অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র সাজেশন | Accounting Research Methodology Scripture

অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র সাজেশন ( Accounting Research Methodology Scripture ) নিয়ে হাজির হয়েছে আমরা আজকের এই আর্টিকেল। আর্টিকেটে মাধ্যমে একজন শিক্ষার্থী চতুর্থ বর্ষের উক্ত বিষয়ের পরিপূর্ণ সাজেশন পেয়ে যাবেন। যার মাধ্যমে তার পরীক্ষার প্রিপারেশন কে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

বর্তমানে চলমান রয়েছে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা ২০২৩। আর খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র পরীক্ষা। অনেকের কাছে এ বিষয়টি বেশ জটিল মনে হয়ে থাকে। তাই অনেকে এ বিষয়ের উপর সাজেশন খুঁজে থাকে। এখন আমরা আপনাদের সাথে উক্ত বিষয়ের সাজেশন কি পরিপূর্ণভাবে তুলে ধরছি।

অনার্স ৪র্থ বর্ষ কেন্দ্রীয় ব্যাংকিং সাজেশন ২০২৩ | Central Banking suggestion

আর হ্যাঁ আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত সালের প্রশ্ন ব্যাংক এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন কমন প্রশ্নগুলো নিয়ে। যা থেকে একজন শিক্ষার্থীর সহজ ভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র সাজেশন | Accounting Research Methodology Scripture

ক বিভাগ

  • মূলধন বাজার রেখা কাকে বলা হয়?
  • রিস্ক রিটার্ন অফ ট্রেড কি?
  • শূন্য কুপন বন্ভ কাকে বলা হয়?
  • পূর্ব ক্রয় অধিকার বলতে কি বুঝেন?
  • ট্রেজারি বিল বলতে কি বুঝেন?
  • মূলধন ব্যয় বলতে কি বুঝেন?
  • ভগ্ন বিন্দু কি?
  • CAPM অনুসারে ন্যূনতম আয়ের সূত্রটি লিখুন।
  • মার্জিন কল বলতে কি বুঝেন?
  • মার্কেট অর্ডার কাকে বলা হয়?
  • বন্ড ইনডেজার বলতে কি বোঝেন?
  • আর্বি ড্রেজ কি?
  • অব লেখকের কমিশন কি?
  • ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বুঝেন?
  • সর্বোত্তম পোর্টফোলিও বলতে কী বোঝানো হয়?
  • স্বল্প বিক্রয় কি?
  • একটি স্টকের ব্যাথা সহগ ০.৭ বলতে কি বুঝানো হয়?
  • ঝুঁকি বলতে কি বুঝেন?
  • দক্ষ পোর্টফলিও বলতে কি বুঝানো হয়?
  • সিকিউরিটি বিশ্লেষণ কাকে বলা হয়?
  • ওটিসি মার্কেট বলতে কি বুঝেন?
  • পোর্টফোলিও ব্যবস্থাপনা কাকে বলা হয়?
  • মেয়াদ পূর্তি আয় হার কি?
  • অপশন কাকে বলা হয়?

খ বিভাগ

হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র সাজেশন এর গুরুত্বপূর্ণ আরেকটি বিভাগীয় প্রশ্ন হচ্ছে খ বিভাগ। এই বিভাগের প্রশ্নগুলো ক বিভাগ থেকে বড় উত্তর দিতে হয় আবার গ বিভাগ থেকে ছোট উত্তর দিতে হয়ে থাকে। যার কারণে শিক্ষার্থীরা দ্বিধায় থাকে এ প্রশ্নগুলো নিয়ে। নিচের প্রশ্নগুলো যদি দেখে নেন আপনি অল্প পরে বেশি পরিমাণ মার্ক পেতে পারেন।

  • কাম্য বা সুষমা মূলধন কাঠামো বলতে কী বোঝানো হয়?
  • সাধারণ শেয়ার এবং ঋণপত্র শেয়ার এর মধ্যে পার্থক্য লিখুন।
  • আধুনিক পোর্টফোলিও তত্ত্বটি বর্ণনা করুন?
  • পরোক্ষ ও প্রত্যক্ষ বিনিয়োগের মধ্যে পার্থক্য দেখান।
  • APM কিভাবে CAPM থেকে উৎকৃষ্ট হয়ে থাকে?
  • মূলধন বাজার এবং মুদ্রা বাজার এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • মূলধনের অনুমতি শর্তাবলী বলতে কি বুঝেন?
  • অনিশ্চয়তা এবং ঝুঁকির মধ্যে পার্থক্য বর্ণনা করুন।

গ বিভাগ

এই বিভাগের প্রশ্নগুলো বেশ জটিল হয়ে থাকে শিক্ষার্থীদের জন্য। কারণ গ বিভাগের প্রশ্নগুলোর উত্তর বড় হয়ে থাকে। যার কারণে শিক্ষার্থীরা কম প্রশ্নগুলো পড়ে বেশি কমন পড়ে এই জন্য সাজেশন খুজে থাকেন। আসুন দেখে নেই এ বিষয়ে সাজেশন সম্পর্কে।

  • NI তত্ত্বের শর্তাবলী গুলো লিখুন।
  • NOI এবং NI তত্ত্বের পার্থক্যগুলো লিখুন।
  • প্রয়োজনীয় আয় হারের নির্ধারকসমূহ আলোচনা করুন।
  • আয় এবং ঝুঁকির মধ্যে পার্থক্য বর্ণনা করুন।
  • ঝুকি এবং আয়ের মধ্যে সম্পর্ক উপস্থাপন করুন।।
  • মাধ্যমিক বাজার এবং প্রাথমিক বাজারের মধ্যে পার্থক্য দেখান।
  • ওয়ারেন্ট কি এবং ওয়ারেন্টি ইস্যুর কারণ বর্ণনা করুন।
  • ফিউচার এবং অপশন এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
  • শার্প পোর্টফোলিও দক্ষতা পরিমাপ কৌশলটি দেখান।
  • বিনিয়োগ কোম্পানির শেয়ার কিভাবে মূল্যায়ন করা হয় তা দেখান।
  • বন্ড কি এবং বন্ড এর বৈশিষ্ট্য বর্ণনা করুন।

অনার্স ৪র্থ বর্ষ হিসাব বিজ্ঞান গবেষণা পদ্ধতি শাস্ত্র সাজেশন জানলেন আজকের আর্টিকেলের মাধ্যমে। আরো অন্যান্য বর্ষ এবং ডিপার্টমেন্টের সাজেশন গুলো পেতে আমাদের সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

অনার্স ৪র্থ বর্ষ ‌বাজারজাতকরণ গবেষণা সাজেশন | Marketing Research suggestion 2023

অনার্স ৪র্থ বর্ষ বিক্রয় ব্যবস্থাপনা সাজেশন ২০২৩ | Sale Management suggestion

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button