যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন তাঁদের জন্য হয়তো আসছে এক বিশাল সুখবর ৯ম পে স্কেল যদি সত্যি ই কার্যকর হয় , আজকে ৯ম পে – স্কেল নিয়ে কিছু ছবি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলাম। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে।
৯ম পে- স্কেল ঘোষণা এটা কি সত্যি তা হয়তো অনেকেই জানেন না তবে জানা যায় সরকারি কর্মচারীদের ৯ম পে – স্কেল ঘোষণার মত পর্যাপ্ত তহবিল সরকারের হাতে নেই ।তাই বলা যায় সরকারি কর্মকর্তা দের ৯ম পে- স্কেল টি ২০২২ না হয়ে হয়তো ২০২৩ হয়তো হবে ।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থমন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন দুই বছর ধরে স্থগিত থাকলেও আসন্ন অর্থ বছরে ৯ম পে- স্কেল এর মতো পর্যাপ্ত অর্থ কিন্তু সরকারের হাতে নেই ।অর্থমন্ত্রনালয়ের এই কর্মকর্তা বলেন আমরা সারা বছরে একুশ লাখ বেসামরিক কর্মকর্তা জন্য নতুন বেতন স্কেল দিতে চাচ্ছি , কিন্তু COVID 19 এর জন্য এবং , বর্তমান ইউক্রেনের ও রাশিয়ার যুদ্ধ এমনকি দ্রব্যমূলেৎর উর্ধগতি ইত্যাদি পরিস্থিতির জন্য সরকার পর্যাপ্ত তহবিল বরাদ্দ করতে পারেনি।
তারপর ও সরকার চাচ্ছে বেতন বৃদ্ধি করতে অনেকটা পরিকল্পনা করছে জনগণ তথা সরকারি কর্মকর্তা ও কর্মচারীর জন্য।
৯ম পে – স্কেল নিয়ে তিনি আরো বলেন:
আমাদের বেতন ভাতা ১০০ অথবা ৫০ % বৃদ্ধির কথা বিবেচনা করে সরকার বলেন এর জন্য আমাদের প্রয়োজন ৩০ হাজার কোটি টাকা।
৯ম পে- স্কেল সম্পর্কে বলতে গিয়ে বলেন আমলাদের বেতন বরাদ্ধ বাজেট ছিল ২৮ হাজার ৮২০ কোটি টাকা ডলার ।
৯ম পে- স্কেল সম্পর্কে বলতে গিয়ে বলেন ২০১৬-২০১৭ নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে এ তহবিলের আকার ৪৯ হাজার ৪৩ কোটি টাকায় দাঁড়িয়েছিল।
আসন্ন অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে দেখা গেছে যে সংশোধিত বাজেটের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় ৯ দশমিক ৫৫ শতাংশ বেতন বাড়াতে সক্ষম হয়েছে।
সরকারি চাকরির বেতন স্কেল, গ্ৰেডিং সিস্টেম ও অন্যান্য সুযোগ সুবিধা
প্রাইমারি শিক্ষকদের বেতন স্কেল ২০২২
৯ম পে- স্কেল সম্পর্কে ঐ কর্মকর্তা বলেন অর্থ বিভাগ এর বাস্তবায়ন শাখা এখন ৯ম বেতন স্কেল বাস্তবায়ন এর জন্য একটি রোডম্যাপ তৈরি করছে।
আরো বলা যায় বাজারে মূল্যস্ফিতির সাথে বেতন বৃদ্ধি হলে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০-৬০ শতাংশ, মূল্য বৃদ্ধি যোগ করা যেতে পারে শুধু মাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ।বলে নতুন পে – কমিশন গঠনের মাধ্যমে ৯ম পে- স্কেল ঘোষণা সহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারন মার্চ মাসের ৬.২২ শতাংশের মুদ্রাস্ফিতি ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
৯ম পে -স্কেল সম্পর্কে তিনি আরো বলেন সরকারের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে আগামী অর্থবছরের শেষের দিকে , জাতীয় নির্বাচন এর ঠিক আগে সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করতে পারে।
- এদিকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন ২০২২- ২০২৩ অর্থবছরে আমলাদের বেতন এর জন্য ৭৬,৪১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।যা বর্তমানে অর্থবছরে সংশোধিত বাজেটের ব্যায় থেকে ৬.৬৬৬ কোটি টাকা বেশি।
- এখাতে প্রস্তাবিত বাজেটের ১১ দশমিক ২৭ শতাংশ ব্যয় অন্তর্ভুক্ত করা হবে ।২০২১- ২০২২ অর্থবছরে এটা ছিল বাজেটের ১১.৫৫ শতাংশ।
প্রতিটি খাতে বাজেটর সরকারি কর্মচারীদের , প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের জন্য নাগরিক সনদের বিধানের আমলাদের গুনগত দিকগুলো আরো উন্নত করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।
সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেছেন বিজনেস ইনসাইডার বাংলাদেশকে বলেন,গত কয়েক বছর এ সরকারি চাকরিজীবীদের সেবার কোন মান উন্নয়ন হয়নি। কর্মচারীদের উন্নতির জন্য প্রশিক্ষণ এর প্রয়োজন যা দেশের সুশাসন এর উপর নির্ভর করে।
সুতরাং বলা যায় এবং আশা রাখা যায় সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সবসময় ই ভাবেন কেননা শিক্ষক কর্মচারী আমাদের আশার আলো ছড়িয়ে দেয়ার মাধ্যম তারাই জাতিকে শিক্ষিত করেন এবং এই সব কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনে বেতন ভাতা বৃদ্ধির জন্য সর্বদা কামনা করছি ।
National pay scale 2015
Pay Scale Grades | 2015 | 2015*(Total) | 2009 | 2005 | 1997 | 1991 | 1985 | 1977 | 1973 |
---|---|---|---|---|---|---|---|---|---|
1 | 78,000 | 142,833 | 40000 | 23000 | 15000 | 10000 | 6000 | 3000 | 2000 |
2 | 66,000 | 33500 | 19300 | 12900 | 8600 | 5700 | 2850 | ||
3 | 56,000 | 29000 | 16800 | 11700 | 7800 | 4750 | 2350 | 1475 | |
4 | 50,000 | 25750 | 15000 | 10700 | 7100 | 4200 | 2100 | ||
5 | 43,000 | 22250 | 13750 | 9500 | 6300 | 3700 | 1850 | 1150 | |
6 | 35,500 | 60,000 | 18500 | 11000 | 7200 | 4800 | 2800 | 1700 | |
7 | 29,000 | 15000 | 9000 | 6150 | 4100 | 2400 | 1400 | 800 | |
8 | 23,000 | 12000 | 7400 | 4800 | 3200 | 1850 | 1150 | ||
9 | 22,000 | 36,000 | 11000 | 6800 | 4300 | 2850 | 1650 | 900 | 475 |
10 | 16,000 | 26,000 | 8000 | 5100 | 3400 | 2300 | 1350 | 750 | |
11 | 12,000 | 6400 | 4100 | 2550 | 1725 | 1000 | 625 | 375 | |
12 | 11,300 | 5900 | 3700 | 2375 | 1550 | 900 | 470 | ||
13 | 11,000 | 5500 | 3500 | 2250 | 1475 | 850 | 425 | 310 | |
14 | 10,200 | 5200 | 3300 | 2100 | 1375 | 800 | 400 | ||
15 | 9,700 | 4900 | 3100 | 1975 | 1300 | 750 | 370 | 220 | |
16 | 9,300 | 4700 | 3000 | 1875 | 1200 | 700 | 325 | ||
17 | 9,000 | 4500 | 2850 | 1750 | 1125 | 650 | 300 | 145 | |
18 | 8,800 | 4400 | 2600 | 1625 | 1050 | 600 | 275 | ||
19 | 8,500 | 4250 | 2500 | 1560 | 975 | 550 | 250 | 130 | |
20 | 8,250 | 4100 | 2400 | 1500 | 900 | 500 | 240 |