প্রতিদিনের মতো আমরা অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ & Marketing of Financial Services suggestion নিয়ে এসেছি। এ আর্টিকেল এর মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ে একটি শর্ট সিলেবাস এবং সাজেশন উভয় পেয়ে যাবেন। যার মাধ্যমে সে পরীক্ষায় ভালো করে ফলাফল পেতে পারেন।
ইতিমধ্যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা শুরু হয়ে গেছে কিন্তু এ বিষয়ে পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি। খুব শীঘ্রই এ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যাদের ইতিমধ্যে পাঠ্যপুস্তক বই পড়া শেষ হয়েছে তারা এ সাজেশনটি পড়তে পারেন। আর যারা সময়ের অভাবে পড়তে পারেনি তারাও এই বইটি পড়তে পারেন। কারণ এ বইটির মধ্যে রয়েছে শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন।
সাজেশনটি পড়লে একজন সাধারন শিক্ষার্থী তুলনামূলকভাবে আরো ভালো ফলাফল করতে পারবেন। তাই সব শিক্ষার্থীদের উচিত একবার হলেও এই সাজেশনটি পড়ে নেওয়া। ফ্রিতে আমরা এ সাজেশনটি দিচ্ছি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে।
অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ | Marketing of Financial Services suggestion
ক বিভাগ অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩
- আর্থিক পণ্য বলতে কি বুঝেন
- আর্থিক প্রতিষ্ঠান কাহাকে বলে
- স্মার্ট কার্ড কি
- মূলধন বাজারের উপকরণ কি কি
- প্রতিযোগী বিশ্লেষণ কি
- SWOT এর পূর্ণরূপ লিখুন
- কৌশলগত পরিকল্পনা কি
- আন্তর্জাতিক বাজারজাতকরণ বলতে কি বুঝেন
- সেবা কি?
- লাইসেন্স বলতে কি বুঝেন
- আর্থিক পরিষেবা কি
- FTR কাকে বলে
- অপারেটিং মডেল কাকে বলা হয়
- ব্যষ্টিক পরিবেশ বলতে কি বুঝায়
- পোস্ট কি
- ব্রান্ড কি
- নতুন কাকে বলা হয়
- টেলি ব্যাংকিং কি
- বাজারজাত প্রণালী কি কি
- চ্যাটিং কি
- অনলাইন শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন বলতে কি বোঝেন
- Swift এর পূর্ণরূপ কি
- মৌসুমী বাট্টা কি
- মূল্য কি
- অর্পণ কি
- বাজারজাত পরিকল্পনা কি
- বাজারজাতকরণ কি
- ক্রেতা সন্তুষ্ট বলতে কি বুঝেন
- ঋণাত্মক চাহিদা কি
- মিশন বিবৃতি কি
- বাজারজাত পরিবেশ বলতে কি বুঝেন
- মূল্য নির্ধারণ কি
- মূল্য স্থিতিস্থাপকতা বলতে কি বুঝেন
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩
- প্রতিযোগী বিশ্লেষণ করুন
- আর্থিক প্রতিষ্ঠান কাহাকে বলা হয়
- মূলধন বাজার ক্ষেত্রে প্রধান খেলোয়ার সময়ের ভূমিকা তালিকা করুন
- সকল উপাদান আন্তর্জাতিক প্রতিযোগিতাকে প্রভাবিত করে সেগুলো নির্বাচন করুন
- প্রতিনিধি ও দালালের মধ্যে পার্থক্য লিখুন
- সেবা সেবা ও পার্থক্য লিখুন
- ই-কমার্স বৈশিষ্ট্য লিখুন
- সেবা কর্মী কারা
- সেবা সংস্কৃতির সংজ্ঞা দিন
- ব্রেক ইভেন্ট বিশ্লেষণ করুন
- ক্রেডিট কার্ডের সংজ্ঞা দিন
- বন্টন প্রণালী কাকে বলা হয়
- ই-কমার্স বৈশিষ্ট্য সমূহ লিখুন
- নতুন আর্থিক পণ্য ব্যর্থতার কারণ লিখুন
- মূল্য নির্ধারণের উদ্দেশ্য কি কি
- সেবা ও পণ্যের মধ্যে পার্থক্য বুঝান
- চাহিদা ও মূল্যের সম্পর্ক ব্যাখ্যা করুন
- পণ্য মিশ্রণ বলতে কি বোঝেন
- ভোগ পণ্য এবং শিল্প পণ্য এর সাদৃশ্য উল্লেখ করুন
- পণ্যের জীবন চক্র দেখান
- বাজার বিভক্তি করন করার কারণসমূহ ব্যাখ্যা করুন
- কার্যকর বাজার বিভক্তি করন এর মানদন্ড লিখুন
- ভক্ত বাজারের সংজ্ঞা দিন
- বাজারজাতকরণের পরিকল্পনার স্তর সহ বর্ণনা করুন
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩
- বাংলাদেশ অর্থনীতি প্রেক্ষাপটে গ্রামীণ ব্যাংক ও সেবাধর্মী কার্যাবলী সম্পর্কে বর্ণনা করুন
- অর্থনৈতিক প্রেক্ষাপটে এই ব্যাংকিং ও তাদের সেবা কার্যাবলী সম্পর্কে আলোচনা করুন
- বাজার প্রতিদ্বন্দ্বি কারা এবং বাজার প্রতিদ্বন্দ্বের কৌশল ব্যাখ্যা করুন
- বিশ্বব্যাপী বাজারজাতকরণ এর প্রবেশাধিকার কৌশল ব্যাখ্যা করুন
- আর্থিক ও ব্যাংক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য দেখান
- আর্থিক সেবা বন্টন ব্যবস্থাপনা আলোচনা করুন
- তথ্য নীতি কাহাকে বলে। বৈদেশিক যোগাযোগ ও তথ্যনীতি এর মধ্যে পার্থক্য কি তা দেখান
- আর্থিক পণ্যের জীবন চক্র স্তরগুলো বিশ্লেষণ করুন
- আর্থিক সেবা বন্টন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করুন
- বিজ্ঞাপন এবং প্রচারের পার্থক্য লিখুন
- প্রণালী দ্বন্দ্ব প্রতিকার ও কারণ গুলো আলোচনা করুন
- ক্রেতা সন্তুষ্টির উপায় গুলো ব্যাখ্যা করুন
- ভোক্তার আচরণ বলতে কি বুঝেন
- বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝেন তা ব্যাখ্যা করুন
- প্রতিযোগী মূল্য নির্ধারণ হলে কোম্পানি কিভাবে সাড়া প্রদান করে
- কোন পরিস্থিতিতে কোম্পানির মূল্য পরিবর্তন করতে হয়
- সেবার বৈশিষ্ট্যগুলো লিখুন
- পণ্য ডিজাইন বলতে কি বুঝেন
- নতুন পণ্য উন্নয়নের গুরুত্ব আলোচনা করুণ
- বাজার নেতার বৈশিষ্ট্য এবং কৌশল গুলো আলোচনা করুন
অনার্স ৩য় বর্ষ আর্থিক সেবা বাজারজাতকরণ সাজেশন ২০২৩ ছাড়া আরো সাজেশন দেখতে এখানে প্রবেশ করুন।
- অনার্স ৩য় বর্ষ নগর সমাজবিজ্ঞান সাজেশন ২০২৩ | Honours 3rd year Rural and urban sociology suggestion
- অনার্স ৩য় বর্ষ কৃষি ও গ্রামীণ অর্থনীতি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ বাংলা উপন্যাস সাজেশন ২০২৩। Honours 3rd year suggestion 2023
- অনার্স ৩য় বর্ষ সামষ্টিক অর্থনীতি ২০২৩ | Honours 3rd year macro economics suggestion
- অনার্স ৩য় বর্ষের বাংলাদেশের করবিধি সাজেশন ২০২৩ | Honours 3rd year suggestion