মাষ্টার্স ফাইনাল ব্যাষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩

মাষ্টার্স ফাইনাল ব্যাষ্টিক অর্থনীতি সাজেশন: মাষ্টার্স ফাইনালে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আমাদের এই আয়োজন আজকে আমি খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ শেয়ার করলাম অর্থাৎ প্রশ্নে খ বিভাগের প্রশ্নের সাজেশন আজ শেয়ার করলাম।

ব্যাষ্টিক অর্থনীতির খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহের সাজেশন ২০২৩:

  • পছন্দ প্রকাশ তত্ত্বের দুর্বল ও সবল স্বতঃস্বিদ্ধ সংক্ষেপে লিখ?
  • চিত্রের মাধ্যমে মৃতভার ক্ষতি ব্যাখা কর?
  • দ্বৈত উপপাদ্য বলতে কি বুঝ?
  • ভারসাম্যের অস্তিত্ব সর্বদা ভারসাম্যের একত্ব নির্দেশ করনা – বিশ্লেষণ কর?
  • কল্যান মূল্যায়নে পেরোটের শর্তের তুলনায় ক্ষতিপূরণ শর্ত কি উন্নত?
  • N- M উপযোগ সূচক গঠন করা?
  • ঝুঁকি ,অনিশ্চয়তা ও মুনাফার মধ্যে পার্থক্য কি?
  • দেখাও যে,পূর্ণ প্রতিযোগিতা p= AR=MR?
  • একমাত্রিক ও অ মাত্রিক কার্যক্রমের মধ্যে পার্থক্য কি?
  • বিচ্ছন্ন ও অবিচ্ছিন্ন উপকরণ – উৎপাদন বিশ্লেষনের মধ্যে পার্থক্য লিখ?
  • সামাজিক কল্যান অপেক্ষক গঠনের সমস্যা কি?
  • উৎপাদনের অর্থনৈতিক পর্যায়টি ব্যাখা কর?
  • অগ্ৰাধিকার পছন্দ তত্ত্বের দুর্বল ও সবল স্বতঃস্বিদ্ধ গুলো ব্যাখা কর?
  • একচেটিয়া বাজারে কেন যোগান রেখা পাওয়া যায়না?
  • পশ্চাৎমুখী শ্রমের যোগান রেখা দেখা দেয় না কেন ব্যাখা কর?
  • আংশিক ভারসাম্য ও সামাজিক ভারসাম্যের মধ্যে তুলনা মূলক পার্থক্য দেখাও?
  • দ্বিতীয় সর্বোত্তম তত্ত্বের গুরুত্ব আলোচনা কর?
  • অর্থনৈতিক মুনাফা ,হিসাবগত মুনাফা ও স্বাভাবিক মুনাফার তুলনামূলক আলোচনা কর?
  • গতিশীল উপাদান উৎপন্ন মডেল ধারনাটি ব্যাখা কর?
  • “সব গিফেন দ্রব্যই নিকৃষ্ট দ্রব্য , কিন্তু সব নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য নয় “- ব্যাখা কর?
  • উৎপাদনের দীর্ঘমেয়াদে কোন স্থির খরচ নেই – ব্যাখা কর?

Also read:

ব্যষ্টিক অর্থনীতি মাস্টার্স ফাইনাল ইয়ার সাজেশন

সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ সাজেশন মাষ্টার্স ফাইনাল

সুপ্রিয় মাষ্টার্স ফাইনালে অধ্যয়নরত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আপনারা এই সাজেশন টি ফলো করলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি আমরা আমাদের ব্লগে প্রথমে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর শেয়ার করেছি এছাড়াও আমাদের ব্লগে ডিগ্ৰি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সকল গাইড ও সাজেশন শেয়ার করা আছে আপনারা ও বেশী করে শেয়ার করবেন ।

সাহেদা জান্নাত

সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button