বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৩

সাহেদা জান্নাত

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান : সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা প্রতিটি নিয়োগ পরীক্ষায় থাকে আমাদের ব্লগে অনেক অনেক সাধারণ জ্ঞান রয়েছে চাইলে আপনারা হাঁটতে বসতে একটু কাজের ফাঁকে এমবি একটু খরচ করে পড়তে পারেন ।

বাংলাদেশ বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

বিসিএস পরীক্ষা , প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান ,বাংলাদেশ বিষয়ক , আন্তর্জাতিক বিষয়াবলী , সাম্প্রতিক বিষয়াদি নিয়ে এবং খেলাধুলা বিষয়ক বিভিন্ন প্রশ্ন থাকে ।

প্রশ্ন …………………. উত্তর

  • বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার …..…২৭ টি ।
  • বাংলাদেশের ১৩ তম প্রধানমন্ত্রী ……শেখ হাসিনা ।
  • বাংলাদেশের আয়তনে বড় বিভাগ ……. চট্রগ্রাম।
  • বাংলাদেশের আয়তনে ছোট বিভাগ …….. ময়মনসিংহ।
  • বাংলাদেশের সবচেয়ে বড় জেলা ….. রাঙামাটি।
  • বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা …… নারায়ণগঞ্জ ।
  • বাংলাদেশের স্থানীয় প্রশাসন …….. ৩ স্থর বিশিষ্ট ( জেলা , উপজেলা ও ইউনিয়ন )
  • মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয় ……..২০০১ সালে
  • বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় ……১৯৮৫ সালে ।
  • ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা …….১৩ জন ।
  • রাষ্ট কয়টি উপাদান নিয়ে গঠিত …….. চারটি ।
  • প্রথম মহিলা পুলিশের নিয়োগ করা হয় ….১৯৭৪ সালে ।
  • কে আইন প্রনয়ন করেন …… আইনসভা ।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান বিসিএস পরীক্ষা থেকে শুরু করে প্রতিটি নিয়োগ পরীক্ষায় কিন্তু আসে অবহেলা না করে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে প্রতিটি MCQ আপনি বা আপনারা পড়তে পারেন কেননা সাধারণ জ্ঞান ২৫ মার্ক এর উপর থাকে আপনি আপনারা যারাই চাকরি পরীক্ষায় অংশ গ্ৰহন করবেন সবাই কিন্তু একটা রুটিন মেনে পড়তে হবে ।

বাংলাদেশকে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর :

  • বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ……ভারত ( ৬ ডিসেম্বর ১৯৭১) ।
  • বাংলাদেশকে স্বীকৃতি দান কারী দ্বিতীয় দেশ …….ভুটান (৭ ডিসেম্বর ১৯৭১) ।
  • কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ………ইরাক ।
  • বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আমেরিকার দেশ ………..কানাডা।
  • কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ….. পোল্যান্ড।
  • বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ …….সেনেগাল ।
  • ভারত বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে …….৬ ডিসেম্বর ১৯৭১ সালে ।
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে…….. ৪ এপ্রিল ১৯৭২ সালে ।

প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন পাস হয় …….১৯৯০ সালে ।

বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় …….১ লাখ জানুয়ারি ১৯৯২ সালে (৬৮ টি থানায় )

  • সমগ্ৰ দেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয় .…১ লাখ জানুয়ারি ১৯৯৩ সালে ।
  • বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় ………১৯৭৪ সালে ।
  • বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সীমা ……..৩-৫ বছর ।
  • প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্থাপিত হয় …….১৯৮১ সালে ।
  • প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ সৃষ্টি করা হয় ……১৯৯২ সালে ।
  • কোন জেলায় পিটি আই ইনস্টিটিউট নেই ……. ঢাকা।
  • বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে শিশুদের নির্ধারিত বয়সীমা …….৬ থেকে ১১ বছর ।
  • NAPE কোথায় অবস্থিত ……… ময়মনসিংহ শহরে ।
  • বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ……… কুদরত ই খুদা শিক্ষা কমিশন।
  • প্রাথমিক বিদ্যালয় কোন মন্ত্রনালয়ের অধীনে কাজ করে ….. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।

বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান

সাম্প্রতিক বিষয়াদি

শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি

সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ছিল বাংলাদেশ বিষয়ের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বা MCQ এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক বিষয়ের উপর সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী রয়েছে আপনারা যারা অনেক জায়গায় চাকরি করেন temporary আপনাদের সরকারি চাকরির জন্য যেগুলো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সেসব পরীক্ষার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

আন্তর্জাতিক বিষয়াবলী

Share This Article
সাহেদা জান্নাত পেশায় একজন প্রফেশনাল বুক রাইটার। তিনি স্কলার্সমী নিউজের সাথে শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। বিশেষ করে তিনি এখানে শিক্ষক নিবন্ধন, বিডি জবস এবং শিক্ষাঙ্গনের সব ধরনের নিউজ কাভার করে থাকেন, তিনি সকল নিউজ সততা যাচাই করে ScholarsMe নিউজে প্রকাশিত করে থাকেন।