রসায়ন বিজ্ঞান ফাইনাল সাজেশন এইচএসসি পরীক্ষা ২০২২ | HSC Chemistry 1st 2nd Paper Suggestion 2022

এইচএসসি পরীক্ষা ২০২২ রসায়ন বিজ্ঞান ফাইনাল সাজেশন: প্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই জানো এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হচ্ছে তাই তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এই সংক্ষিপ্ত সিলেবাসে পড়াগুলো অতি সহজেই রিভিশন দিতে পারছো।এবারই সুবর্ণ সুযোগ তোমাদের A+তোলার এবং অনেক ভালো রেজাল্ট করার।

এইচএসসি পরীক্ষা ২০২২ রসায়ন বিজ্ঞান ফাইনাল সাজেশন

রসায়ন বিজ্ঞান প্রথম পত্র:

  • তোমাদের মোট মার্ক থাকবে ৩০+১৫=৪৫।
  • পাশ মার্ক ১০+৫= ১৫ ।
  • সৃজনশীল ৩ টা প্রশ্ন উত্তর করতে হবে ।
  • রসায়ন বিজ্ঞান প্রথম পত্র: গুরুত্বপূর্ণ অধ্যায় গুলো হচ্ছে: দ্বিতীয় অধ্যায়: গুনগত রসায়ন।
  • তৃতীয় অধ্যায়: মোলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন।
  • চতুর্থ অধ্যায়: রাসায়নিক পরিবর্তন।
  • কর্মমুখী রসায়ন।এই অধ্যায় গুলো অত্যন্ত গুরুত্বের সহিত পড়লে ইনশাআল্লাহ ১০০% তোমরা সৃজনশীল তিনটি উঃ করতে পারবে‌‌ ।
  • Only for second chapter গুনগত রসায়ন: দ্রব্যতা ও দ্রব্যতরে গুনফল নির্ণয় করতে হবে।
  • দুই পাত্রের দ্রবন মিশ্রিত করলে অধঃক্ষেপ পড়বে কিনা।
  • দ্রাব্যতাকে g/l এককে নির্ণয় করতে হবে।
  • দ্রাব্যতা নির্ণয় ।
  • দ্রাব্যতার গুনফল নির্ণয় । এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমরা মনোযোগ দিয়ে পড়লে ইনশাআল্লাহ পরীক্ষায় আসবে।
  • দ্রাব্যতা কাকে বলে।
  • তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে কেন।

এইচএসসি পরীক্ষা ২০২২ , রসায়ন দ্বিতীয় পত্র:

প্রথম অধ্যায়: পরিবেশ রসায়ন।

দ্বিতীয় :জৈব রসায়ন।

তৃতীয়: রাসায়নিক পরিবর্তন।

চতুর্থ: তড়িৎ রসায়ন।

প্রিয় পরীক্ষার্থী তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তিনটি সৃজনশীল প্রশ্ন ইনশাআল্লাহ ১০০ % আসবে তোমরা মনোযোগ দিয়ে পাঠঠি রিভিশন দিবেন।

২/৩ অধ্যায় থেকে সৃজনশীল তিনটি অবশ্যই পাবে এবং এমসিকিউ ও ২/৩ অধ্যায় থেকে আসবে ইনশাআল্লাহ।

প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা রসায়ন দ্বিতীয় পত্রের ২/৩ নম্বর অধ্যায় কেবল পড়বে তাই নয় তোমরা জৈব রসায়ন ও পড়বে জৈব রসায়ন একটু কঠিন স্পাটার হলেও এটি খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করে পড়লে অবশ্যই পারবে ভালো করে নৈব্যক্তিক গুলো পড়বে।এই ছিল তোমাদের রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমাদের একটু ধারনা দিতে এই পোস্ট টি শেয়ার করলাম ।

Leave a Comment