চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য রইল শুভ কামনা আজকের এই নতুন পোস্ট টির মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কয়েকটি General knowledge যেগুলো সবার জানা দরকার । বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রতিটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কারী প্রার্থীদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী:
প্রশ্ন .……………….উত্তর
বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন ………. পিপীলিকা।
২০১৩ সালের এপ্রিলে চালু হয় এটি ।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগষ্ট মাসে বিশেষ করে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই পোস্ট টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
- জাতীয় শিশু দিবস ……….১৭ মার্চ ।
- ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত হয় ।
- বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ………. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
- ” অরুন আলো ও রাঙা প্রভাত হচ্ছে ,……. বিমান বাংলাদেশ এয়ার লাইন্সে এর দুটি উড়োজাহাজ ।
- FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত …….. রোম ।
- সুইজারল্যান্ডের জেনেভায় অনেক গুরুত্বপূর্ণ সংস্থার সদর দপ্তর অবস্থিত যেমন,WHO ,রেডক্রস, WTO ,OHCHR,UNHCR,WIPO,
- ইতালির রাজধানী রোমের অবস্থিত …..FAO,IFAD .
- প্যারিসে অবস্থিত …… UNESCO সদর দপ্তর ।
- নিউইয়র্কে UNICEF অবস্থিত ।
- জাতিসংঘের অঙ্গসংস্থা নয় …….. আন্তর্জাতিক রেডক্রস ।
জাতিসংঘের মূল অঙ্গ অংস্থা ছয়টি । যেমন সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ,আছি পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, সচিবালয় ও আন্তর্জাতিক আদালত ।আর বিশেষায়িত সংস্থা ১৫ টি ।
- বিশ্ব পানি দিবস …………২২ মার্চ ।
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ….. ঢাকা।
- বিশ্বের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা ……বোয়িং ।
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন ..…. এমন আর আখতার মুকুল।
- জাতিসংঘের কার্যকারী সভা কোনটি ….. নিরাপত্তা পরিষদ ।
- ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত ….. ব্রাসেলস।
- বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি ……… চাকমা ।
- বাতাসের শহর হিসেবে পরিচিত …..….. শিকাগো ।
- জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা …….১৯৩
General knowledge is very very important in your life . বিসিএস পরীক্ষা , শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞান থাকবে তাই অবহেলা না করে একটু এমভি খরচ করে কাজের ফাঁকে ফাঁকে পড়তে পারেন আমাদের শেয়ারকৃত এই সব ছোট ছোট পোষ্ট যাতে রয়েছে আপনার স্বপ্ন আপনাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করার অন্যতম মাধ্যম।
- নিচের কোনটির সাথে কম্পিউটার সম্পৃক্ত …….. ই- মেইলে ।
- ফ্যাক্স মেশিনের সাহায্যে …. তথ্য পাঠানো হয়।
- টেলিফোনের মাধ্যমে দূর হতে কথা বলা যায় ।
- টেলিভিশনের সাহায্যে দূর হতে ছবি দেখা ও কথা শোনা যায় ।
- ই মেইল তথ্য আদান-প্রদান এর ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করতে হয় ।
- লোহিত কনিকার আয়ুষ্কাল …..১২০ দিন ।
- রক্তের কনিকা তিনটি যেমন ,লোহিত রক্তকণিকা ,শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা ।
- আপেলে কোন এসিড থাকে ……ম্যালিক এসিড ।
- ফলিক এসিড থাকে লেন্টিল ও মটর।
এই ছিল আপনাদের জন্য সাধারণ জ্ঞান এছাড়াও আমাদের ব্লগে আরো অনেক সাধারণ জ্ঞান রয়েছে আপনারা চাইলে শেয়ার করতে পারবেন ।
Also Read: প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা পিডিএফ ২০২৩