প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩ | Pran RFL group job circular 2023

চাকরির খবরে আজকে রয়েছে প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩ ( Pran RFL group job circular 2023 ) নিয়ে। কারণ অনেক প্রার্থীর ইচ্ছে থাকে এই স্বনামধন্য কোম্পানিতে চাকরি করার। কিন্তু সঠিক সময়ে নিয়োগ বিজ্ঞাপন না পাওয়ার কারণে তারা অনেকে আবেদন করতে পারে না এবং চাকরির সুযোগ গ্রহণ করতে পারে না। তাই আজকের আর্টিকেলটি ঐ সকল প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই কোম্পানিতে যোগদান করতে ইচ্ছুক। ‌ একসাথে বেশ কয়েকটি পদে বিশাল সমগ্র লোক নিচ্ছে প্রাণ-আরএফএল গ্রুপ।

নিয়োগ বিজ্ঞাপনের আগে প্রথমে আমরা জানব প্রাণ-আরএফএল গ্রুপের প্রোডাক্টগুলো সম্পর্কে। ‌প্রাণ কোম্পানির ইতিহাস, প্রাণ কোম্পানির বর্তমান মালিক এবং প্রাণ কোম্পানির পণ্যগুলো সম্পর্কে। ‌

প্রাণ কোম্পানির ইতিহাস
আমরা সংক্ষিপ্ত এখন প্রাণ কোম্পানির শুরুর থেকে কিছু ধারনা দেব।‌ মেজর আমজাদ খান সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তার রিটার্ড এর টাকা দিয়ে একটি টিউবওয়েল ইন্ডাস্ট্রি করে তোলেন। তারপর ধীরে ধীরে তারপর পরিবর্তন করে খাবার এবং প্লাস্টিক প্রোডাক্ট এর দিকে এগিয়ে যায়। ‌ মূলত প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা হচ্ছে মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী। ১৯৮১ সালে তিনি আরএফএল কোম্পানি প্রতিষ্ঠা করেন। ১৯৯৭ সালের ফ্রান্সে আনারস রপ্তানির মাধ্যমে এর এগ্রিকালচার যাত্রা শুরু হয়। তারপর আর তাকে পিছনে ফিরে থাকতে হবে বর্তমান পর্যন্ত আরএফএল কোম্পানি এখন সারা বিশ্বের দরবারে পরিচিত। ‌ তার মৃত্যুর পর ২০১৬ সালে প্রাণ গ্রুপের বর্তমান চেয়ারম্যান হচ্ছেন আহসান খান চৌধুরী।

প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩ ( Pran RFL group job circular 2023 )

বর্তমানে নাটোরে কয়েক দিনেরব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই চাকরির মেলাতে দেশের সুনামধন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পদে চাকরির বিজ্ঞাপন দিয়ে হাজির হয়েছে। ‌তেমন ভাবে আরএফএল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে এসেছে। ‌নিচে চাকরি বিজ্ঞাপনের বিস্তারিত তুলে ধরা হলো। ‌

ট্রেইনি এক্সিকিউটিভ যেকোনো বিষয়ে বিবিএ, এমবিএ, বিএসসি, এমএসসি ইত্যাদি।
ট্রেইনি ইঞ্জিনিয়ার বিএসসি ইন ইইই
এসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার যেকোনো বিষয়ে মাস্টার্স পাশ
স্টোর এসিস্ট্যান্টকমপক্ষে ডিগ্রী পাস
বিক্রয় প্রতিনিধি কমপক্ষে এইচএসসি পাস
শোরুম সেলস এক্সিকিউটিভকমপক্ষে এইচএসসি পাস
শিপিং এসিস্ট্যান্ট মিনিমাম এইচএসসি পাশ
এসিস্ট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার পাওয়ার মেকানিক্যাল/ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/ ফুড এবং ইলেকট্রনিক্স।
মেশিন অপারেটর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস
এসিস্ট্যান্ট অপারেটর কমপক্ষে অষ্টম শ্রেণী পাস
ইলেকট্রিশিয়ান মেকানিক্স এন্ড ওয়েল্ডারকমপক্ষে অষ্টম শ্রেণী পাস

আপনারা এখন দেখলেন প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩। তবে Pran RFL group job circular 2023 অনুসারে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে। টেকনিক্যাল পদের জন্য অবশ্যই প্রার্থীকে অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এই সকল পদের জন্য সাধারণত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে।

চাকরির বেলা ২০২৩ বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা কলেজ মাঠ প্রাঙ্গনে। এটি নাটোর জেলার সদরে অবস্থিত। ২১ মার্চ ২০২৩ মঙ্গলবার পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। এর আশেপাশে রয়েছে তারা অংশগ্রহণ করতে পারেন। তবে মেলাটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে কেউ এই প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি মেলাতে অংশগ্রহণ করে চাকরির সুযোগ গ্রহণ করতে পারে।

  • প্রাণ-আরএফএল এর প্রোডাক্ট এগুলো হচ্ছে
  • প্রাণ ফুডস লিমিটেড
  • প্রাণ বেভারেজ লিমিটেড
  • প্রাণ এগ্রো লিমিটেড
  • নাটোর অগ্রো লিমিটেড
  • হবিগঞ্জ এগ্রো লিমিটেড
  • প্রাণ ডেইরি লিমিটেড
  • ময়মনসিংহ এগ্রো লিমিটেড
  • প্রাণ কনফেকশনারী লিমিটেড
  • সান বেসিক কেমিক্যালস লিমিটেড
  • প্রাণ এক্সপোর্ট লিমিটেড
  • চরকা টেক্সটাইল
  • প্লাস্টিক লিমিটেড
  • বঙ্গ বেকারস লিমিটেড।

এগুলো ছাড়াও আরো প্রাণ-আরএফএল কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। বাংলাদেশ জুড়ে এর কোম্পানি এবং প্রোডাক্ট বিস্তৃতমান। ‌ বাংলাদেশ জুড়ে এর মধ্যে ৭ লক্ষ মানুষের বেশি কাজ করে থাকে এই কোম্পানিতে। 145 টির বেশি দেশের রপ্তানি করে প্রোডাক্টগুলো। ২০১৫ সালে সেরা রপ্তানি কারক কোম্পানি হিসেবে স্বর্ণপদক পায় এই প্রতিষ্ঠান।

প্রাণ‌ আরএফএল গ্রুপ চাকরি বিজ্ঞপ্তি ২০২৩ ( Pran RFL group job circular 2023 ) সম্পর্কে আশা করি পুরো ধারণা পেয়েছেন। ‌ এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো দেওয়ার চেষ্টা করব। ‌

প্রাণ কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়?

প্রাণ কোম্পানি প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালে।

প্রাণ কোম্পানির বেতন কত?

প্রার্থীর পথ অনুসারে এর বেতন স্কেল প্রাণ কোম্পানির নিজস্ব অবকাঠামো দ্বারা দেওয়া হয়। ‌

প্রাণ কোম্পানির বর্তমান মালিক কে?

বর্তমান মালিক হচ্ছে আহসান খান চৌধুরী

Pran RFL full meaning কি?

RFL এর পুরো নাম হচ্ছে Rangpur faudri limited.

প্রাণ-আরএফএল কোম্পানির গ্রুপ কয়টি?

প্রাণ-আরএফএল কোম্পানির গ্রুপ হচ্ছে ২৫ টি।

চলমান সরকারি চাকরির খবর ২০২৩

বাংলাদেশ নৌবাহিনী নাবিক বিজ্ঞপ্তি ২০২৩ | Bd Navy Nabik circular 2023

সাপ্তাহিক চাকরির খবর ১০ মার্চ ২০২৩

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button