ব্যাষ্টিক অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর,মাষ্টার্স ফাইনাল: শ্রদ্ধেয় শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা মাষ্টার্স ফাইনালে অধ্যয়নরত হয়তো অনেকেই সময়মতো গাইড পাননি অনেকেই চাকরি করছেন সময় ই পাননি পড়তে উনাদের জন্য বিশেষ করে আমাদের এই আয়োজন এছাড়াও সবসময় আমরা অনার্স ,ডিগ্ৰি পাস এসএসসি ও এইচএসসির গাইড ও সাজেশন শেয়ার করছি ইনশাআল্লাহ সবার জন্য শুভ হবে আমাদের এই আয়োজন। ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার সাজেশন
ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার সাজেশন
ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার সাজেশন মাষ্টার্স ফাইনাল এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:
রিজ লাইন বলতে কি বুঝ?
উত্তর : সমউৎপাদন মানচিত্রে শূণ্য প্রান্তিক উৎপাদন নির্দেশক বিন্দু গুলো যোগ করে যে রেখা পাওয়া যায় তাকে রিজ বলে।
কার্যক্রম বিশ্লেষণ কাকে বলে?
উত্তর : সাধারন ভাবে একজন ক্রেতা তার যোগান বাড়ানোর জন্য ক্রেতার সাথে যে দরকষাকষি করে যে চাহিদা পূরণ করে তাকে কার্যক্রম বিশ্লেষন বলে।
N- M উপযোগী সূচক কি ?
উত্তর : N-M উপযোগ তত্ত্বে বলা হয় যে, অনিশ্চয়তা ও ঝুঁকিরপ্রেক্ষিতে ভোক্তা এমন একটি সংখ্যা সেট প্রস্তুত করতে আগ্ৰহী থাকে যাতে তার প্রত্যাশিত উপযোগ সর্বাধিক হয় তাকে উপযোগ সূচক বলে।
ছায়া দাম কি?
উত্তর : ছায়া দাম এমন একটি কল্পনাপ্রসূত দাম ,যে দামে সম্পদের পূর্ণ ব্যবস্থার সম্ভব।
চিত্রে ব্লিস পয়েন্ট দেখাও? পরোক্ষ উপযোগ অপেক্ষক কি?
উত্তর : সম্পদ বাড়লে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান হয় । পরোক্ষ উপযোগ বাড়ার সাথে সাথে যে উপযোগ বাড়ে তাকে পরোক্ষ উপযোগ বলে।
আলগা চলক কি?
উত্তর : যে অতিরিক্ত চলক একমাত্রিক সীমা শর্তসমূহে যৈগ বা বিয়োগ করে অসমতাকে সমতায় রূপান্তর করে কার্যক্রমের সমাধান করা হয় সে অতিরিক্ত চলক ই আলগা চলক।
স্যাডল বিন্দু বলতে কি বুঝ?
ন্যাশ ভারসাম্য বলতে কি বুঝ?
উত্তর : চাহিদা পরিবর্তনের সাথে যোগানের যে পরিবর্তন সাধিত হয়। কিন্তু যোগান ঠিক থেকে চাহিদার যে পরিবর্তন হয় তাকে ন্যাশ ভারসাম্য বলে।
উদ্দেশ্যমূলক অপেক্ষক কি?
উত্তর : বাধাশর্ত সাপেক্ষ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়ের উদ্দেশ্যে উপস্থাপিত একমাত্রার অপেক্ষককে উদ্দেশ্য অপেক্ষক বলে।
অ- একমাত্রিক কার্যক্রম কাকে বলে?
উত্তর:কোন গানিতিক কার্যক্রম সর্বোচ্চ বা সর্বনিম্ন করনের জন্য প্রদত্ত উদ্দেশ্য অপেক্ষক এবং বাধাশর্তের মধ্যে নূন্যপক্ষে একটি অ – একমাত্রিক হলে সেই কার্যক্রমকে অ- একমাত্রিক কার্যক্রম বলে।
পর্যায়গত উপযোগের প্রবক্তা কে?
উত্তর : জে.আর. হিকস, এ্যালেন প্রমুখ।
রৈখিক রূপান্তর কি?
উত্তর : কোনো সংখ্যা সিরিজের প্রতিটি সংখ্যাকে কোনো স্থির রাশি দ্বারা গুন ,ভাগ,যোগ, বা বিয়োগ করলে যে অন্য সংখ্যা সিরিজ পাওয়া যাবে ,তাকে প্রথমটির রৈখিক রূপান্তর বলে।
সম্প্রসারন পথ চিত্রে দেখাও?
মাষ্টার্স ফাইনাল , ব্যষ্টিক অর্থনীতি ফাইনাল সাজেশন ২০২৩:
প্রতিক্রিয়া রেখা কি?
উত্তর : যে রেখা প্রতিদ্বন্দ্বী বিভিন্ন উৎপাদন স্তরে বিবেচনাধীন ফার্ম কি পরিমান উৎপাদন করবে তা প্রকাশ করে তাকে প্রতিক্রিয়া রেখা বলে।
রিয়েল ব্যালেন্স প্রতিক্রিয়া কি?
উত্তর : দাম স্তরের পরিবর্তন দ্বারা ক্রয় ক্ষমতার যে পরিবর্তন হয় এবং সম্পদের উপর যে প্রভাব পড়ড়ে তাকে প্রকৃত ব্যালেন্স প্রভাব বলে।
কাম্য সমাধান কি?
উত্তর : লিনিয়ার প্রোগ্ৰামিং – এ বিভিন্ন মৌল সম্ভাব্য সমাধানের মধ্যে যে সমাধান উদ্দেশ্য অপেক্ষকের কাম্য মান নির্দেশ করে ,তাকে কাম্য সমাধান বলে।
শূণ্য যোজন খেলা বলতে কি বুঝ?
উত্তর : যে ক্রীড়ায় কেবল একজন খেলোয়াড় ই বিজয়ী হবে এবং অন্যান্য ব্যক্তি পরাজিত হবে, তাকে শূণ্য যোজন খেলা বলে।
উৎপাদন অপেক্ষক কি?
উত্তর : বস্তুগত উৎপাদন এবং ব্যবহৃত উপকরণের মধ্যাকার সম্পর্ককে গানিতিকভাবে উপস্থাপন করা হলে তাকে উৎপাদক অপেক্ষক বলে।
কিংকড চাহিদা রেখা কি?
উত্তর : অলিগোপালি বাজারে দামের অনমনীয়তার কারনে ভিন্ন স্থিতিস্থাপকতা বিশিষ্ট যে চাহিদা রেখা দেখা যায় তাকে কোনযুক্ত বা কিংকড চাহিদা রেখা বলে ।
প্রান্তিক উৎপাদন মূল্য কী?
উত্তর : প্রান্তিক বস্তুগত উৎপাদনকে সংশ্লিষ্ট দ্রব্যের একক প্রতি দাম বা গড় আয় দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকে প্রান্তিক মূল্য উৎপাদন বলে।
মনোপসনি বাজার কী?
উত্তর : বাজারে কোনো পণ্যের / উপকরণের একজন ক্রেতা থাকলে তাকে মনোপসনি বাজার বলে।
একচেটিয়া ক্ষমতা কি?
উত্তর: নিজ নিজ দাম ও উৎপাদন নীতির ক্ষেত্রে উৎপাদন বা বিক্রেতার স্বেচ্ছাধীন ক্ষমতা কি রকম আছে তাই হলো একচেটিয়া ক্ষমতা।
ওয়ালরাসের বিধি কি?
উত্তর : ওয়ালরাস বিধি সামগ্রিক চাহিদা ও সামগ্ৰিক যোগানের মধ্যে অভেদ সম্পর্ক নির্দেশ করে ।
একমাত্রিক কার্যক্রমের সম্ভাব্য সমাজে কি?
উত্তর : একমাত্রিক কার্যক্রমে প্রকৃত ও আলগা চলকের যে মান বাধা/ সীমা – শর্ত এবং চলকসমূহের অঋণাত্মক শর্ত পূরণ করে তাকে একমাত্রিক কার্যক্রমের সম্ভাব্য সমাধান বলে।
ব্লিস পয়েন্ট কি?
উত্তর : যে বিন্দুতে সামগ্ৰিক উপযোগ সম্ভাব্য রেখা সমাজকল্যাণ নিরপেক্ষ রেখাকে স্পর্শ করে সেই বিন্দুতে একক কাম্য বিন্দু তথা সর্বোচ্চ কল্যাণ নির্ধারিত হয় সেই বিন্দুকে ব্লিস বিন্দু বা পয়েন্ট বলে।
অগ্ৰাধিকার পছন্দ বলতে কি বুঝ?
উত্তর : অগ্ৰাধিকার পছন্দ তত্ত্ব অনুযায়ী একজন ভোক্তা বিভিন্ন সংমিশ্রণের মধ্যে থেকে সেই সংমিশ্রণ ক্রয় করবে যা তার কাছে সর্বাধিক পছন্দনীয়।
অনমনীয় বিন্দু কি?
উত্তর : যে বিন্দুতে রেখাচিত্র উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তলের দিকে যায় তাকে অনমনীয় বিন্দু বলে।
স্বাভাবিক মুনাফা কি?
উত্তর : একজন উৎপাদনকারীর উৎপাদন ক্ষেত্রে যখন মোট আয় ও মোট ব্যায় পরস্পর সমান হয় তখন অর্জিত মুনাফাকে স্বাভাবিক মুনাফা বলে।
দাম প্রভাব কাকে বলে?
উত্তর : আয়ের পরিমান স্থির থেকে একটি দ্রব্যের দামের পরিবর্তনের কাল দ্রব্য ক্রয়ের পরিমানের উপর যে প্রভাব পড়ে তাকে দাম প্রভাব বলে।
দাম বৈষম্যকরণ কী?
উত্তর : একজন একচেটিয়া কারবারি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে একই দ্রব্যের বিভিন্ন দাম আদায় করতে পারে অথবা একই ক্রেতার নিকট প্রথম এককের জন্য একদাম এবং পরবর্তী এককের জন্য অন্যদাম করতে পারে। দাম আদায়ের এরূপ অবস্থাকে মূল্য বৈষম্যকরণ বলে।
মৃতভার ক্ষতি কি?
উত্তর : ভারসাম্য উৎপাদন করলাম এবং দ্রব্যের বাজার দাম বেশি হওয়ার কারনে ভোক্তার এবং উৎপাদকের উদ্দৃতের যে নিট নীট ক্ষতি হয় তাকে মৃতভার ক্ষতি বলে।
শূণ্যমান ক্রীড়াতত্ত্ব কাকে বলে?
উত্তর : যে ক্রীড়ায় কেবল একজন খেলোয়াড়ই বিজয়ী হবে এবং অন্যান্য ব্যক্তি পরাজিত হবে, তাকে শূণ্যমান ক্রীড়াতত্ত্ব বা শূণ্যযোজন বলে।
অলিগোপালি বাজার কাকে বলে?
উত্তর : অল্পসংখ্যক বিক্রেতা একটি সমজাতীয় পণ্য অথবা পৃথকীকৃত পণ্য যে বাজার বিক্রয় করে তাকে অলিগোপালি বাজার বলে।
গণদ্রব্য কি?
উত্তর : প্রতিদ্বন্দ্বিতা নেই এমন সব দ্রব্য যখন সবার ভোগের জন্য উন্মুক্ত হয় ,তাদেরকে গনদ্রব্য বলে।
প্যারোটো কাম্যতা কি?
উত্তর : ইতালির অর্থনীতিবিদ প্যারোটা অর্থনৈতিক দক্ষতা নির্ণয়ের জন্য যে শর্ত বা মানদন্ড প্রদান করেন তাকে প্যারোটা কাম্যতা বলে।
প্রান্তিক কারিগরি বদলের হার কি?
উত্তর : উৎপাদনের পরিমাণ অপরিবর্তিত রেখে একটি উপাদানের নিয়োগ বৃদ্ধ করতে গেলে অপর উপাদানটির নিয়োগ যে হারে কমাতে হয় তাকে উপাদান দুইটির প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বলে।
নিকৃষ্ট দ্রব্য কি?
উত্তর: ” ভোক্তার আয় বাড়লে যে দ্রব্যের চাহিদার পরিমান পূর্বের চেয়ে কমে যায় সেই দ্রব্যকে নিকৃষ্ট দ্রব্য বলে।
প্রিয় মাষ্টার্স ফাইনালের অর্থনীতি নিয়ে যারা চিন্তার মধ্যে রয়েছেন উনাদের চিন্তার কোন কারণ নেই কেননা আপনারা হাতের নাগালেই একটু এমভি খরচ করে পেয়ে যাবেন সমাধান।
পরিবর্তক প্রভাব কি?
উত্তর : প্রকৃত আয় স্থির থেকে দুটি দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে দ্রব্য ক্রয়ের মধ্যে যে পরিবর্তন দেখা দেয় তাই হলো পরিবর্তক প্রভাব।
- স্বল্পমেয়াদি উৎপাদক অপেক্ষক কি?
- শ্রমের যোগান রেখার উৎপাদন কেমন?
- ঋণাত্মক বাহ্যিকতা কি?
- ভোক্তার বাজেট সমীকরণ লিখ?
- মনোপসনি বাজার কাকে বলে?
মাষ্টার্স ফাইনালে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন আমাদের ব্লগে বিগত সালের প্রশ্নের উত্তর সহ শেয়ার করলাম এছাড়াও আমাদের ব্লগে এসএসসি ও এইচএসসির সকল বিষয়ে সাজেশন ও গাইড শেয়ার করলাম আপনারা আমাদের সাথে থেকে শেয়ার করবেন এবং আমাদের কাজকে আরো সহজতর করতে সাহায্য করবেন।