এখন প্রায় প্রতিটি স্মার্টফোনে imo অ্যাপ রয়েছে। কিন্তু অনেকেই জানেন না কিভাবে ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম সম্পর্কে। বিশেষ করে যারা নতুন স্মার্টফোন ব্যবহারকারী তাদের জন্য আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে ইমো ভিডিও কল এবং কিভাবে ইমো ভিডিও কল রেকর্ড করা যায় এ বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
সারা বিশ্বের জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপ এর তালিকায় রয়েছে imo। যারা মোবাইল ব্যবহার করে কিংবা মোবাইল সম্পর্কে ন্যূনতম ধারণা রয়েছে তারাও এই অ্যাপটি সম্পর্কে জানে। কারণ অনেকেই দুর দুরান্তে তার প্রিয়জনদের সাথে কথা বলার জন্য এই অ্যাপ ব্যবহার করে থাকে। এই অ্যাপটি সর্বপ্রথম প্রকাশিত হয় ২০০৭ সালে। বর্তমানে পর্যন্ত এক বিলিয়নের বেশি বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপ।
যত প্রকার সোশ্যাল অ্যাপ রয়েছে তার মধ্যে এটির অবস্থা শীর্ষ তালিকায়। কারণ এটি ব্যবহার করতে কোন অর্থ লাগে না এবং অল্প ইন্টারনেট খরচে ব্যবহার করা সম্ভব হয়। একাউন্ট খুলতেও একদম সহজ। নিচে থেকে কিভাবে ইমো একাউন্ট খুলতে হয় এবং ব্যবহার করার নিয়ম সম্পর্কে জেনে নেই।
ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম ২০২৩
ইমো একাউন্ট খোলার নিয়ম
ভিডিও অডিও কল এবং লাইভ চ্যাট করার জন্য প্রথমে একটি ইমো একাউন্ট খুলে নিতে হবে। কিভাবে ইমু একাউন্ট খোলা হয় তার নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো।
- প্রথমে একটি ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন হাতে নিন।
এরপর প্লে স্টোরে প্রবেশ করে ” Imo ” লিখে সার্চ করুন। এরপর কয়েকটি imo অ্যাপ দেখতে পারবেন। ইমু অথবা ইমু বেটা যেকোনো একটি ডাউনলোড করে নিতে পারেন। - অ্যাপ ডাউনলোড করার পর তা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার চাইবে।
- আপনার মোবাইল নম্বর এবং নাম দিয়ে সাবমিট করতে হবে। এরপর মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটি যথাস্থানে বসালেই ইমো একাউন্ট তৈরি হয়ে যাবে।
imo ব্যবহারের নিয়ম কানুন
যারা ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম জানতে চাচ্ছেন তাদের জন্য এখন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হচ্ছে। আপনি কার সাথে চ্যাট করবেন বা কল দিবেন প্রথমে তার মোবাইল নম্বরটি আপনার ফোনে কন্টাক সেভ করতে হবে। এরপরে ইমুতে প্রবেশ করলে ঐই নাম্বার লিখে সার্চ করলে তার অ্যাকাউন্ট চলে আসবে।
এরপর তার প্রোফাইলে প্রবেশ করতে হবে। সেখানে মেসেজ করার জন্য একটি টেক্সট বক্স পাওয়া যায়। উক্ত টেক্সট বক্সে আপনার কথাগুলো লিখুন এবং ডান পাশে সাবমিট চিহ্নতে ক্লিক করে পাঠিয়ে দিন। এছাড়াও এখানেই ছবি, ফাইল, ইত্যাদি সেন্ড করার অপশন রয়েছে।
অডিও কিংবা ভিডিও কল করার জন্য উপরের দিকে কল এবং ভিডিও চিহ্ন দেখতে পারবেন। কল চিহ্নতে ক্লিক করলে ব্যবহারকারীর কাছে অডিও কল চলে যাবে। ভিডিও চিহ্নতে ক্লিক করলে ব্যবহারকারীর কাছে ভিডিও কল চলে যাবে। এগুলোই হচ্ছে ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম।
ইমো কল রেকর্ড কিভাবে করতে হয়?
বিভিন্ন কারণে বিভিন্ন সময় ইমো কল রেকর্ড করার প্রয়োজন হয়। এই পদ্ধতি অনেকেই খুঁজে থাকে। কিন্তু সঠিক তথ্য অনেকেই দিতে পারে না। ইমো অ্যাপ অফিসিয়ালভাবে ভিডিও এবং অডিও কল রেকর্ড করার কোন সুযোগ দিচ্ছে না। থার্ড পার্টি অ্যাপ এর মাধ্যমে এই রেকর্ড করতে হয়।
এজন্য ব্যবহার করতে হয় মোবাইল স্ক্রিন রেকর্ডার। প্লে স্টোরে অনেক ধরনের স্ক্রিন রেকর্ডার রয়েছে। আবার অনেক স্মার্টফোনে ডিফল্ট হিসেবেও থাকে। ইমোতে কল করার পূর্বে এই স্ক্রিন রেকর্ডার চালু করে রাখলে সকল ভিডিও অডিও রেকর্ড করা যাবে। মূলত এই ভাবেই ইমো কল রেকর্ড করা হয়।
এরকম দুর্দান্ত সকল টিপস এবং ট্রিক্স পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। নিয়মিত বিভিন্ন বাজার দর, ইলেকট্রনিক্স পণ্য স্পেসিফিকেশন, শিক্ষামূলক সকল তথ্য আপডেট করা হয়। নিত্য দিনের খবরা-খবর রাখতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
ইমো বিষয়ক অনেক প্রশ্নোত্তর থাকে। ইমো বিষয়ক যে প্রশ্ন রয়েছে আপনাদের। উত্তর দেওয়ার চেষ্টা করা হচ্ছে নিচে।
ইমো কোন অ্যাপটি ভালো?
দুটি অফিসিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। তবে ব্যবহারকারীরা ইমো বেটা অ্যাপ ব্যবহার করে বেশি সুবিধা পেয়েছে।
ইমো ভিডিও কল রেকর্ড করা যায়?
স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ইমু ভিডিও কল রেকর্ড করা যায়।
ইমো ফ্রি ব্যবহার করব কিভাবে?
অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। কিন্তু বিনা ইন্টারনেটে ব্যবহার করা সম্ভব নয়।
ইমো ভিডিও কল এবং চ্যাট করার নিয়ম ২০২৩ কি?
উপরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।