প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু ২০২৩

সাহেদা জান্নাত
প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু ২০২৩

প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু: প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু এবং এই বদলি কার্যক্রম অনলাইনের মাধ্যমে করতে হবে । শিক্ষকরাই জাতি গড়ার কারিগর উনাদের জন্যই আমাদের সন্তানরা আজ সঠিক পথের সন্ধান পাচ্ছে।তাই শিক্ষকদের বদলির সুবিধা দেয়া এবং শিক্ষকরা সেই সুযোগ সুবিধা পাচ্ছেন এটা অত্যন্ত সুখবর।

প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু:

প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু আজ এবং তা অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে আজ মঙ্গলবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির কাজ অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে ।

  • একই উপজেলার মধ্যে বদলি হতে অনলাইনে আগামী ৮ জানুয়ারি এর মধ্যে অর্থাৎ ৮ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন কাজ চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
  • গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জেলা প্রাথমিক ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।
  • সহকারি শিক্ষকদের একই উপজেলার মধ্যে আবেদন অনলাইনে নেয়া হবে।
  • অধিদপ্তর এর দেয়া শর্ত অনুযায়ী শিক্ষকরা সর্বোচ তিনটি স্কুল পছন্দ দিতে পারবেন। তাছাড়া কেউ চাইলে দুটি বা একটি স্কুলে ও পছন্দ দিতে পারবেন।
  • আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি করা হলে তা বাতিল করার জন্য কোন আবেদন গ্ৰহনযোগ্য হবেনা।
  • যাচাই কর্মকর্তাদের সংশোধিত ও সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্ৰায়ন করতে বলা হয়েছে। যাচাইয়ে কর্মকর্তাদের সর্তক থাকতে বলা হয়েছে।

১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবেন ২০২৩

প্রাইমারি শিক্ষক বদলি কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে আবেদন করতে পারবেন যারা বদলি হতে ইচ্ছুক ।

  • এছাড়াও যাচাইয়ের পর পুনর্বিবেচনা করা হবে না বলে জানানো হয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে আবেদন কারীর পছন্দ অনুযায়ী যে বদলি হবেন তার নিশ্চয়তা নেই।
  • একাধিক আবেদনকারীর পছন্দ কে সফটওয়্যার এর মাধ্যমে নির্বাচিত করা হয় ।
  • প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু এবং এই লিংকে আপনারা প্রবেশ করে বিস্তারিত আরো জানতে পারবেন।

প্রাইমারি শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু এবং লিংক:

( http://my school.cis.dpe.giv.bd /login ) করে সহকারী শিক্ষকরা একই উপজেলার মধ্যে বদলির জন্য আবেদন করতে পারবেন ।আবেদন শুরু ০৩ জানুয়ারি থেকে ০৮ জানুয়ারি পর্যন্ত। https://login.ipemis.dpe.gov.bd/login

এইছিল প্রাইমারি শিক্ষকদের বদলির যাবতীয় তথ্য । বদলির জন্য শিক্ষকদের অনলাইনে আবেদন করতে পারবেন এবং নির্ধারিত লিংকে প্রবেশ করে তারপর আবেদন করতে পারবেন।

১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রার্থীরা যারা পাস করবেন তারা সবাই চাকরি পাবেন

অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলির সর্বশেষ খবর,
প্রাথমিক শিক্ষক বদলি লিংক,
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা,
অনলাইন শিক্ষক বদলি,
শিক্ষক বদলি সফটওয়্যার,
অনলাইনে বদলির আবেদন,
অনলাইন শিক্ষক বদলি,
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা pdf,

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।