অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩ | Peace and conflict studies honours suggestion

অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩ ( Peace and conflict studies honours suggestion ) রয়েছে। যে সকল শিক্ষার্থী এ বিষয়ে পড়াশোনা করছে তাদের জন্য আজকের আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌কেননা তার বিষয় নিয়েই আজকের এই সাজেশন তৈরি করা হচ্ছে।

পরীক্ষার পূর্বে প্রত্যেক শিক্ষার্থীর উচিত একবার হলেও সাজেশনগুলো পড়ে নেওয়া। কেননা প্রতিবছর আমাদের এই সাজেশন থেকে ভালো পরিমাণ মার্ক পরীক্ষায় কমন আসে। ‌ যাদের ইতিমধ্যে প্রিপারেশন শেষের দিকে তারা আমাদের এই সাজেশনটি পড়ে নিজেকে যাচাই করে নিতে পারেন। ‌আর যাদের এখনো সম্পূর্ণ বই পড়া শেষ হয়নি তারা এটি শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারেন। ‌

আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এই সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে।‌ সুতরাং দেরি না করে এখনই সাজেশনটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন।

অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩ | Peace and conflict studies honours 3rd year suggestion

ক বিভাগ

  • NPT এর পূর্ণরূপ লিখুন।
  • মধ্যস্থতা কি?
  • ক্রুসেড শব্দের অর্থ কি?
  • The clash of civilization গ্রন্থটির লেখক কে?
  • সংঘাতের অনুপস্থিতি হলো শান্তি উক্তিটি কার?
  • ত্রিভুজ সংঘর্ষ কার ধারণা?
  • CTBT এর পূর্ণরূপ লিখুন।
  • ECOSOC কি?
  • OIC এর পূর্ণরূপ লিখুন।
  • SALT এর পূর্ণরূপ লিখুন।
  • স্ট্রাকচার অফ ইন্টারন্যাশনাল কনফিক্ট গ্রন্থটির লেখক কে?
  • পার্ল হারবার কোথায় অবস্থিত?
  • অপারেশন ডেজার্ট ফক্স বলতে কি বুঝেন?
  • স্ট্রাকচারাল ভায়োলেন্স গ্রন্থটির প্রবক্তা কে ছিলেন?
  • ইংরেজি কনফিক্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • সংঘর্ষের অর্থ কি?
  • কিংডম অফ গড গ্রন্থটি কার লেখা?
  • জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত?
  • শান্তি রক্ষায় গান্ধীর বিখ্যাত নীতিটি লিখুন।
  • মোহনদাস কর্মচাঁদ গান্ধী কে ছিলেন?
  • ভেটো বলতে কি বুঝেন?
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কতটি?
  • understanding conflict and ware গ্রন্থটি কে লেখেন?
  • লীগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • peace is a process way of solving problems এই উক্তিটি কার?
  • বিশ্ব শান্তি দিবস কবে পালন করা হয়?
  • শালম শব্দের অর্থ কি?
  • কে সর্বপ্রথম শান্তি সৃষ্টি প্রত্যয়টি ব্যবহার করেন?
  • পিস ( Peace ) শব্দটির ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩

  • শান্তির মাত্রা বলতে কি বুঝেন?
  • শান্তির বিকল্পধারার মূল বিষয়গুলো আলোচনা করুন।
  • ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শান্তির ধারনা কি?
  • বিশ্বায়ন বলতে কি বুঝেন?
  • নিরস্ত্র করন কত প্রকার ও কি কি তা লিখুন।
  • ক্ষুদ্র রাষ্ট্র কাহাকে বলে?
  • শান্তির সংস্কৃতি বলতে কি বুঝেন?
  • সংঘর্ষ ও শান্তি অধ্যায়ন কি?
  • জাতিগত সংঘাত কি?
  • আন্তর্জাতিক সংকটের সংজ্ঞা দিন।
  • সন্ত্রাসবাদ কি?
  • গান্ধীজীর অসহিংস নীতি ব্যাখ্যা করুন ‌।
  • সহযোগিতামূলক আপস মীমাংসা কি?
  • সংঘর্ষ সমাধানে নারীদের ভূমিকা বর্ণনা করুন।
  • সংঘাত নিরসনে গান্ধীর পন্থা কি ছিল?
  • ধ্বংসাত্মক সংঘাত কি?
  • সংঘর্ষের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করুন।
  • শান্তি বিনির্মাণ বলতে কি বুঝেন?
  • শান্তি আন্দোলন বলতে কি বুঝেন?

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩

  • নিরস্ত্রীকরণের সমস্যা সমূহ সংক্ষেপে বর্ণনা করুন।
  • দক্ষিণ এশিয়ান নিরাপত্তা ও শান্তি রক্ষায় ভূমিকা আলোচনা করুন।
  • আন্তর্জাতিক সন্ত্রাসবাদ কি? বর্তমান বিশ্বে সন্ত্রাসবাদীদের চিত্র তুলে ধরুন।
  • আন্তর্জাতিক রাজনীতি সংঘর্ষ প্রকৃতি বর্ণনা করুন।‌
  • মানব নিরাপত্তা কি এবং মানব নিরাপত্তার হুমকি নিয়ে আলোচনা করুন।
  • আন্তর্জাতিক রাজনীতি সংঘর্ষে প্রকৃতি বর্ণনা করুন। ‌
  • মিয়ানমার এর জাতিগত সংঘাত সম্পর্কে আলোচনা করুন।
  • সংঘাত ও শান্তি অধ্যায়নের বিষয়বস্তু ও পরিধি লিখুন।
  • স্নায়ুযুদ্ধ অবসান এর কারণসমূহ লিখুন।
  • সংঘর্ষ নিরসনের জাতিসংঘের ব্যর্থতা ও সাফল্যতা মূল্যায়ন করুন।
  • আইএস এর সন্ত্রাসবাদী তৎপরতা মোকাবেলার ক্ষেত্রে বৈশ্বিক উদ্যোগ সমূহ আলোচনা করুন।
  • সংগঠনের ত্রিমাত্রিক সংগঠনের মূল উপাদান গুলো আলোচনা করুন।
  • সংঘর্ষের প্রকারভেদ বর্ণনা করুন।
  • আন্তর্জাতিক শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা আলোচনা করুন।
  • জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলে ধরুন।
  • বিশ্ব শান্তি রক্ষার উপায় সমূহ দেখান।
  • জোহান গালতুং শান্তি তথাটি আলোচনা করুন।
  • এক বিংশ শতাব্দীর শান্তি প্রতিষ্ঠা চ্যালেঞ্জ সমূহ আলোচনা করুন।

অনার্স ৩য় বর্ষ শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন পরিচিতি সাজেশন ২০২৩ ব্যতীত আরও অন্যান্য বর্ষের এবং ডিপার্টমেন্টের সাজেশন পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ‌এছাড়া আরো বিভিন্ন সাজেশনের লিংক নিচে দেওয়া রয়েছে। আমাদের ওয়েবসাইটের হোম পেয়েছে অনার্স, ডিগ্রি, মাস্টার্স, এসএসসি এবং এইচএসসি সহ সকল শ্রেণীর সাজেশন গুলো পেয়ে যাবেন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button