Pension Calculator | পেনশন হিসাব করার নিয়ম পেনশন ক্যালকুলেটর দিয়ে ২০২৩

পেনশন হিসাব করাটা এখন অনেক সহজ হয়েগেছে cafopfm gov bd ওয়েবসাইটের Pension Calculator কারণে। আপনি যদি পেনশনের হিসাব সম্পর্কে কোন ধারণা না রাখেন তবুও আপনি ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজেই আপনার পেনশনের হিসাব করে ফেলতে পারেন। ওয়েবসাইটে ঢুকার পর আপনাকে একটা ফরম প্রদান করা হবে আপনি সেই ফরম পূরণ করলেই পেইজে শেষে আপনার রেজাল্ট দেখাবে অর্থাৎ আপনি সর্বমোট কত টাকা পাবেন সেটা দেখতে পারবেন।

পেনশন হিসাব করতে যেসব তথ্য জানা থাকা প্রয়োজন

  • Date of birth
  • Date of joining
  • Basic ( at Least one increment)
  • Retirement Date

উপরোক্ত তথ্য জানা থাকলে৷ আপনি আপনার ঘরে বসে যে কোন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে অন্যের কিংবা নিজের পেনশনের হিসাব করতে পারবেন।

Pension Calculator দিয়ে অনলাইনে পেনশন হিসাব করবেন যেভাবে?

আপনি যদি অনলাইন আপনার পেনশন হিসাব করতে চান তাহলে নিচের ওয়েবসাইট ক্লিক করে আপনি আপনা৷ পেনশন হিসাব করতে পারবেন না।

Pension Calculator
Pension Calculator

পেনশন ক্যালকোলেটরে প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন যেভাবে

১। এই ওয়েবসাইটে ভিজিট করুন: https://www.cafopfm.gov.bd/calculator-pension.php অথবা এই লিংকে ক্লিক করুন Pension Calculator

২। Click Pension calculation and input date of birth ( জন্ম তারিখ, দিন, মাস, বছর ইনপুট করোন।

৩। Date of Retirement ( অবসর গ্রহনের সর্বশেষ তারিখ)

৪। Date of joining ( যে তারিখ থেকে আপনি চাকরিতে যোগ দিয়েছিলেন)

৫। Net Qualifying services ( আপনার সর্বমোট চাকরির বয়স। অর্থাৎ আপনি প্রতিষ্ঠানটিতে আপনি সর্বমোট কত বছর চাকরি করেছেন)

৬। Last Basic ( সর্বশেষ মূল বেতন কত ছিলো তার সাথে ইন্ক্রিমেন্ট যোগ করে বসাবেন)

৭। Amount of level ( এটি ০ দিয়ে রাখুন)

৮। Result ( ক্লিক করোন)

৯। Net pension ( মূল পেণশন)

১০। Total Gratuity ( সর্বমোট কথটাকা পাবেন)

এভাবে আপনি আপনার হিসাব দেখে নিতে পারেন।

How to Pension Calculate by Manually: ঘরে বসে নিজে নিজে কিভাবে আপনি পেনশন হিসাব করবেন।

পেনশনের পূরবে সর্বশেষ কতটাকা বেতন ছিলো। সুত্র সর্বশেষ মূল বেতন এর ৯০% বের করতে হবে। যত টাকা বের হবে তাকে ২ দিয়ে ভাগ পরে ২৩০ দিয়ে গুণ।

মূলবেতন × ৯০÷১০০=? ÷২= ?×২৩০ আপনার সর্বমোট পেনশন।

যেমন মনে করোন আপনার সর্বশেষ বেতন ছিলো ১৭০০০ টাকা তাহলে পেনশন কত?

১৭০০০×৯০÷১০০= ১৫৩০০÷২ =৭২৫০ ×২৩০ =১৭৫৯৫০০ টাকা।

অন্যান্য তথ্য দেখতে নিচের পোস্ট গুলোতে ভিজিট করতে পারেন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button