয়া মুজিরু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।
অর্থ: হে আল্লাহ! তোমার নিকট বেহেস্তের জন্য প্রার্থনা করছি এবং দোযখের আগুন হতে মুক্তি চাইতেছি।হে বেহেশত দোযখের সৃষ্টিকর্তা! তোমারই অনুগ্ৰহের মাধ্যমে ,হে ক্ষমতাশীল ! হে ক্ষমাকারী! হে পরমদয়ালু! হে সৃষ্টিকর্তা! হে উপকারী! হে আল্লাহ! তুমি আমাদেরকে দোযখের আগুন থেকে ৎরক্ষআ কর ।হে রক্ষাকারী! হে রক্ষাকারী! হে রক্ষাকারী! তোমার অনুগ্ৰহ দ্বারা আমাদেরকে দয়া কর।
ফজরের নামাজ পড়ার নিয়ম ও ফজর নামাজ কয় রাকাত?
যোহরের নামাজ পড়ার নিয়ম | যোহরের নামাজ কয় রাকাত?
আসর নামাজ কয় রাকাত | আসরের নামাজ পড়ার নিয়ম
মাগরিবের নামাজের নিয়ম ও মাগরিবের নামাজ কয় রাকাত?
এশার নামাজ কয় রাকাত ও এশার নামাজ পড়ার নিয়ম
তারাবির নামাজের নিয়ম,
তারাবির নামাজের নিয়ম কানুন,
তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের,
তারাবির নামাজের নিয়ম ও দোয়া সমূহ,
তারাবির নামাজের নিয়ম ও দোয়া,
তারাবির নামাজের নিয়ম বাংলা,
তারাবির নামাজের নিয়ম কি,
তারাবির নামাজের নিয়ম মহিলাদের,
সুরা তারাবির নামাজের নিয়ম,
মেয়েদের তারাবির নামাজের নিয়ম,
রমজানের তারাবির নামাজের নিয়ম,
তারাবির নামাজের নিয়ম নিয়ত ও দোয়া,
তারাবির নামাজ পড়ার নিয়ম ও দোয়া
তারাবির নামাজের নিয়ম ও নিয়ত
তারাবির নামাজের নিয়ম কারণ
তারাবির নামাজের নিয়ত আরবিতে
তারাবির নামাজের নিয়ম দোয়া
তারাবির নামাজের ইমামতির নিয়ত
তারাবির নামাজের ইতিহাস
সূরা তারাবির নামাজের নিয়ম
তারাবি নামাজের ইতিহাস
তারাবির নামাজের নিয়ত বাংলা উচ্চারণ
এশা ও তারাবির নামাজের নিয়ম