অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩ | Introduction To Public Administration

অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩ ( Introduction To Public Administration Suggestion ) নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। ‌ এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩১৯১১। ২০২১ সালে তৃতীয় বর্ষ পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এখন। সুতরাং যারা এ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা দ্রুত সাজেশন পড়ে নিন।

যারা প্রচুর মেধাবী এবং কম মেধাবী উভয়ের উচিত সাজেশন ফলো করা। এতে করে যারা মেধাবী তারা এটি প্রশ্ন ব্যাংক আকারে পড়ে নিজের মেধাকে যাচাই করার সুযোগ পাবেন। আর যারা কম মেধাবী তারা এটি শর্ট সিলেবাস হিসেবে পড়ে নিতে পারেন। ‌ আর আমাদের এই সাজেশনগুলো থেকে প্রতিবছর অনেক পরিমাণ প্রশ্নগুলো কমন আসে।

সুতরাং দেরি না করে এখনই সাজেশনটি পড়ে নিন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। তাই এ সুযোগটি মিস না করে সাজেশন এবং প্রয়োজনে আপনার নিকটস্থ বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ‌

অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩ | Introduction To Public Administration

ক বিভাগ

  • আমলাতন্ত্রের রাজনীতি করণ কাকে বলে?
  • UNO এর পূর্ণরূপ লিখুন।
  • ACR কি?
  • সংসদীয় নিয়ন্ত্রণ কি?
  • সংস্থাপন মন্ত্রণালয় এর বর্তমান নাম কি?
  • ডিসির পূর্ণরূপ লিখুন।
  • মন্ত্রণালয় কি?
  • সংস্থাপন মন্ত্রণালয় এর বর্তমান নাম কি?
  • প্রশাসন কি?
  • পদ সোপান কি?
  • বিপিএসসি কি?
  • লোক প্রশাসনের জনক কাকে বলা হয়?
  • কর্তৃত্ব কি?
  • উন্নয়ন প্রশাসনে 4Ps কি?
  • মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
  • চলতি নথি কি?
  • আদেশ গত ঐক্য বলতে কি বুঝেন?
  • প্রশিক্ষণ কাকে বলে?
  • BPATC প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  • বাংলাদেশের সিভিল সার্ভিস এ কতটি ক্যাডার রয়েছে?
  • All India civil service কত সালে সৃষ্টি হয়?
  • প্রশাসনকে কয় ভাগে ভাগ করা হয়?
  • সংগঠন কি?
  • বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে ছিলেন?
  • লোক প্রশাসন কি?
  • CPA এর পূর্ণরূপ লিখুন।
  • লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি?
  • Administration এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩

  • আমলাতন্ত্রের বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • আমলাতন্ত্র কি?
  • প্রশাসনিক ট্রাইবুনাল কি?
  • প্রশাসনিক স্বচ্ছতা বলতে কি বুঝেন?
  • সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মধ্যে সম্পর্ক লিখুন।
  • স্থানীয় সরকার বলতে কি বুঝেন?
  • বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝেন?
  • প্রশাসনিক সংস্কারের সুবিধাগুলো লিখুন।
  • উপজেলা পরিষদের গঠন লিখুন।
  • শেখ হাসিনা এর শাসনামলের প্রশাসনিক সংস্কার বর্ণনা দিন।
  • বাংলাদেশের কর্ম কমিশন কিভাবে গঠিত হয়েছে?
  • কেন্দ্রীয় প্রশাসন কাকে বলে?
  • জনপ্রশাসন মন্ত্রণালয় এর কার্যাবলী সংক্ষেপে লিখুন।
  • বাংলাদেশের সচিবালয় এর পদবিন্যাস সম্পর্কে আলোচনা করুন।
  • সচিব ও মন্ত্রীর সম্পর্ক লিখুন।
  • লোক প্রশাসন বিজ্ঞান না কলা – সংক্ষেপে যুক্তি দিন।
  • সিভিল সার্ভিস বলতে কি বুঝেন?
  • পদ সোপান নীতি বলতে কি বুঝেন?
  • নেতৃত্বের গুণাবলী আলোচনা করুন। ‌
  • সমন্বয় সাধন বলতে কি বুঝেন?

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩

  • বাংলাদেশের আমলাতন্ত্র থেকে রাজনীতি করণ দূরীভূত করতে যে উপায় প্রয়োজন হয় তা বর্ণনা করুন।
  • আমলাতন্ত্রের বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র আমলাতন্ত্রে যে ভূমিকা পালন করে লিখুন।
  • বাংলাদেশের আমলাতন্ত্র ও রাজনীতির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
  • বাংলাদেশের প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার উপায় সমূহ বর্ণনা করুন।
  • উপজেলা প্রশাসনের ক্ষমতা, গঠন ও কার্যাবলী বর্ণনা করুন।
  • উপজেলা পরিষদের কার্যাবলী ও গঠন আলোচনা করুন।
  • বাংলাদেশের প্রশাসনিক সংস্কার সমূহ চিহ্নিত করুন।
  • প্রশিক্ষণের সংজ্ঞা দিন এবং প্রশিক্ষণের গুরুত্ব লিখুন।
  • জেলা পরিষদের গঠন লিখুন এবং বাংলাদেশের জেলা পরিষদ কি প্রকৃতি তা উল্লেখ করুন।
  • উন্নয়নমুখী প্রশাসনের বৈশিষ্ট্য গুলো আলোচনা করুন।
  • বেসরকারি প্রশাসন এবং লোকপ্রশাসনের পার্থক্য দেখান।
  • বাংলাদেশের লোকপ্রশাসন পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
  • লোক প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের জন্য সমস্যা আলোচনা করুন।
  • লোক প্রশাসনের বিষয়বস্তু এবং পরিধি বর্ণনা করুন। ( অনার্স ৩য় বর্ষ বাংলাদেশের লোক প্রশাসন সাজেশন ২০২৩ 90% )
  • আধুনিক মতবাদ ও সংগঠনের সনাতন এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।

Read more:

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button