অনার্স ৪র্থ বর্ষ প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩ | History of Resistance Movement and Subalterns

অনার্স ৪র্থ বর্ষ প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩ ( History of Resistance Movement and Subalterns ) হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। যারা এ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে আগামী পরীক্ষায় তাদের জন্য এই আর্টিকেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‌

বেশ কয়েকবার পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর অবশেষে ১৪ জুন ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে‌ অনার্স ফাইনাল পরীক্ষা ২০২৩। জলবায়ু পরিবর্তন ইস্যু ও দুর্যোগ ব্যবস্থাপনা এ বিষয়টির বিষয় কোড হচ্ছে ২৪২১০৩। যারা এ বিষয়ে ভালো ফলাফল করতে ইচ্ছুক তারা আমাদের এই সাজেশনটি দ্রুত করে নিন। আমাদের এই সাজেশন তৈরি করা হয়েছে দেশের সুনামধন্য অভিজ্ঞ প্রফেসরদের দ্বারা এবং বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো এখানে দেওয়া রয়েছে। ‌পরীক্ষায় শতভাগ কমন পেতে আমাদের সাজেশন ফলো করতে পারেন।

অনার্স ৪র্থ বর্ষ প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩ | History of Resistance Movement and Subalterns Suggestion

ক বিভাগ

  • চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে চালু করেন?
  • বাংলাদেশের প্রথম ইংরেজ রাজস্ব কর্মকর্তার নাম কি?
  • প্রথম প্রজাস্বত্ব আইন কখন পাস করা হয়?
  • কৃষক বিদ্রোহের লক্ষ্য কী ছিল?
  • আপনার কৃষক বিদ্রোহ এর প্রকৃতি কোন ধরনের ছিল?
  • পাবনা বিদ্রোহের নেতৃত্ব কে দেন?
  • তেভাগা আন্দোলন কারা গঠন করেন?
  • তেভাগা আন্দোলন বলতে কি বুঝায়?
  • রংপুরের কৃষক বিদ্রোহ এর প্রধান কারণ কি ছিল?
  • চাকমা বিদ্রোহের নেতৃত্ব দানকারী চাকমা রাজার নাম কি ছিল?
  • চাকমা বিদ্রোহ এর নেতা কে ছিলেন?
  • পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি কে প্রতিষ্ঠা করেন?
  • বলাকি শাহ তিনি কে ছিলেন?
  • ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন?
  • ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলতে কী বোঝায়?
  • ফকির সন্ন্যাসী বিদ্রোহ বলতে কি বুঝেন?
  • নিম্নবর্গ গবেষণায় পথিকৃত কাকে বলা হয়?
  • প্রতিরোধ আন্দোলন কি?
  • নাচোল এর কৃষক বিদ্রোহ কখন সংঘটিত হয়?
  • নীল কমিশন কত সালে গঠিত হয়?
  • নীল বিদ্রোহ কত সালে হয়েছিল?
  • নীল বিদ্রোহ কাকে বলা হয়?
  • সাঁওতালদের প্রধান পেশা কি ছিল?
  • বাংলার কোন অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল?
  • সিধু কে ছিলেন?
  • ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কাকে বলা হয়?
  • হাজী শরীয়তউল্লাহ এত বিখ্যাত কেন ছিলেন?
  • ফরায়েজি আন্দোলনের দুইজন নেতার নাম লিখুন।
  • বাংলার সশস্ত্র কৃষক বিদ্রোহ কোনটি?
  • ওহাবি আন্দোলন কাকে বলা হয়?

খ বিভাগ প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩

  • তেভাগা আন্দোলনের কারণসমূহ সংক্ষিপ্ত লিখুন।
  • ইলা মিত্রের পরিচয় দিন।
  • পাবনা বিদ্রোহ এর প্রকৃতি মূল্যায়ন করুন।
  • নীল কমিশন সম্পর্কে একটি টীকা লিখুন।
  • সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য কি ছিল ব্যাখ্যা করুন। ‌
  • পাগলি পদি বিদ্রোহ কি?
  • চাকমাদের পরিচয় দিন?
  • ফকির সন্ন্যাসী আন্দোলনের কারণসমূহ লিখুন।
  • চাকমাদের পরিচয় দিন।
  • ফকির সন্ন্যাসী আন্দোলনের কারণ কি ছিল?
  • বলাকি শাহের পরিচয় দিন।
  • বাংলার কৃষক বিদ্রোহ এর বৈশিষ্ট্য কি ছিল?
  • নিম্নবর্গের সাধারণ অবস্থা সংক্ষেপে লিখুন ।
  • নিম্নবর্গ বলতে কি বুঝায়।
  • এথনিক প্রতিরোধ কি ব্যাখ্যা করুন?
  • ফরায়েজী আন্দোলন সম্পর্কে একটি টীকা লিখুন।
  • ফরায়েজী আন্দোলন বলতে কি বুঝেন?
  • বাংলার ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে তিতুমীরের ভূমিকা লিখুন।
  • তিতুমীরের পরিচয় দিন।

গ বিভাগ প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩

  • নাচোলের কৃষক বিদ্রোহের বর্ণনা দিন।
  • তেভাগা আন্দোলন ক্ষেত্রে নারীদের ভূমিকা পর্যালোচনা করুন।
  • তেভাগা আন্দোলন পটভূমি ব্যাখ্যা করুন।
  • নীল বিদ্রোহের ফলাফল ও কারণ আলোচনা করুন।
  • ফরায়েজি আন্দোলনের বিভিন্ন ধাপ পর্যালোচনা করুন।
  • ফরায়েজি আন্দোলন মূলত কৃষক আন্দোলন এ বিষয়ে মতামত দিন। ‌
  • ওহাবি আন্দোলনের প্রকৃতি ও উদ্ভব বিবরণ দিন ।
  • ওহাবি আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লিখুন।
  • ময়মনসিংহের পাগলপন্থী বিদ্রোহের গুরুত্ব ও কারণ ব্যাখ্যা করুন।
  • রংপুরের কৃষক বিদ্রোহ এর পটভূমি লিখুন।
  • রংপুর কৃষক বিদ্রোহের গুরুত্ব ও কারণ বিশ্লেষণ করুন।
  • রংপুরের কৃষক বিদ্রোহ নিয়ে একটি টীকা লিখুন।
  • চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনা ব্যাখ্যা করুন।
  • চাকমা বিদ্রোহের কারণ বর্ণনা করুন।
  • ফকির সন্ন্যাসীদের বিকাশ ও উৎপত্তি আলোচনা করুন।
  • নিম্নবর্গ বলতে কি বুঝেন ১৮ এবং ১৯ শতকে নিম্নবর্গের সাধারণ অবস্থার বিবরণ দিন।
  • প্রতিরোধ আন্দোলনের বৈশিষ্ট্য গুলো বিশ্লেষণ করুন।

প্রতিরোধ আন্দোলন ও নিম্নবর্গের ইতিহাস ২০২৩ ব্যতীত আরো অন্যান্য বিষের সাজেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। ‌

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button