শিক্ষাই জাতির মেরুদন্ড আর সেই মেরুদন্ডের পুষ্টিদাতা + জাতি গড়ার কারিগর আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগন। শিক্ষক ছাড়া জাতি আলোর পথের সঠিক সন্ধান কি পেতে পারে না তাই আমাদের শিক্ষকদের সুন্দর ও সুখী ও সমৃদ্ধশালী জীবন কামনা করে শেয়ার করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট এমপিও ভুক্ত শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের পেনশনের হিসাব।
এমপিও ভুক্ত শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের পেনশনের হিসাব :
এমপিওভুক্ত শিক্ষক ও সরকারি চাকরিজীবীদের পেনশনের হিসাব কিভাবে করবেন আপনি এমপিও ভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন আপনার পরিবারের একজন সদস্য এমপিও ভুক্ত শিক্ষক এমনকি সরকারি একজন চাকরিরজীবি আপনি তো পেনশন এর হিসাব কিভাবে করবেন হাতের নাগালে আমাদের এই পোস্ট টির মাধ্যমে ইনশাআল্লাহ পেনশনের হিসাব পেতে পারেন।
চাকরি করছেন রিটায়ার্ড এ যাচ্ছেন এককালীন পেনশন এর হিসাব আপনি কিভাবে করবেন দেখবেন সরকারি চাকরিজীবীদের পেনশনের হিসাব এর চেয়ে এমপিও ভুক্ত শিক্ষকদের পেনশন এর হিসাব একটু ভিন্ন।
এমপিওভুক্ত স্কুল ,কলেজ, মাদ্রাসা ও কলেজের পেনশন এর হিসাব কিন্তু আলাদা ।
সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন এর সময় এককালীন টাকা বা পেনশন দেয়া হয়না এমপিও ভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এককালীন পেনশন দেয়া হয় ।
সরকারি চাকরিজীবীদের পেনশন এর হিসাব :
সরকারি চাকরিজীবীদের জন্য শেষ মাসের বেসিক বাসা ভাড়া ছাড়া ।
- মূল বেসিক সেলারি ……. ৩৫ হাজার টাকা।
- যেমন : ৩৫০০০× 90% আনুমানিক 31হাজার টাকা ।
- 31000÷ 2=15500
- 15500× 230 প্রতি এক টাকার বিনিময়ে
সরকারি চাকরিজীবীদের জন্য তিনি মাসে মাসে পাবেন পেনশন
সকল চাকরি জীবিরা চাকরির 75 মাস বাকি 25 মাস মিলে 100 মাস অর্থাৎ একজন চাকরিরজীবি 100 মাসের টাকা পাবেন সুতরাং হিসাব অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী পেনশন পাবেন প্রায় 50 লক্ষ বা 55 লক্ষ এভাবে স্কুল , মাদ্রাসার ক্ষেত্রে আর সরকারি একজন কলেজের শিক্ষক প্রায় 60 লক্ষ থেকে 65 লক্ষের মতন পেনশন পাবেন তাই সরকারি চাকরিজীবীদের বাকী জীবন টি ভালো কাটার কথা কেননা উনারা এককালীন পেনশন না পেয়ে মাসে মাসে প্রায় 10-15 হাজার এর মতন পেনশন পাবেন প্রতি মাসে ।
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য পেনশন এর হিসাব:
এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য অর্থাৎ এমপিও ভুক্ত শিক্ষক ,স্কুল কলেজ মাদ্রাসার হিসাব একটু ভিন্ন।
সরকারি চাকরিজীবীদের এককালীন পেনশন দেয়া হয়না উনাদের অর্ধেক টাকা দেয়া হয় এবং এমপিও ভুক্ত শিক্ষকদের পেনশন এর হিসাব একটু আলাদা এককালীন পেনশন দেয়া হয় :
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য এমপিও ভুক্ত একজন শিক্ষক অবসর এর সময় শেষ মাসের বেতন যা পাবেন ….৪০ হাজার টাকার মতন । তিনিও ৭৫ মাস এবং ২৫ মাস মিলে ১০০ মাস এর হিসাব অর্থাৎ একজন এমপি ভুক্ত শিক্ষক প্রায় ৪০ লক্ষের মতন পেনশন এককালীন পাবেন । প্রধান সহকারী হলে বা প্রধান শিক্ষক এর বেলায় আরো একটু বেশি পেনশন পাবেন ।প্রায় ৫০ থেকে ৬০ লক্ষের মতন পেনশন পাবেন ।
সুতরাং চাকরিজীবিদের কোন চিন্তার কারন নেই কেননা আপনি আপনার পেনশনের পরবর্তী সময়ে যেকোন ব্যবসা করতে পারবেন এমনকি যদি ৪০ লক্ষ ব্যাংকে রাখেন তাহলে প্রতি মাসে ১০ হাজার টাকা করে পাবেন তাই চিন্তার কোন কারন নেই সকল চাকরিরজীবিরা অবসর কালীন সুখী জীবন যাপন করতে পারবেন । এই ছিল সরকারি চাকরিজীবীদের ও এমপি ভুক্ত শিক্ষকদের পেনশন এর হিসাব যদি কোন ভুল থাকে তাহলে কমেন্টে জানাবেন।