অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩ | Research Methodology and Statistics suggestion 2023

বরাবরের মতো আমরা অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩ ( Research Methodology and Statistics ) নিয়ে হাজির হয়েছি। এ বছর তৃতীয় বর্ষ পরীক্ষার অংশগ্রহণ করবে তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌সহায়ক হিসাবে পড়ার জন্য এখনই এ বইটি পড়ে নিন।

ইতিমধ্যে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা ২০২৩ শুরু হয়ে গেছে। ‌ তবে এখনো গবেষণা ও পরিসংখ্যান পরীক্ষাটি শুরু হয়নি। ‌যত দিন যাচ্ছে তত ঘনিয়ে আসছে এ পরীক্ষা। তাই দেরি না করে এখনি আমাদের এ সাজেশন টি পড়ে নিতে পারেন। ‌কেননা এই সাজেশন রয়েছে বিগত সালের এ বিষয়ে সকল প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সকল প্রশ্নগুলো। ‌যার মাধ্যমে একজন শিক্ষার্থী পরীক্ষার সময় নিজেকে আরো বেশি করে প্রস্তুত করে নিতে পারবে।

সাজেশন কেন পড়বে?
প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে বেশ প্রশ্ন কমন পড়ে থাকে পরীক্ষাগুলোতে। তাই শিক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করে। ‌দেশের সুনামধন্য সকল উক্ত বিষয়ের প্রফেসর দ্বারা এ সাজেশন তৈরি করা হয়েছে। সুতরাং নিজেদের প্রস্তুতিকে আরো এক ধাপ এগিয়ে নিতে অবশ্যই শিক্ষার্থীদের এই সাজেশনটি করা উচিত। ‌ আবার যারা সম্পূর্ণ বই পড়তে শেষ করতে পারেননি কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ‌ তারা আমাদের এই সাজেশনটি শর্ট সিলেবাস আকারে পড়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন। ‌

অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩ | Research Methodology and Statistics 2023

ক বিভাগ

  • গবেষণা কি
  • ফলিত গবেষণা কাকে বলা হয়
  • সামাজিক গবেষণা কি
  • গবেষণা পদ্ধতি কোনটি
  • তত্ত্ব কি
  • পূর্বানুমান প্রমাণ এর প্রথম পদক্ষেপ কি
  • কেস স্টাডি কি?
  • Hypothesis শব্দটি কোথা থেকে এসেছে
  • ডকুমেন্ট এর উৎস কি কি
  • আবদ্ধ প্রশ্নমালা কোনটি
  • সাক্ষাৎকার কি
  • বৈজ্ঞানিক সামাজিক জরিপ এর জনক কে
  • নমুনায়ন কাকে বলা হয়
  • শারণি বদ্ধকরণ কি
  • কেন্দ্রীয় প্রবণতা এর সবচেয়ে জনপ্রিয় পরিমাপ কোনটিকে বলা হয়
  • সামাজিক গবেষণা এর শেষ ধাপ কোনটি
  • দি মোড সমস্যা কাকে বলা হয়
  • Methods of social research গ্রন্থটি কে রচনা করেছেন
  • অনুকল্প কি
  • Foundation of social research গ্রন্থটি কে রচনা করেছেন
  • স্ট্যাটিকস শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে
  • ভেদাঙ্গ কি
  • সর্বপ্রথম কে ব্যবধাংক‌ ব্যবহার করেন
  • উপাত্তগুলোর মধ্যে কোনটি মধ্যমা তা বের করুন
  • ব্যবধানংক নির্ণয় এর সূত্রটি লিখুন
  • r=0 দ্বারা কি বুঝানো হয়

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩

  • সামাজিক গবেষণার উপাদান কি কি
  • কেস স্টাডির সুবিধা লিখুন
  • গবেষণা নকশা বলতে কি বুঝেন
  • ফলিত ও মৌলিক গবেষণার মধ্যে পার্থক্য লিখুন
  • অনুকল্প কি
  • কেস স্টাডি পদ্ধতির সুবিধা গুলো লেখ
  • কেস স্টাডি পদ্ধতির অসুবিধা গুলো লিখুন
  • সিডিউল ও প্রশ্ন মালার মধ্যে পার্থক্য লিখুন
  • শুমারি জরিপ ও নমুনা জরিপের পার্থক্য লিখুন
  • একটি উত্তম প্রতিবেদনের বৈশিষ্ট্য লিখুন
  • গণসংখ্যা নিবেশন লিখুন
  • গাণিতিক গড়ের অসুবিধা এবং সুবিধা বর্ণনা করুন
  • নিচের উপাত্ত থেকে মধ্যমান নির্ণয় করুন
  • নিচের তথ্য থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করুন
  • সহ সম্বন্ধে বৈশিষ্ট্য লিখুন
  • সহ সম্পর্ক কি তা লিখুন
  • ভেদাংক নির্ণয়ের উপাত্ত লিখুন
  • বিস্তার পরিমাপের উত্তম পরিমাপ কোনটি এবং কেন

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩

  • গবেষণা কি এবং সামাজিক গবেষণার উপাদান গুলো লিখুন
  • গবেষণা নকশা কি এবং উত্তম গবেষণার বৈশিষ্ট্য গুলো লিখুন
  • রাজনীতি অধ্যায়নে সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করুন
  • গবেষণার নকশার স্তর গুলো সম্পর্কে আলোচনা করুন
  • উপাত্ত সংগ্রহ এর বিভিন্ন পদ্ধতি আলোচনা করুন
  • উপাত্ত কি এবং উপাত্ত সংগ্রহের পর্যবেক্ষণ পদ্ধতির সীমাবদ্ধতা আলোচনা করুন
  • প্রশ্ন মালার সংজ্ঞা দিন এবং একটি প্রশ্নমালা তৈরিতে কি কি সতর্কতা অবলম্বন মেনে চলতে হয়
  • একটি সফল সাক্ষাৎকারের জন্য অপরিহার্য শর্তগুলো আলোচনা করুন
  • গণসংখ্যা প্রস্তুত এর ধাপগুলো লিখুন
  • রাষ্ট্রবিজ্ঞানে গবেষণা পরিসংখ্যানের ব্যবহার আলোচনা করুন
  • নিম্ন তথ্য সরণি থেকে যোজিত গড় নির্ণয় করুন
  • নিম্ন সারণি থেকে সহ সম্বন্ধ নির্ণয় করুন
  • সহ সম্বন্ধ কি তা বর্ণনা করুন
  • ব্যবধান এর সংজ্ঞা দিন এবং এর পদ্ধতি পর্যালোচনা করুন
  • চতুর্থ ব্যবধান নিম্নচাপ থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় করুন

অনার্স ৩য় বর্ষ গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান সাজেশন ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বিষয়ে সাজেশন এবং বইগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। ‌ কেননা আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষামূলক নিউজ, খবর এবং ফলাফল গুলো আপডেট করা হয়ে থাকে। ‌ সবার আগে এ সকল তথ্য জানতে আমাদের ওয়েব সাইট বুকমার্ক করে রাখুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button