সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সাজেশন মাষ্টার্স ফাইনাল ২০২৩ | Masters Economics Suggestion

সামষ্টিক অর্থনীতি গুরুত্বপূর্ণ সাজেশন ২০২৩: অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আমি ব্যাষ্টিক অর্থনীতির কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও সাজেশন ইতিমধ্যে শেয়ার করেছি আজ আমি শেয়ার করলাম সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সাজেশন ও প্রশ্নসমূহ আশা করি আপনারা সবাই এই পোষ্ট টি শেয়ার এর মধ্যে আপনাদের উপকারে আসবে।

সামষ্টিক অর্থনীতি ২০২৩ এর সাজেশন অর্থনীতি বিভাগ মাষ্টার্স ফাইনাল :

ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোউত্তর;

ওকানের বিধিটি লিখ?

উত্তর : সমাজের বেকারত্ব ও প্রবৃদ্ধির হারের মধ্যে সম্পর্ক নির্ণয়ে অধ্যাপক Artur Okum প্রদত্ত মতামতকে ওকান বিধি বলে। এ মতানুসারে প্রকৃত প্রবৃদ্ধির হার ট্রেড বা চলমান প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি হলে বেকারত্বের হার কমে।

আপেক্ষিক আয় কি?

উত্তর : অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয়ের সাথে আপেক্ষিক যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান থাকে তাকে বলা হয় আপেক্ষিক আয়।

শক্তিশালী মুদ্রা কাকে বলে?

উত্তর : কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক চালু সকল কাগজের নোট ও ধাতব মুদ্রা এবং কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত বিভিন্ন ব্যাংকের ব্যালান্সের সামষ্টিকে শক্তিশালী মুদ্রা বলা হয়।

ফটক অর্থের চাহিদা রেখাটি অংকন করা?

দুই খাতের মডেল MPS= 0.25 হলে বিনিয়োগ গুনকের মান কত?

নীট বিনিয়োগ কি?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে মোট বিনিয়োগ থেকে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যায় বাদ দিলে যা পাওয়া যায় তাকে বলা হয় নিট বিনিয়োগ।

কখন IS রেখা আনুভূমিক হয়?

উত্তর : চরম classical অবস্থায় IS রেখা আনুভূমিক হয়।

মুদ্রাস্ফীতির কারণে মূল্য,বাড়ে,কমে,নাকি স্থির হয়?

উত্তর : মুদ্রাস্ফীতি বাড়লে অর্থের মূল্য কমে আবার মুদ্রাস্ফীতি কমলে অর্থের মূল্য বাড়ে।

মুদ্রার অবমূল্যায়ন কাকে বলে ?

উত্তর : মুদ্রাস্ফীতি বাড়ার সাথে সাথে অর্থের মূল্য কমে যায় এর এমন অবস্থায় মুদ্রার সাথে যে চাহিদা সংকোচন ঘটে থাকে মুদ্রার অবমূল্যায়ন বলে।

প্রবৃদ্ধির কাম্য হার কি?

উত্তর : কোনো বছরে যে পরিমাণ উৎপাদন হয় তার প্রবৃদ্ধির হারকে বিশ্লেষণ করলে যে পরিমাণ দ্রব্য পাওয়া যায় তাকে প্রবৃদ্ধির কাম্য হার বলে।

একটি ভোগ অপেক্ষিক লিখ যার MPC= APC?

NAIRU এর পূর্ণরূপ কি?

ফিলিপস রেখা কি?

উত্তর : যে রেখার বিভিন্ন বিন্দুতে মুদ্রাস্ফীতির সাথে বেকারত্বের বিপরীত সম্পর্ক নির্দেশিত হয় তাকে বলা হয় ফিলিপস রেখা।

ফ্রিডম্যানের মতে অস্থায়ী আয়ের প্রান্তিক প্রবনতার মান কত?

উত্তর : ফ্রিডম্যানের মতে অস্থায়ী আয়ের প্রান্তিক প্রবনতার মান শূণ্য(০) ।

NAIRU এর পূণ্যরূপ কি?

উত্তর : NARIU এর পূণ্যরূপ : Non -Accusation Inflation rate of Unemployment।

তারল্য ফাঁদ কি?

উত্তর : অর্থের ফটকা চাহিদার যে পরিস্থিতিতে সুদের হার আর নিচের দিকে নামতে পারেনা তাকে তারল্য ফাঁদ বলে।

বিহিত মুদ্রা কি?

উত্তর : যে অর্থ সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং লেনদেনের মাধ্যম হিসেবে সর্বসাধারন গ্ৰহন করতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

LM রেখা কখন লম্ব অংক্ষের সমান্তরাল?

উত্তর : অর্থের ফটকা চাহিদা শূণ্য হলে LM রেখা উলম্বমুখী হতে পারে।এক্ষেত্রে এর ঢাল অসীম হবে।

কার্যকর চাহিদা কি?

উত্তর : একটি নির্দিষ্ট সময়ে কোন দেশের নিয়োগ থেকে প্রত্যাশিত উৎপন্ন মূল্য উপকরণ নিয়োগ বাবদ ব্যয়ের সমান হয় তখন দেশে যে পরিমাণ চাহিদার সৃষ্টি হয় তাকে কার্যকর চাহিদা বলে‌।

ক্রস সেকশন ভোগ অপেক্ষক কি?

উত্তর : আয় ও ভোগের ক্রস সেকশন তথ্যের ভিত্তিতে যখন তাদের আপেক্ষিক সম্পর্ক ব্যাখা করা হয় তাকে ক্রস সেকশন বলে।

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামষ্টিক অর্থনীতির ক বিভাগের।

  • মনিটরিং চক্র কি?
  • স্বাভাবিক বেকারত্বের হার কি?
  • ক্লাসিকেল দ্বৈততা কি?
  • অর্থগুনক কি?
  • সুদ সুযোগ ব্যয় কি?
  • Ratchet effect. কি?
  • কীনসীয় বিনিয়োগ তত্ত্বে ভারসাম্য বিনিয়োগ নির্ধারণী শর্তদ্বয় কি?
  • মুদ্রাস্ফীতির ব্যবধান কি?
  • লুক্কায়িত GNP কি?
  • গিনি সহগ কি ?
  • অর্থের মূল্য কাকে বলে?
  • পূর্ণ নিয়োগ কি?
  • অতি গুনক কি ?
  • তারল্য ফাঁদ কি?
  • IRRI কী?
  • উত্তর : কোনো প্রকল্পের মূলধন নিয়োগ করে তা থেকে ভবিষ্যতের যে আয় প্রত্যাশিত করা হয় তাকে IRRI বা আন্তঃআয় বলে।

সামষ্টিক অর্থনীতির খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের সাজেশন ২০২৩

  • বানিজ্য চক্রের পর্যায়সমূহ চিত্রের মাধ্যমে ব্যাখা কর?
  • সম্ভাবনাময় GNP ও বাস্তব GNP এর মধ্যে পার্থক্য নির্দেশ করে?
  • সরকারি ব্যয় গুনকের সম্মুখগামী কার্যক্রম ব্যাখা কর?
  • আয়কর বৃদ্ধি কিভাবে মুদ্রাস্ফীতির ব্যবধান দূর করে চিত্রের সাহায্যে দেখাও?
  • অন্তঃস্থ ভারসাম্য বলতে কি বুঝ?
  • অর্থের চাহিদার নির্ধারকগুলো ব্যাখা কর?
  • ভোগ অপেক্ষক সম্পর্কিত কুজনেটের ধাঁধা কি?
  • যোগান কিভাবে তার নিজস্ব চাহিদা সৃষ্টি করে?
  • ক্রাউডিং আউট প্রভাব কি?
  • অর্থনৈতিক স্থিতিশীলতার উপাদান গুলো ব্যাখা কর?
  • সামগ্ৰিক চাহিদার উপাদান সমূহ আলোচনা কর?

সুপ্রিয় মাষ্টার্স ফাইনালের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আপনারা অবহেলা না করে এই সাজেশন টি ফলো করতে পারেন এবং তার সাফল্য ও নিশ্চিত করতে পারবেন কেননা অনেকেই কিন্তু একটা বই ও পরীক্ষার সময় সহায়ক পেতে না পারেন সহায়তা প্রদান করার জন্য আমরা সর্বদা সজাগ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং যাব।

সামষ্টিক অর্থনীতি মাষ্টার্স ফাইনাল অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য

গ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ ২০২৩:

  • ক্লাসিক্যাল মডেলে কিভাবে নিয়োগ, উৎপাদন,দামস্থর ও মজুরি নির্ধারিত হয় তা চিত্রের মাধ্যমে ব্যাখা কর?
  • অর্থের চাহিদা সংক্রান্ত বোমলের ইনভেন্টরি পদ্ধতি আলোচনা কর?
  • স্বল্পকালীন ও দীর্ঘকালীন ফিলিপস রেখা ব্যবহার করে মুদ্রাস্ফীতির বৈধকরণ ধারনাটি ব্যাখা কর?
  • পূর্ণ নিয়োগ অর্জনের পূর্বে ও যে ভারসাম্য অর্জিত হতে পারে – কীনস কিভাবে তা প্রমান করেছেন?
  • প্রবৃদ্ধির নিশ্চয়তা এবং ঝুঁকিসহ প্রবৃদ্ধি এ দুয়ের মধ্যে একজন ব্যক্তি কিভাবে সমন্বয় সাধন করে?
  • অভ্যন্তরীন ও বাহ্যিক ভারসাম্য সম্পর্কিত পোলাক মডেলটি ব্যাখা কর?
  • বিনিয়োগ কোয়েক মডেলটি সমালোচনা সহ ব্যাখা কর?
  • সামষ্টিক অর্থনীতির চলকগুলোর মধ্যে আন্তসম্পর্ক ব্যাখা কর?
  • মিল্টন ফ্রিডম্যানের স্থায়ী আয় উপসিদ্বান্তটি ব্যাখা কর?
  • সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বলতে কি বুঝ? মুক্তবাজার অর্থনীতিতে কিভাবে এ স্থিতিশীলতা অর্জিত হয়?

অর্থনীতি মাষ্টার্স ফাইনাল অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে আমাদের সাথেই থাকুন এবং আমাদের কাজকে আরো সহজতর করতে সাহায্য করুন আমাদের ব্লগে ইতোমধ্যে ডিগ্ৰি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল বিষয়ের সাজেশন ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের সাজেশন ও সকল নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন।

ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার সাজেশন | Masters final year Micro Economic Suggestion 2023

shaheda

I'm a proud member of scholarsme. Content Writer and SEO Expert, I completed my graduation in Political science, and I love to share university suggestions and scholarship information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button