এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২ | HSC Biology 2nd paper Suggestion 2022

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২। আর পিডিএফ ও ডাউনলোড লিংক নিয়ে আজকের আর্টিকেল ।

কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা ২০২২। সারাবছর বই এবং নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী পড়া হয়েছে। কিন্তু এখন সবগুলো একসাথে পড়া অসম্ভব। এইচএসসি পরীক্ষার আগে সবগুলো পড়ে শেষ করা সম্ভপর নয়। তাই এইচএসসি ২০২২ এর সাজেশন প্রয়োন। আর যদি সে পরীক্ষা হয় জীব বিজ্ঞান ২য় পত্র তাহলে কথা নেই। আবশ্যই এইচএসসি জীববিজ্ঞান ২শ পত্রের সাজেশন লাগবে। আমরা আপনাদের কথা বিবেচনা করেই এই নিবন্ধনে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র নিয়ে আলোচনা করব।

HSC Biology 2nd Paper Suggestion

পরীক্ষার শতভাগ কমন পড়ার নিশ্চিয়তা কেউ দিতে পারবে না। তবে আমরা দিবে পারব। তার কারণ আমরা এইচএসসি জীববিজ্ঞান ১ম ও ২য় পত্র সাজেশন ভিন্ন প্রক্রিয়ায় সাজিয়েছি। শুধু তাই নয়, এইচএসসির ২০২২ এর অন্যবিষয়গুলো ব্যতিক্রম ক্যাটাগরিতে প্রণয়ন করেছি। আর এইচএসসির ২০২২ সাজেচন তৈরিত দেশ সেরা অভিজ্ঞ শিক্ষক ও কোচিং সেন্টারের সহয়তা নিয়েছি।

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র সাজেশন ২০২২

HSC Suggestions 2022

তাই সুপ্রিয় Hsc 2022 পরীক্ষার্থী বন্ধুরা! আপনার নিশ্চিত থাকতে পারেন। আমাদের জীব বিজ্ঞান ২য় পত্র সাজেশন শতভাগ কমন পড়বে। আমরা এইচএসসি সাজেশন ২০২২ পিডিএফ ও ডাউনলোড লিংক নিচে দিব।

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২ ও ডাউনলোড

পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে একটি না একটি সাজেশন ফলো করতে হয়। কিন্তু বাজারে হাজারো সাজেশন। এইচএসসি পরীক্ষার্থীরা হয়ত পড়েছেন বিপাকে কোনটি পড়ব আর কোনটি পড়ব না। আপনারা আমাদের সাজেশন ফলো করুন। আশা করি একশ ভাগ কমন পড়বে। আমরা নিচে এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের উপর কিছু সৃজনশীল প্রশ্নের সাজেশন দিব। আশাকরি এইচএসসি পরীক্ষায় কমন পড়বে।

সৃজনশীল প্রশ্ন ১ :
মারুফা খেলতে মাঠে গেল। যাওয়ার সময় ঘাসের উপর একটি পতঙ্গকে লাফ দিতে লক্ষ করল। বাবার কাছে ফিরে এসে, এ পতঙ্গ সম্পর্কে জানতে চাইল। তার বাবা বললেন, “এর রেচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। রেচনের বর্জ্য পদার্থ পরিপাকের বর্জ্যরে সাথে নিষ্কাশিত হয়। আমাদের ক্ষেত্রে রক্ত O2 পরিবহন করলেও শ্বসনে এ প্রাণীটির রক্ত তেমন কোনো ভূমিকা রাখে না। এর রয়েছে বিশেষ ধরনের শ্বসনতন্ত্র যেখানে O2 পরিবহনের প্রয়োজনই পড়ে না।”

ক. ওমাটিডিয়াম বলতে কি বুঝ?
খ. ট্রাকিয়ালতন্ত্র কী ? ব্যাখ্যা কর?
গ. রেচন সম্পর্কে মারুফার বাবার উক্তিটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২:

“মানব হৃৎপিণ্ড” একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ। যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে থাকে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
ক. অ্যানজাইনা কাকে বলে?
খ. সারফেকটেন্ট কেন ক্ষরণ হয়? ব্যাখ্যা কর
গ. উদ্দীপকে উল্লিখিত চক্রটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত শেষ লাইনটির যথার্থতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৩ :

এক বিশেষ প্রকারের খাদ্য কতিপয় এনজাইম দ্বারা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। অগ্নব্যাশয় থেকে নিঃসৃত দুটি বিপরীতধর্মী হরমোন দেহে এর মাত্রা নিয়ন্ত্রণ করে।

ক. স্থূলতা কাকে বলে?
খ. জৈব রসায়নাগার বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর
গ. উদ্দীপকে উল্লিখিত পরিপাক প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ. রক্তে উপাদানটির মাত্রা নিয়ন্ত্রণে হরমোন দুটির ভূমিকা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৪ : মৌন প্রজননকারী বহুকোষী প্রাণীর জাইগোট বিভাজিত হয়ে সবুলা ও ব্লাস্টুলা দশা অতিক্রম করে পরবর্তিতে দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীতে পরিণত হয়।

ক. ডায়াপোজ বলতে কি বুঝ?
খ. রুই মাছের রক্ত সংবহণ একচক্রী বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লেখিত দ্বিস্তরী প্রাণীর শিকার ধরার জন্য ব্যবহৃত কোষটির চিহ্নিত চিত্র দাও।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দ্বিস্তরী প্রাণী বিভিন্ন কৌশলে চলতে পারে। কথাটি ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৫ :
এক ধরনের পতঙ্গ পঙ্গপাল নামে পরিচিত। তারা সবুজ শস্যক্ষেত্রে বিচরণ করে।

ক. এলিট্রা কাকে বলে?
খ. পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং এর মধ্যে পার্থক্য লেখ ।
গ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি যে পর্বের তার সনান্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রাণীটি দর্শণ অঙ্গের কার্যপদ্ধতির ভিন্নতা বিশ্লেষণ করো।

আরো সৃজনশীল প্রশ্ন পেতে ক্লিক করুন

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হল। এগুলো ফলো করতে এইচএসসি পরীক্ষা ২০২২ সহজ হয়ে যাবে। এ সাজেশন অনুপাতে পড়তে অন্যান্য প্রশ্নগুলোও সহজ হয়ে যাবে।

নিচে সাজেশন ডাউনলোড ও পিডিএফ সাহ উল্লেখ করা হল।

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র অধ্যাভিত্তিক সাজেশন ২২.

এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন
এইচএসসি জীববিজ্ঞান সাজেশন ২০২২
এইচএসসি সাজেশন ২০২২

এইচএসসি সাজেশন ২০২২
এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২

এইচএসসি জীববিজ্ঞান সাজেশন।

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা! আপনারা জানেন Hsc Exam খুব ইম্পর্ট্যান্ট একটি পরীক্ষা। এ পরীক্ষা জীবমের সকল পরীক্ষার চেয়ে বেশি গুরুত্ব বহন করে। একজন ছাত্র ভবিষ্যতে কি হবে, তা নির্ধারণ করে দেয় Hsc Exam. তাই আমরা আপনাদের ভালে ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে পরিশ্রম করে যাচ্ছি। আর এক অভিনব সাজেশন প্রণয়ন করেছি, যাতে আপনাদের কঠিন এইচএসসি পরীক্ষা সহজ হয়। তাই উপরের এইসএসসি জীববিজ্ঞান ২য় পত্র সাজেশন ২০২২ ফলো করুন। আশাকরি আপনারা ভালো ফলাফল করতে পারবেন।

HSC Biology 2nd paper Suggestion Download

এইচএসসি সাজেশন নিয়ে বরাবর আমরা আলোচনা করি। আর আমাদের সাজেশন অনুযায়ী এইচএসসি ও এসএসসি পরীক্ষায় শতভাগ কমন পড়ে। তাই আমরা নিচে এইচএসসি বায়োলজি ২য় পত্রের সাজেশন পিডিএফ ও ডাউনলোড লিংক দিয়েছি। ডাউনলোড করতে ক্লিক করুন

সাজেশনের বাকি অংশ পেতে ক্লিক করুন

Leave a Comment