এখন আপনাদের সামনে তুলে ধরছি অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশন ( Introduction to History suggestion ) নিয়ে। প্রতিদিন কোন না কোন পাঠ্যপুস্তক বইয়ের পিডিএফ ফাইল এবং সাজেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়। বর্তমানে শিক্ষার্থীরা পড়াশোনা করে অনেক এগিয়ে যেতে পারে।
পাঠ্যপুস্তক ফ্রিতে দেয়া হলেও অনেকে সাজেশন গুলো অর্থের বিনিময়ে দিয়ে থাকে। তবে আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এই সাজেশনটি দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। একজন শিক্ষার্থীকে বেশ কয়েকটি সাজেশন অনুসরণ করতে হয়। তাহলে সে ভালো ফলাফল করতে পারে। কিন্তু আমাদের এই সাজেশনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে সকল কিছুই পাবেন। আপনারা পাচ্ছেন একের ভিতর সব।
সাজেশন তৈরি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সুনামধন্য শিক্ষকদের দ্বারা। যাদের এই শিক্ষা দানের রয়েছে বেশ কয়েক বছরের অভিজ্ঞতা। সাজেশন থেকে প্রায় ৮০ শতাংশ নম্বর কমন পড়ার সম্ভাবনা রয়েছে। যে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা একবার হলেও আমাদের সাজেশনটি দেখে নিবেন। হয়তোবা আপনার কোন না কোন উপকারে আসতে পারে।
অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশন | Introduction to History suggestion
ক বিভাগ
- সম্রাট আকবরের সভায় কাকে হেরোডোটাস বলে আখ্যা করেছিলেন?
- আসাবিয়ার শব্দের অর্থ কি?
- আল মুকাদ্দিমা শব্দের অর্থ কি?
- তারিখ ই ফিরোজশাহী কোন গ্রন্থের রচনাকারী ছিলেন?
- জিয়াউদ্দিন বারানি লিখিত গ্রন্থের নাম কি?
- সেন্ট অগাস্টিনের পুরো নাম লিখুন।
- রাজ তরঙ্গিনী গ্রন্থ কে লিখেছেন?
- ভারতের প্রথম ইতিহাস গ্রন্থের নাম লিখুন।
- কলহন কোন বংশের ঐতিহাসিক?
- হেরোডোটাস ইতিবৃত্তে কোন যুদ্ধের বিবরণ দিয়েছিলেন?
- পৃথিবীর ইতিহাস নিয়ে প্রথম গ্রন্থের নাম কি ছিল?
- সুদা বলতে কি বুঝেন?
- ইতিহাসের জনক বলা হয়ে থাকে কাকে?
- নিমিত্তবাদের ইংরেজি প্রতিশব্দ লিখুন।
- ইতিহাসের তথ্য বলতে কি বুঝেন?
- ইতিহাসের অলিখিত উপাদানগুলো বর্ণনা করুন।
- ইতিহাসের উৎস কত প্রকার এবং কি কি?
- Eolithic age এর মানে কি?
- ইতিহাসের কাল বিভাজনকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
- কোন দেশের সর্বপ্রথম ইতিহাসের উৎপত্তি হয়েছিল?
- বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
- ইতিহাসের বিষয়বস্তু লিখুন।
- ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। এ উক্তিটি কার ছিল।
- ইতিহাস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
- Historia শব্দের অর্থ কি?
- Historia কোন ভাষা থেকে এসেছে?
অনেকের মনে প্রশ্ন থাকতে পারে অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশনটিতে কি কি রয়েছে? আমাদের এই সাজেশন রয়েছে বিগত সালের সকল প্রশ্নগুলো এবং প্রত্যেক অধ্যায় থেকে কমন প্রশ্নগুলো। যে প্রশ্নগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আর একজন শিক্ষার্থী যাতে এ প্রশ্নগুলো কমন পেয়ে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন।
সাজেশন একজন শিক্ষার্থীর জীবনের সব সময় সহায়ক বই হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা একজন শিক্ষার্থী জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলে পাঠ্যবস্তু বই পড়তে হবে না এমনটা নয়। পাঠ্যপুস্তক বইয়ের পাশাপাশি তাদেরকে এই সাজেশন গুলো অনুসরণ করতে হবে। যাতে করে তারা ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারে। আর বইয়ের জ্ঞানের পাশাপাশি বাহ্যিক জ্ঞান অর্জন করতে পারে।
খ বিভাগ ইতিহাস পরিচিতি সাজেশন
- টয়েনবির প্রতিকূলতা এবং মোকাবেলা তত্ত্বটি ব্যাখ্যা করুন।
- আর্নল্ড জোসেফ টয়েনবির কে ছিলেন?
- কাল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করুন।
- মধ্যযুগের ঐতিহাসিক হিসাবে আবুল ফজলের মূল্যায়ন করুন।
- ইবনে খালদুনের ইতিহাস বর্ণনা করুন।
- মুকাদ্দিমার বিষয়বস্তু আলোচনা করুন।
- ইবনে খালদুনের আল মুকাদ্দিমা সম্পর্কে লিখুন।
- ইবনে খালদুনের উপর একটি টীকা লিখুন।
- জিয়াউদ্দিন বারানির ইতিহাস দর্শন লিখুন।
- জিয়াউদ্দিন বারানি তিনি কে ছিলেন?
- সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন আলোচনা করুন।
- মধ্যযুগ ঐতিহাসিক হিসাবে সেন্ট অগাস্টিনের পরিচয় দিন।
- হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয় কেন?
- প্রাচীন যুগের ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের পরিচয় দিন।
- ইতিহাসের কার্যকারণ বলতে কি বুঝায়?
- ইতিহাসের উৎস এবং তথ্যের মধ্যকার পার্থক্য লিখুন।
- ইতিহাসের উৎস এবং তথ্য বলতে কি বুঝেন?
- তথ্য কাকে বলা হয়?
- ইতিহাস এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক লিখুন।
- ইতিহাস বিজ্ঞান না কলা সংক্ষেপে আলোচনা করুন।
- রাজনৈতিক ইতিহাস বলতে কি বুঝেন?
- মধ্যযুগকে ধর্মীয় যুগ বলা হয় কেন?
- প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যুগের পার্থক্য আলোচনা করুন।
- ইতিহাসের কাল বিভাজনের গুরুত্ব আলোচনা করুন।
- ইতিহাসের পরিধি সংক্ষেপে উল্লেখ করুন।
- ইতিহাস তথ্য বলতে কি বুঝেন।
- ইতিহাসকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন?
- ইতিহাসের উৎপত্তি হয়েছিল কিভাবে?
- ইতিহাসের সংজ্ঞা প্রদান করুন।
গ বিভাগ ইতিহাস পরিচিতি সাজেশন
- সভ্যতার উদ্ভব এবং বিকাশ সম্পর্কে আর্নল্ড টয়েনবির মতামত বিশ্লেষণ করুন।
- কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্র আলোচনা করুন।
- আবুল ফজলের পরিচয় দিন।
- ঐতিহাসিক আবুল ফজলের ইতিহাস রচনা করুন।
- ইবনে খালদুনের ইতিহাস দর্শন আলোচনা করুন।
- আল মুকাদ্দিমা বিশ্লেষণ করুন।
- সেন্ট অগাস্টিনের ইতিহাস দর্শন সম্পর্কে আলোচনা করুন।
- প্রাচীন ভারতের ইতিহাস উৎস হিসেবে কলহনের রাজতরঙ্গিনীর মূল্যায়ন করুন।
- কলহনের রাজ তরঙ্গিনীর লিখিত উৎস এবং বিষয়বস্তু পর্যালোচনা করুন।
- হেরোডোটাস এর ইতিবৃত্তি গ্রন্থের বিষয়বস্তু আলোচনা করুন।
- নিমিত্ত বাদ বলতে কি বুঝেন এবং ইতিহাসের কার্যকরনে নিমিত্তবাদ ব্যাখ্যা আলোচনা করুন।
- ইতিহাসের কার্যক্রম বিশ্লেষণ করুন।
- ঐতিহাসিক এবং তার তথ্যের মধ্যকার সম্পর্ক আলোচনা করুন।
- ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের সম্পর্ক নিপূরণ করুন।
- ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞান এবং ভূগোলের সম্পর্ক বিশ্লেষণ করুন।
- ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক দেখান।
- ইতিহাস বলতে কি বুঝেন এবং ইতিহাসের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন।
- ইতিহাসের সংজ্ঞা দিন এবং ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন।
অনার্স ১ম বর্ষ ইতিহাস পরিচিতি সাজেশনসহ কোন ধরনের বইয়ের সাজেশন এবং পিডিএফ পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। আমাদের ওয়েবসাইট বুক মার্কা করতে রেখে দিতে পারেন।
অনার্স ১ম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি সাজেশন ২০২৩ | Basic Micro Economics suggestion