আমাদের আজকের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ ( Investment management suggestion )। এই সাজেশন এর মাধ্যমে একজন শিক্ষার্থী উক্ত বিষয়ের পরিপূর্ণ সকল ধারণা পেয়ে যাবে। যে সকল শিক্ষার্থী পরীক্ষায় ভালো ফলাফলই করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি পড়ে নিবেন।
বর্তমানে চলমান রয়েছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা। আর খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ের উপর পরীক্ষাটি। একজন ছাত্র জীবনের অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনার্স হচ্ছে মোট চার বছরের কোর্স। প্রতি ইয়ারের ফলাফল মোট ফলাফলের সাথে যোগ করা হয়। তার মধ্যে ফাইনাল ইয়ারের পরীক্ষার ফলাফল বেশি যোগ করা হয়। তাই এই ইয়ারে অনেক শিক্ষার্থী নিজেকে ভালোভাবে প্রিপারেশন করে তোলে। আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ের সাজেশন গুলো দেওয়া রয়েছে। তবে আজকের আর্টিকেলে শুধুমাত্র বিনিয়োগ ব্যবস্থাপনা এর সাজেশনটি দেওয়া রয়েছে।
অনার্স ৪র্থ বর্ষ ভোক্তা আচরণ সাজেশন ২০২৩ | Consumer Behavior suggestion 2023
যাদের এ বিষয়টি রয়েছে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই আর্টিকেলটি পড়ে নিবেন। তাহলে আপনি এ বিষয়ে আরো ভালো ফলাফল করতে পারবেন এবং আপনার মোট পরীক্ষার ফলাফল আরো ভালো হবে।
অনার্স ৪র্থ বর্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Investment management suggestion
ক বিভাগ
- RADR বলতে কি বুঝেন?
- অবলেখক বলতে কি বুঝেন?
- SML এর ঢাল নির্ণয় করুন?
- CAPM বলতে কি বুঝেন?
- কল অপশন বলতে কি বুঝেন?
- পোর্টফোলিও বিটা কাকে বলে?
- ভেদাঙ্ক বা পরিমিত ব্যবধান বলতে কি বুঝেন?
- পোর্টফোলিও বিনিয়োগ কাকে বলে?
- বন্ড কাকে বলে?
- বিনিয়োগ তথ্য কাকে বলে?
- বিনিয়োগ কাকে বলে?
- কল প্রাইস বলতে কি বুঝেন?
- লভ্যাংশ ঘোষণা না করলে কি কি ফলাফল হতে পারে?
- ঝুঁকির প্রিমিয়াম কি?
- সাধারণ শেয়ারের মূল্যায়ন কাকে বলে?
- নিরপেক্ষ বিন্দু কাকে বলে?
- অর্থের সময় মূল্য কি?
- প্রি-এমটিভ রাইট কাকে বলে?
- চলতি অনুপাত কি?
- এজেন্সি সমস্যা কাকে বলে?
- মুনাফা সর্বাধিকরণ কাকে বলে?
অনার্স ৪র্থ বর্ষ মার্কেটিং মানব সম্পদ ব্যবস্থাপনা সাজেশন | Marketing & Human Resources Management
খ বিভাগ
এখন আমরা আপনাদের সামনে তুলে ধরব খ বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনার সাজেশন সম্পর্কে। সাজেশন এর প্রশ্নগুলোর মধ্যে বিভাগের প্রশ্নগুলোতে শিক্ষার্থীরা বেশি নম্বর পেয়ে যায়। কারণ অতি সংক্ষিপ্ত থেকে একটু বেশি দেখলেই পরীক্ষায় পরিপূর্ণ নম্বর পাওয়া যায় এটিতে। আসুন দেখে নিই এই সাজেশন।
- পোর্টফোলিও ব্যবস্থাপনার ধাপসমূহ ব্যাখ্যা করুন?
- মধ্যমেয়াদি অর্থায়নের প্রধান প্রধান উৎস কোনগুলো?
- পোর্টফোলিও বিশ্লেষণ কি?
- পোর্টফোলিও ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করুন?
- কাম্য মূলধন কাঠামোর বৈশিষ্ট্যগুলো লিখুন?
- ইজারা অর্থায়নের সুবিধা ব্যাখ্যা করুন?
- মূলধন বাজার এবং মুদ্রা বাজারের মধ্যে পার্থক্য লিখুন?
- কর্পোরেট অর্থায়নের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন?
গ বিভাগ
শিক্ষার্থীদের জন্য আজকে রয়েছে বিনিয়োগ ব্যবস্থাপনার সাজেশন ২০২৩। মূলত খাওয়া বিভাগের প্রশ্নগুলো তুলনামূলকভাবে বড় হয়ে থাকে। আর হয়ে থাকে বেশ জটিল। প্রশ্নগুলো দীর্ঘ হওয়ার কারণে শিক্ষার্থীদের পড়তে বেশ সময় লেগে যায়। আর তারা অন্যান্য বিষয়ে অথবা অন্যান্য বিভাগের প্রশ্নগুলো পড়তে পারে না। তবে আমাদের ওয়েবসাইট থেকে যদি বেশ কয়েকটি সাজেশন পড়ে নেয় তাহলে খুব সহজেই অল্প করে বেশি মার্ক পেতে পারেন। কম পড়াশোনায় ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাজেশন পড়ে নিবেন।
- বিনিয়োগ সংক্রান্ত তথ্যের উৎসগুলো লিখুন?
- বিনিয়োগের ক্ষেত্রে তথ্যের গুরুত্ব আলোচনা করুন?
- কর্পোরেট অর্থায়ন সম্পর্কে আলোচনা করুন
- মুদ্রা বাজার এবং মূলধন বাজারের মধ্যে সম্পর্ক লিখুন।
আপনারা জানতে পারলেন অনার্স ৪র্থ বর্ষ বিনিয়োগ ব্যবস্থাপনা সাজেশন ২০২৩। আরো যারা অন্যান্য বর্ষের এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাজেশন পেতে ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।