অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ | Modern political thought suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ & Modern political thought suggestion 2023 নিয়ে হাজির হয়েছে আজকের আর্টিকেলে আমরা। যারা এ বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা দ্রুত এই সাজেশনটি দেখে নিন। ‌ কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ে পরীক্ষাটি। ‌

আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য বই এবং সাজেশন নিয়ে আলোচনা করেছি পূর্বের আর্টিকেলে। আর্টিকেল গুলো দেখতে অবশ্যই নিচের লিংকগুলো দেখুন।

শিক্ষার্থীদের মূল বইয়ের পাশাপাশি সাজেশন বই পড়তে হয়। ‌ কেননা সাজেশন বই একজন শিক্ষার্থীর সহায়ক হিসেবে শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‌যেমন আমাদের এই সাজেশনে রয়েছে পূর্বের পরীক্ষার সকল প্রশ্ন এবং প্রত্যেক অধ্যায়ের কমন কমন প্রশ্নগুলো। এ সকল প্রশ্নগুলো পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে শিক্ষার্থীরা। যারা ভাল ফলাফল করতে ইচ্ছুক আধুনিক রাষ্ট্রচিন্তা বিষয়ে। ‌ আর এখনই আমাদের ফ্রি সাজেশনটি পড়ে নিন।

অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ | Modern political thought suggestion 2023

ক বিভাগ

  • কত সালে চীনা বিপ্লব সংঘটিত হয়েছিল?
  • বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রথম ধারণা কে দেন?
  • কোন দেশে সর্বপ্রথম নারী ভোটাধিকার প্রতিষ্ঠিত করা হয়?
  • ভাববাদী দর্শনের জনক কে ছিলেন?
  • The communist manifesto গ্রন্থটি কে লিখেছেন?
  • রেনোসা বলতে কি বুঝেন?
  • কোন রাষ্ট্র দার্শনিক প্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দেন?
  • আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?
  • Utopia শব্দের প্রবক্তা কে?
  • ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়?
  • কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব গঠিত হয়?
  • দুইজন কাল্পনিক সমাজতন্ত্রের নাম লিখুন।
  • শক্তি নয় ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি এই উক্তিটি কার?
  • দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম লিখুন।
  • ফরাসি বিপ্লব এর সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
  • ফরাসি বিপ্লবের মূল তন্ত্র কি ছিল?
  • The social contract গ্রন্থ রচনা করে কে?
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণের প্রবক্তা কে?
  • জন লকের গ্রন্থের নাম লিখুন।
  • সংসদীয় গণতন্ত্র এর জনক কাকে বলা হয়?
  • জন লক কোন দেশের নাগরিক ছিলেন?
  • সামাজিক চুক্তিবাদী দার্শনিক হিসেবে কারা পরিচিতি লাভ করেছে?
  • মানব জীবন ছিল দরিদ্র, নিঃসঙ্গ, বিশ্রী, পাশবিক এই উক্তিটি কার?

খ বিভাগ অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩

  • সাংস্কৃতিক বিপ্লব বলতে কি বুঝেন?
  • লেলিনবাদ কাকে বলা হয়?
  • উদ্ধৃত্ত মূল্য তত্ত্ব কি?
  • হেগেলীয় দ্বন্দ্ববাদ বলতে কি বুঝেন?
  • গণতান্ত্রিক কেন্দ্রীকতা বলতে কি বুঝেন?
  • কাল্পনিক সমাজতন্ত্র এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে পার্থক্য দেখান।
  • উপযোগের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • কাল্পনিক সমাজতন্ত্র কাকে বলা হয়?
  • টমাস হবসের মানব প্রকৃতি সম্পর্কে ধারণা দিন।
  • মেকিয়া ভেলীবাদ বলতে কি বোঝেন?
  • রেনেসাঁ বলতে কি বুঝেন?
  • জাতি রাষ্ট্র কাকে বলা হয়?
  • আধুনিক রাষ্ট্রচিন্তার সংজ্ঞা দিন।
  • উপযোগবাদ বলতে কি বুঝেন?
  • উদারতা বাদ বলতে কি বুঝেন?
  • রুশের সাধারণ ইচ্ছা তত্ত্বটি আলোচনা করুন।
  • জন লক এর মত প্রকৃতির রাজ্য কেমন ছিল?
  • গণতন্ত্র সম্পর্কে লকের ধারণা সংক্ষেপে লিখুন।
  • শিল্পপুজিবাদ বলতে কি বুঝেন?

গ বিভাগ

গ বিভাগে সাধারণত ব্যাখ্যামূলক প্রশ্নগুলো এসে থাকে।‌ এখানে যেকোনো ধরনের প্রশ্ন বিস্তারিতভাবে আলোচনা করতে হয়। ‌ পরীক্ষার পূর্বে ব্যাখ্যা মূলক প্রশ্নগুলো রিভিশন দেওয়া শিক্ষার্থীদের জন্য অনেকটা কষ্টকর। ‌অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ যদি অনুসরণ করেন তাহলে এখান থেকে অল্প কিছু প্রশ্ন পড়ে পরীক্ষায় কমন পেতে পারেন। ‌ সুতরাং এখনই পড়ে নিন এই সাজেশনটি।

  • গণ চিনে মাওয়াবাদের পরিবর্তন আলোচনা করুন।
  • চীনের সমাজতন্ত্র বিকাশে মাওয়া সেতুং এর অবদান আলোচনা করুন।
  • জোসেফ স্টালিনের একদেশে সমাজতন্ত্র তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • লেলিনের পার্টি তত্ত্ব আলোচনা এবং সমালোচনা করুন।
  • টমাস হবশের মানব প্রকৃতি সম্পর্কে ধারণা আলোচনা করুন।
  • ধর্ম, রাজনীতি ও নৈতিকতা সম্পর্কে মেকিয়াভেলির ধারণা দিন।
  • মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তা এর জনক বলা হয় কেন?
  • আধুনিক রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • লেলিনের সাম্রাজ্যবাদ তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • কাল মার্কসের উদ্ধৃতি আলোচনা করুন।
  • হেগেলের ভাববাদী রাষ্ট্র দর্শন সমালোচনা করুন।
  • রাষ্ট্রের দার্শনিক হিসেবে টমাস গ্রিল এর মূল্যায়ন করুন।
  • সংখ্যালঘুর ওপর সংখ্যাগুলো স্বৈরাচারী, সংখ্যা গুরুর উপর সংখ্যালঘুর স্বৈরাচারী চাইতে কম নয় কথাটি বুঝিয়ে লিখুন।
  • ধূসর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • জন স্টুয়ার্ট এর ব্যক্তির স্বতন্ত্রবাদ ব্যাখ্যা করুন। অনার্স ৪র্থ বর্ষ আধুনিক রাষ্ট্রচিন্তা সাজেশন ২০২৩ 90%
  • আধুনিক রাষ্ট্র দর্শনের জন লেকের অবদান মূল্যায়ন করুন।

Our official telegram chennal

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button