অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ & History of south Asia suggestion আজকের আর্টিকেলের আলোচনার মূল বিষয়। এই বইটি সহায়ক হিসাবে যেকোন শিক্ষার্থী পড়ে নিতে পারেন। আর এই সাজেশনটি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে পড়ার সুযোগ।
অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়। এ বিষয়ে অনেক শিক্ষার্থীর কাছে তুলনামূলকভাবে কঠিন মনে হয়ে থাকে। যাদের এই ধারণাটি রয়েছে তারা আমাদের সাজেশনটি পড়ে আপনার পরীক্ষার প্রিপারেশনকে আরো সহজ করে নিন। আমাদের বিভিন্ন অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বিগত সালের পরীক্ষার প্রশ্ন থেকে করা হয়েছে। শর্ট সিলেবাস আকারে পড়তে পারবেন।
যাদের বিভিন্ন কারণে সম্পূর্ণ বই পড়া শেষ করতে পারেনি তারা অবশ্যই একবার হলেও আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন। আমাদের এই সিলেবাস থেকে প্রতিবছর ভালো পরিমান মার্ক পরীক্ষায় কমন পড়ে থাকে। দেরি না করে এখনই আমাদের এই পরামর্শ বই অথবা সর সিলেবাসটি পড়ে নিতে পারেন।
অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ | History of south Asia suggestion
ক বিভাগ
- ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত করা হয়েছিল?
- দস্তক কি?
- ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে?
- সিরাজউদ্দৌলা কে ছিলেন?
- কলকাতা নগর কে প্রতিষ্ঠা করেন?
- মীর কাসিম কে ছিলেন?
- নবাব মীর কাসিম কোন রাজধানীতে স্থানান্তর হন?
- সিরাজউদ্দৌলার নানার নাম কি ছিল?
- কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটে?
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে?
- বক্রার যুদ্ধে বাংলার নবাব কে ছিলেন?
- ব্রিটিশ ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
- টিপু সুলতান কখন মারা যান?
- চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তন করা হয়?
- কে প্রথম রাজস্ব বোর্ড এবং জেলা প্রশাসন গঠন করেন?
- ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
- সিপাহী বিদ্রোহ এর সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
- ঝাঁসির রাণীর নাম কি ছিল?
- কোথায় এবং কবে সিপাহী বিদ্রোহ সূচনা ঘটে?
- ১৯৮৫ সালে বিদ্রোহের পর ভারতের ভাইসরয় কে ছিল?
- এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
- কত সালে রেগুলেটিং এস্ট আইন পাস করা হয়?
- ভারতের প্রথম রেললাইন স্থাপন করেন কে?
- ম্যাকনের মিনিট কি ছিল?
- পাশ্চাত্য শিক্ষা কে প্রবর্তন করেন?
- সতীদাহ প্রথা কে বাতিল করেন?
- সতীদাহ প্রথা কে নিবারণ করেন?
খ বিভাগ অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩
- বক্রারের যুদ্ধের কারণ উল্লেখ করুন।
- বক্রারের যুদ্ধের ফলাফল আলোচনা করুন।
- অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষেপে লিখুন
- লর্ড ক্লাইভ সম্পর্কে লিখুন।
- পাচশালা বন্দোবস্ত কি?
- এলালাবাদ চুক্তি কি?
- সূর্যাস্ত আইন বলতে কি বুঝেন?
- সূর্যাস্ত আইনের ধারাগুলো উল্লেখ করুন।
- এনফিল্ড রাইফেল কি?
- ছিয়াত্তরের মন্বন্তর সম্পর্কে লিখুন।
- ১৯৮৭ সালে মহাবিদ্রোহের ধর্মীয় কাপন বর্ণনা করুন।
- রেগুলেটিং অ্যাক্টেপ এর প্রধান ধারা সংক্ষেপে লিখুন।
- টিপু সুলতানের পরিচয় দিন।
গ বিভাগ অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩
- দ্বৈত শাসন কি এবং দ্বৈত শাসনের প্রকৃতি আলোচনা করুন।
- পলাশীর যুদ্ধের ফলাফল এবং কারণ আলোচনা করুন।
- দ্বৈত শাসন বলতে কি বুঝেন।
- ১৭৬৫ থেকে ১৭৯৩ সাল পর্যন্ত দক্ষিণ এশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমিকা বিশ্লেষণ করুন।
- চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কি এবং এর দোষ গুণ আলোচনা করুন।
- উইলিয়াম ব্যষ্টিক এর শিক্ষা বিষয়ক এবং সামাজিক সংস্করণ সমালোচনা করুন।
- উইলিয়াম ব্যষ্টিক এর সামাজিক সংস্করণ সমূহ ব্যাখ্যা করুন।
- তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করুন।
- ১৭৭৩ সালের রেগুলেটিং একটের ধারণা সম্ভাবনা করুন।
- পিটস ইন্ডিয়া অ্যাক্টের আলোচনা করুন।
- সনদ আইন বলতে কি বুঝেন?
- ১৮৩৩ সালের সনদ আইনের প্রধান ধারাগুলো বর্ণনা করুন।
- বাঙালি জাতীয়বাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা ব্যাখ্যা করুন।
অনার্স ৩য় বর্ষ দক্ষিণ এশিয়ার ইতিহাস সাজেশন ২০২৩ সাজেশন আরও অন্যান্য বর্ষ এবং বিষয়ের সাজেশন পেতে নিচের লিংকগুলো দেখুন। এছাড়াও আমাদের বিভিন্ন ভর্তি প্রিপারেশন সাজেশন এবং বিজ্ঞপ্তি গুলো নিয়মিত প্রকাশ করা হয়ে থাকে। সকল প্রকার সর্বশেষ শিক্ষামূলক আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।