অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩ | History of United state suggestion

সাজেশন ক্যাটাগরির আজকের আলোচনার বিষয় হচ্ছে অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩ ( History of United state suggestion 2023 )। যুক্তরাষ্ট্রের ইতিহাস এর বিষয় কোড হচ্ছে ২৩১৫০৭। যে সকল শিক্ষার্থীদের এই সাজেশন এর প্রয়োজন রয়েছে তারা আর্টিকেলটি পড়ে নিন।

ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সাজেশন আপলোড করা হয়েছে। ‌যারা এ সাজেশনগুলো দেখতে ইচ্ছুক তারা নিচের অংশের লিংক গুলো দেখুন। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি এবং প্রশ্ন ব্যাংক সহ বিভিন্ন প্রয়োজনীয় বই গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। ‌আর এই পিডিএফ ফাইলগুলো আপনারা পাচ্ছেন একদম বিনামূল্যে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দেখতে এখানে প্রবেশ করুন।

যে সকল শিক্ষার্থী অনার্স ৩য় বর্ষে পড়াশোনা করে তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সাজেশন বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উক্ত বিষয়ের প্রফেসর দ্বারা তৈরি করা হয়েছে। ‌ যদি আপনি আপনার অনার্স ৩য় বর্ষ পরীক্ষায় ভালো ফলাফল করতে ইচ্ছুক হন তাহলে একবার হলেও এই সাজেশনটি পড়ে নিতে পারেন।

অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩ | History of United state suggestion 2023

ক বিভাগ

  • আমেরিকার যুদ্ধ কৌশল কে নির্মাণ করেন?
  • মেক্সিকো এবং আমেরিকার যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে পরিসমাপ্তি ঘটেছিল?
  • আমেরিকান মেক্সিকো যুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
  • অ্যান্ড্রু জ্যাকসন কে ছিলেন?
  • আমেরিকার কোন শহর কসাইখানা নামে পরিচিত ছিল?
  • আমেরিকা কবে হতে পশ্চিমমুখী অভিযান শুরু করেন?
  • মনরো মতবাদ কখন ঘোষণা করা হয়?
  • টমাস জেফারসন কে ছিলেন?
  • আমেরিকা কোন দেশ থেকে লুইজিনিয়া অঙ্গরাজ্য ক্রয় করেন?
  • জেফারসনিয় গণতন্ত্র এর প্রবক্তা কে ছিলেন?
  • হুইস্কি বিদ্রোহ কখন সংঘটিত হয়?
  • যুক্তরাষ্ট্রের প্রথম রাজস্ব সচিব কে ছিলেন?
  • আলেকজান্ডার হ্যামিল্টন কে ছিলেন তিনি?
  • বিল অফ রাইটস বলতে কি বুঝেন?
  • আমেরিকার প্রথম বিচারপতি কে ছিলেন?
  • যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণীত হয় কোন সালে?
  • কোথায় কনফেডারেশন বিধানসভা অনুমোদন করা হয়েছিল?
  • যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
  • আমেরিকা নাম করন করা হয় কোন নাম অনুসারে?
  • স্যামুয়েল অ‍্যাডম কে ছিলেন?
  • ব্রিটেন কত সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়?
  • আমেরিকা বৃটেন এর কয়টি উপনিবেশ ছিল?
  • আমেরিকা স্বাধীনতা যুদ্ধে প্রধান সেনাপতি কে ছিলেন?
  • উপনিবেশ গুলো কত সালে স্বাধীনতা ঘোষণা করেন?
  • বোস্টন টি পার্টি কেন বিখ্যাত ছিল?
  • স্ট্যাম্প এক্ট কি?
  • কে প্রথম আমেরিকা আবিষ্কার করেন?

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩

  • Midnight judges কি?
  • কিচেন কেবিনেট বলতে কি বুঝ?
  • মতবাদ বলতে কি বোঝেন?
  • ক্যান্সার নেবরাস্কা বিল সংক্ষিপ্ত বিবরণ দিন।
  • জ্যাকসনীয় গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করুন।
  • আমেরিকার ইতিহাস এ লুইজিনিয়া এর গুরুত্ব লিখুন।
  • ১৯৮২ সালের ইঙ্গ মার্কিন যুদ্ধের গুরুত্ব কি ছিল?
  • ১৯৮২ সালের ইঙ্গ মার্কের যুদ্ধে দ্বিতীয় যুদ্ধ স্বাধীনতা বলা কতটা যুক্তি ?
  • মার্কিন সংবিধানের বৈশিষ্ট্য গুলো লিখুন।
  • অর্থনৈতিক ক্ষেত্রে আলেকজান্ডার হ্যামিলটন কোন কোন সংস্করণ করেছিলেন?
  • ওয়াশিংটনের পরিচয় দিন।
  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে অর্থনৈতিক কারণ কি ছিল?
  • কনফেডারেশন যুগ বলতে কি বুঝেন?
  • প্যারিস শান্তি চুক্তি এর শর্তগুলো লিখুন।
  • বোস্টন হত্যাকান্ড কি?

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩

  • ১৮৪৮ সালের সংঘটিত মেক্সিকান এবং আমেরিকান যুদ্ধের ফলাফল বর্ণনা করুন। ‌
  • যুক্তরাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট এন্ড্র জ্যাকসন এর অবদান মূল্যায়ন করুন।
  • ১৮০০ হতে ১৮৬০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করুন।
  • পশ্চিমমুখী অভিযানের প্রধান কারণগুলো ব্যাখ্যা করুন।
  • মতবাদ বলতে কি বুঝেন? আমেরিকান ইতিহাসের গুরুত্ব লিখুন।
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টমাস জেফারসন এর অবদান মূল্যায়ন করুন।
  • জর্জ ওয়াশিংটন পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করুন।
  • আমেরিকান সংবিধান রচনার ইতিহাস আলোচনা করুন।
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধের অর্থনৈতিক কারণগুলো আলোচনা করুন। (অনার্স ৩য় বর্ষ যুক্তরাষ্ট্রের ইতিহাস সাজেশন ২০২৩ 95%)
  • আমেরিকা যুদ্ধের প্রধান কারণ সমূহ ব্যাখ্যা করুন।

Read more

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button