সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে যুক্ত হতে চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বাজেট ২০২৪:
সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে যুক্ত হয়েছে চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও টিফিন ভাতা ২০২৪ বাজেটে । শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এই কামনা সর্বপ্রথম আমাদের সবার কেননা শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির শিখরে অবস্থান করতে পারেনা আর এই শিক্ষা দানে সবসময় একজন শিক্ষক ই সহায়তা দান করে থাকেন। আজ আমি সেই শ্রদ্ধেয় শিক্ষকগন ও কর্মকর্তা ও কর্মচারীদের ইনক্রিমেন্ট এর সাথে টিফিন ভাতা , চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা সম্পর্কে এই পোস্টটিতে বিস্তারিত জানতে পারবেন।
সমন্বিত ইনক্রিমেন্টের সাথে যুক্ত হচ্ছে বদ্ধিত চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও টিফিন ভাতা।
তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ জানতে সব গ্ৰেডের ইনক্রিমেন্ট কিন্তু সমান হবে না কিভাবে হবে নিচে আমি দিয়ে দিব ইনক্রিমেন্টের হিসাবটি।
প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হবে ।
- গ্ৰেড ১ পদে ….. ইনক্রিমেন্ট হয় না।
- গ্ৰেড ২ পদে …….. ৩.৭৫ শতাংশ
- গ্ৰেড ৩ ও ৪ পদে ……..,৪ শতাংশ
- গ্ৰেড ৫ পদে ……..৪.৫ শতাংশ
- গ্ৰেড ৬ থেকে ২০ পর্যন্ত পদে ……. ৫ শতাংশ করে ।
যদি সবার ইনক্রিমেন্ট সমান হয় তবে ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট যুক্ত হতে পারে । তবে সবার ইনক্রিমেন্ট যুক্ত হলে 11থেকে 20 গ্ৰেডের কর্মচারীরা বেশি বৈষম্যের শিকার হবে যা অনেক প্রায় সময় হন । সুতরাং 11 থেকে 20 গ্ৰেডের কর্মচারীদের বেশি করে ইনক্রিমেন্ট দেয়া উচিত।
বর্তমানে মুদ্রাস্ফীতির কারনে ইনক্রিমেন্ট দেয়ার পরিকল্পনা করেছেন সরকার তাই যদি ইনক্রিমেন্ট 10% দেয়া হয় তবে 13 গ্ৰেডের একজন কর্মচারী শিক্ষক নরমাল ও বিশেষ ইনক্রিমেন্ট দেয়ার পর মোট বেতন কত হতে পারে ।
মোট বেতন বা ইনক্রিমেন্ট বের করার জন্য আপনাকে আপনার বেতন সম্পর্কে প্রথমে জানতে হবে । বর্তমানে যে ভুল বেতন গ্ৰহন করেছেন তার পরের ধাপটি 1 জুলাই 2023 খ্রিষ্টাব্দ তারিখের মুল বেতন ইনক্রিমেন্ট এর ধাপ । এভাবে আপনারা আপনাদের ইনক্রিমেন্ট এর ধাপ জানতে পারবেন।
- বেতন বৃদ্ধি সম্পর্কে নতুন আপডেট
- পেনশন হিসাব করার পদ্ধতি
- মহার্ঘ ভাতা কি , মহার্ঘ ভাতা প্রদান
- শিক্ষক নিবন্ধন নিয়ে নতুন নতুন আপডেট
- 18 তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ইত্যাদি।
প্রিয় শিক্ষক ও কর্মচারী বৃন্দ এই ছিল সমন্বিত ইনক্রিমেন্ট এর সাথে চিকিৎসা ভাতা , শিক্ষা ভাতা ও টিফিন ভাতা বৃদ্ধি বাজেট -2024। আমরাও চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগন সুখী জীবন যাপন করুন সুখে থাকুন বেতন ভাতা বৃদ্ধি হোক এই কামনা । যদি পোষ্ট টিতে কোন ভূল থাকে তাহলে কমেন্টে জানাবেন।