অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩ | History of England suggestion 2023

মাহফুজুর রহমান
অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩ | History of England suggestion 2023

প্রতি বিষয়ের মত এবার আমরা নিয়ে এসেছি অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩ & History of England suggestion 2023। এই বিষয়ের বিষয় কোড হচ্ছে ২৩১৫০৯। যারা ইতিহাস ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।‌ এই সাজেশনটি দেখতে আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।

সাজেশন মূলত একজন শিক্ষার্থীর জীবনে সহায়ক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ মূল বইয়ের পাশাপাশি অতিরিক্ত জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই সাজেশন পড়তে হবে শিক্ষার্থীদের। ‌যেমন এই বইয়ে রয়েছে বিগত সালের সকল প্রশ্ন এবং কমন প্রশ্নগুলো। একজন মেধাবী শিক্ষার্থী এটি প্রশ্ন ব্যাংক হিসেবে পড়তে পারে। ‌ যার মাধ্যমে সে তার মেধাকে যাচাই করার সুযোগ পাচ্ছে। ‌ অন্যদিকে যারা কম মেধাকে শিক্ষার্থী তারা শর্ট সিলেবাস হিসেবে এটি পড়তে পারেন।

এই সাজেশনটি তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষকদের দ্বারা। ‌আর প্রতিবছর এখান থেকে ভালো মার্ক পরীক্ষায় কমন পড়ে থাকে। আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সাজেশন দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। ‌ নিজে পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন।

অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩ | History of England suggestion 2023

ক বিভাগ

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে এবং কত তারিখ‌ থেকে শুরু হয়?
  • লয়েড জর্ জ তিনি কে ছিলেন?
  • গ্লাড স্টোন কে ছিলেন?
  • ইংল্যান্ড এর শ্রমিক আন্দোলন কি নামে খ্যাত ছিল?
  • কত সালে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়?
  • নেপোলিয়ন বোনাপার্ট কে ছিলেন?
  • ফরাসি বিপ্লবের সময়কে ফ্রান্সের রাজা ছিলেন?
  • ইংল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী এর নাম কি?
  • ১৬৮৮ সাল কেন এত বিখ্যাত?
  • ইংল্যান্ডের কোন রাজাকে শিরচ্ছেদ করা হয়েছিল?
  • রাজা প্রথম জেমস প্রতিষ্ঠিত রাজবংশীর কি নাম পরিচিত?
  • দীর্ঘ পার্লামেন্ট কত বছর স্থায়ী কাল ছিল?
  • ৩০ বছর ব্যাপী যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?
  • স্টুয়ার্ট রাজ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল?
  • ফেরি কুইন গ্রন্থ কে রচনা করেন?
  • স্পেনীয় আর্মাডা বলতে কি বোঝেন?
  • কোর্ট অফ হাইকমিশন বলতে কি বুঝেন?
  • এক্ট অফ এনেটস রাজার কোন ক্ষমতা প্রতিষ্ঠিত হয়?
  • প্রিভি কাউন্সিল বলতে কি বুঝেন?
  • নিউ টেটাসমেন্ট এর রচয়িতা কে ছিলেন?
  • ইংল্যান্ডে শক্তি-সাম্য নীতি বলতে কি বুঝেন?
  • টমাস উলসি কে ছিলেন?
  • মার্টিন লুথার কে ছিলেন?
  • ফ্রান্সিস বেকন কে ছিলেন?
  • লিভারি কি?
  • রাজা সপ্তম হেনরি এর পূর্ব নাম কি ছিল?
  • টিউডর বংশ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  • ইংল্যান্ড গোলাপের যুদ্ধে অংশগ্রহণকারীর দুটি বংশের নাম লিখুন।

খ বিভাগ অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন ২০২৩

  • পার্লামেন্ট ১৯১১ ধারা কোন আইনে প্রণীত হয়?
  • দিজ রেলির পররাষ্ট্রনীতি বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন?
  • চার্টিস্ট আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন?
  • আমেরিকার স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল?
  • রেল স্টেশনের ফলাফল গুরুত্ব আলোচনা করুন।
  • জেকো বাইক বিদ্রোহ সম্পর্কে লিখুন।
  • দীর্ঘ পার্লামেন্টের কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করুন।
  • রানী মেরি কে ব্লাডি বলা হয় কেন?
  • স্প্যানিশ আমার্ডার বিবরণ দিন।
  • রাজার খোদায়ী অধিকার কি?
  • ইংল্যান্ডে শক্তি-সাম্য নীতি বলতে কি বুঝেন?
  • এক্ট অব সুপ্রেমেসি সম্বন্ধে লিখুন।
  • স্টার চেম্বার বলতে কি বুঝেন?
  • মঠ উচ্ছেদের ফলাফল বর্ণনা করুন।
  • অষ্টম হেনরি ছয় দফা বিধি কি?
  • সপ্তম হেনরি প্রবর্তিত রাজতন্ত্র বলতে কি বোঝেন?

গ বিভাগ অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন

  • ইংল্যান্ড কেন প্রথম বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ করেছিল?
  • প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি আলোচনা করুন এবং জার্মানি কি যুদ্ধের জন্য দায়ী ছিল তা বিশ্লেষণ।
  • ডিজ রেলির পররাষ্ট্র নীতি আলোচনা করুন।
  • লেবার পার্টির উত্থান আলোচনা করুন।
  • চারটিস্ট আন্দোলনের ফলাফল এবং কারণ ব্যাখ্যা করুন।
  • ১৭৮৯ সালে সংঘটিত ফরাসি বিপ্লবের ফলাফল এবং কারণ বিশ্লেষণ করুন।
  • ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে একটি নিবন্ধন লিখুন।
  • ইংল্যান্ডের কেবিনেট প্রথার বিকাশ এবং উদ্ভব আলোচনা করুন।
  • প্রথম চার্লসের ১১ বছরের স্বৈর শাসন ব্যাখ্যা করুন।
  • রানী প্রথম এলিজাবেথের ধর্মনীতির ব্যাখ্যা করুন।
  • ছোট পিটের অভ্যন্তরীণ নীতি আলোচনা করুন।
  • মঠ বিপ্লবের ঘটনা আলোচনা করুন।
  • অষ্টম হেনরির এর শাসনামলে পার্লামেন্টের সংস্কার কার্যাবলী আলোচনা করুন এবং তাৎপর্য ব্যাখ্যা করুন।
  • ইংল্যান্ড রাষ্ট্রকে শক্তিশালী করার ক্ষেত্রে সপ্তম হেনরি কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিল।

অনার্স ৩য় বর্ষ ইংল্যান্ডের ইতিহাস সাজেশন and Read more

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।