ইন্ডিয়া পড়াশোনা খরচ কত? Indian Student Visa Online application 2023

অনেকে মনে করে ইন্ডিয়া পড়াশোনা খরচ অনেক বেশি হয়ে থাকে এবং ইন্ডিয়া স্টুডেন্ট ভিসা পেতে বেশ জটিল। প্রকৃতপক্ষে তেমনটা হয় না। আমাদের আজকের আর্টিকেলটি যদি মনোযোগ দিয়ে পড়ুন তাহলে আপনি নিজে নিজেই ইন্ডিয়ান স্কলারশিপ পেয়ে যাবেন। আসুন এ পদ্ধতি গুলো দেখে নেই‌।

দেশের চারদিকের তিন দিকে অবস্থান করছে ভারত। ভারত আয়তনের তুলনায় এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ থেকে প্রতিবছর কয়েক লক্ষ মানুষ ভ্রমণ করে থাকে ভারতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ভ্রমণ করে থাকে চিকিৎসা এবং ভ্রমণের জন্য। তারপর মানুষ বেশি ভ্রমণ করে থাকে শিক্ষার জন্য। ভারতে এমন অনেক কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাপনা রয়েছে।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করার জন্য আসেন। ঠিক তেমনভাবে আমাদের দেশ থেকে প্রতি বছর মানুষ ইন্ডিয়াতে যায় পড়াশোনা করার জন্য। এইজন্য অনেকেই জানতে ইচ্ছে পোষণ করে ইন্ডিয়া পড়াশোনা খরচ কেমন বা কত টাকা লাগে। তাদের এ বিষয় নিয়েই উপস্থাপন করব।

ইন্ডিয়া স্টুডেন্ট ভিসা পাওয়ার উপায় | Indian Student Visa for BD

ইউরোপীয় কান্ট্রি এবং অন্যান্য দেশের মতো স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে তেমন জটিলতা নেই। আমাদের দেশ থেকে খুব সহজে এই ভিসা গুলো পাওয়া যায়। স্টুডেন্ট ভিসা পেতে হলে প্রথমে আপনাকে ওই দেশ থেকে স্টুডেন্ট পারমিট পেতে হবে। তবে খুব সহজেই এ ভিসা পাওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা প্রয়োজন তা পাওয়া যায়। ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এই লিংকে প্রবেশ করে আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে সকল ডকুমেন্ট এর প্রয়োজন হবে তা নিচে দেওয়া হল:

  • ভিসা আবেদন ফরম
  • ছবি
  • পাসপোর্ট
  • শিক্ষাগত সার্টিফিকেট
  • মেডিকেল সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স
  • ব্যাংক স্টেটমেন্ট
  • পারমিট

এছাড়াও আপনার প্রয়োজনে আরও বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। আপনারা এই আর্টিকেলে জানতে চান‌ ইন্ডিয়া পড়াশোনা খরচ সম্পর্কে। আবেদনের পূর্বে অবশ্যই এ সকল ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখবেন।

Also Read: USA Student Visa আবেদনের নিয়ম ২০২৩

ইন্ডিয়া পড়াশোনা খরচ কত

এখন আমরা চলে আসি মূল প্রসঙ্গে। ইন্ডিয়াতে একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার পরেই পড়াশোনার জন্য যেতে পারে। উচ্চ মাধ্যমিক অথবা অনার্স পড়াশোনা করার জন্য যেটার জন্যই যান না কেন এভারেজ ৩ লক্ষ টাকা থেকে শুরু করে ৭ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। কলেজ এবং ডিপার্টমেন্ট অনুসারে এই খরচের পরিমাণ ভিন্ন। তবে সবচেয়ে বেশি খরচ হয়ে থাকে মেডিকেলে পড়াশোনা করার জন্য। এক্ষেত্রে ফুল ফ্রি অথবা হাফ ফ্রি স্কলারশিপ খোঁজা উচিত শিক্ষার্থীদের। আর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে থাকা খাওয়া খরচ কম হয়ে থাকে ইন্ডিয়াতে। এভারেজ প্রতি মাসে থাকা খাওয়া বাবদ সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। যদি আপনি কলকাতা অথবা পশ্চিমবঙ্গে থাকেন তাহলে এই খরচের পরিমাণ আরো কম হয়ে যাবে।

ইন্ডিয়াতে পার্টটাইম জবের সুযোগ

আপনি যদি ভারতে পড়াশোনা করতে চান তাহলে ইন্ডিয়া পড়াশোনা খরচ কমাতে আপনি পার্ট টাইম চাকরি করতে পারবেন। এখানে নির্দিষ্ট সময়সীমা দেওয়া নেই। আপনি চাইলে আপনার একাডেমিক সময়ের বাইরে যে কোন সময় এখানে কাজ করতে পারবেন। এজন্য ইন্ডিয়াতেই মানুষ বেশিভাগ পড়াশোনা করতে যায়। আর আমাদের দেশের শিক্ষার্থীরা ভারতে শিক্ষার জন্য বেশি ভ্রমণ করে থাকেন। এমন অনেকে দেখা গেছে সেখানে তারা পার্মানেন্ট হয়ে গেছেন। আর ইন্ডিয়াতে পড়াশোনা করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রায় এখান থেকে বাংলাদেশের যাতায়াত করা সহজ। যাতায়াত খরচ একদম ন্যূনতম হয়ে থাকে এই দুই দেশের মধ্যে।

এখন আপনাদের সামনে কিছু ইন্ডিয়ার সেরা কলেজগুলো তুলে ধরব যেগুলোতে আপনারা পড়াশোনার মান ভালো পাবেন। সকল কলেজগুলোতে আপনারা অনায়াসে এডমিশন পেয়ে যাবেন এবং ফুল ফ্রী স্কলারশিপও পেয়ে যেতে পারেন। এমন কিছু কলেজের তালিকা নিচে দেওয়া হল। অবশ্যই আপনারা আবেদনের পূর্বে ইন্ডিয়া পড়াশোনা খরচ সম্পর্কে জেনে নিবেন। কেননা অনেক পরিবারের পক্ষে সম্পূর্ণ পড়াশোনার খরচ বহন করা সম্ভব হয় না। আর সব সময় আপনাকে পার্টটাইম কাজ করার মন-মানসিকতা থাকতে হবে তাহলে জীবনের সফলতা পাবেন এবং আর্থিক সচ্ছলতা ফিরে আসবে।

Indian Scholarship College List

  • Amelia Earhart Fellowship For Women 2023
  • Sanskriti – Prabha Dutt Fellowship 2023
  • Abel Visiting Scholar Program 2023
  • Central Sector Scholarship Scheme
  • Babulal Nagarmal Satnalika Foundation Scholarship
  • Abdul Kalam Technology Innovation National Fellowship
  • SFI Industry RD&I Fellowship Programme
  • Doctoral Fellowship In India For ASEAN

আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা ইন্ডিয়া পড়াশোনা খরচ & Indian Student Visa for BD সম্পর্কে জানব। আরো অন্যান্য দেশের স্কলারশিপ যেমন চায়না স্কলারশিপ পাওয়ার নিয়ম, কানাডা স্কলারশিপ পাওয়ার নিয়ম ইত্যাদি বিষয়গুলো জানতে আমাদের সঙ্গে থাকুন।

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button