বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক MCQ : চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সর্বপ্রথম রইল শুভ কামনা। যারাই বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন সবাই নিশ্চই জানেন যে চাকরি তথা নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ক প্রশ্ন ইংরেজি বিষয়ের উপর প্রশ্ন সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি ও গনিত বিষয়ের উপর প্রশ্ন থাকে ।
বাংলা বিষয়ের উপর সাধারণ জ্ঞান ভাষা ও সাহিত্য :
প্রশ্ন …………………..উত্তর
- বাংলা ভাষার উৎপত্তি হয়েছে …… সপ্তম শতাব্দীতে ।
- বাংলা ভাষার মূল উৎস হচ্ছে ……… প্রাকৃত ভাষা ।
- বাংলা গদ্য যে যুগের ভাষার নিদর্শন …….. আধুনিক যুগ ।
- বাংলা ভাষা ও সাহিত্য যার কাছে প্রত্যক্ষভাবে ঋণী ……..অপভ্রংশ ।
- বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় …….. চার্লস উইলকিন্স।
- চর্যাপদে পাওয়া প্রবাদ বাক্য …….৬ টি ।
- যে শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ……….. তুর্কি ।
- সত্যেন্দ্রনাথ দত্তের উপাধি ছিল …….. ছন্দের জাদুকর।
- রাজা রাম মোহন রায় রচিত ব্যাকরনের নাম …….গৌড়ীয় ব্যাকরণ।
- সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রন করেন …..ব্রাসি হ্যালহেড।
- ণ- ত্ব বিধান ,ষ- ত্ব বিধান ব্যাকরণের অংশে আলোচিত হয়…… ধ্বনিতত্ত্বে ।
- বাবুর্চি ‘ শব্দটি …… তুর্কি শব্দ ।
- ‘ অপমান ‘ শব্দটির ‘ অপ ‘ উপসর্গ টি যে অর্থে ব্যবহৃত হয়েছে …… বিপরীত ।
- ‘ জীবন তরী ‘ = জীবন রূপ তরী যে সমাসের উদাহরণ – রূপক কর্মধারয় সমাস ।
বিসিএস পরীক্ষা , সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা , শিক্ষক নিবন্ধন পরীক্ষা , সোনালী ব্যাংক ,রূপালি ব্যাংক ,জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে নিয়োগ পরীক্ষার জন্য আমাদের ব্লগে রয়েছে চাকরির জন্য বিভিন্ন সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে MCQ .
Also Read: সাধারণ জ্ঞান ২০২৩: চাকরির পরীক্ষার জন্য সহায়ক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
- মধ্যযুগের সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন …… শ্রীকৃষ্ণ কীর্তন।
- আমীর হামজা কাব্যের রচয়িতা …….. ফকির গরীবুল্লাহ।
- শাহানামা যে ভাষায় রচিত ……… ফারসি ।
- মঙলকাব্যে যে দেবতার প্রাধান্য বেশি …….মনসা ও চন্ডী।
- মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন ,……ড. দীনেশচন্দ্র সেন ।
- বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্ৰন্থের নাম …….. কথোপকথন।
- অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষ ভাব প্রকাশ করে যে যন্ত্রের সাহায্যে….বাগযন্ত্র।
- ভাষার বিচারে বাক্যের গুন থাকা চাই ……. তিনটি ।
- ‘ সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি ‘ এ বাক্যটি …… যৌগিক।
- সর্মাথক শব্দের প্রয়োগ বেশি লক্ষ করা যায় ……কবিতায় ।
- দৃষ্টান্ত প্রয়োগে কোন চিহ্নটি ব্যবহৃত হয় …..কোলন ড্যাস।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী হলো ……আত্মচরিত ।
- আলালী ও হুতোমী ভাষা বলা হয় যে ভাষাকে চলিত ।
- কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে ……..হুতোম প্যাঁচা ।
- ‘জমিদার দর্পণ ‘ নাটকের নাট্যকার হলো ……মীর মোশাররফ হোসেন।
- সাহিত্য সম্রাট নামে খ্যাত যে লেখক …… বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
- ” বীরাঙ্গনা” কাব্য রচনা করেন …… মাইকেল মধুসূদন দত্ত ।
- রবীন্দ্রনাথের সোনার তরী কবিতা যে ছন্দে রচিত হয়েছে …..মাত্রাবৃত্ত।
- ‘ কমুদিনী ‘ যে উপন্যাসের নায়িকা …….. যোগাযোগ।
চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য এই ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ভাষা ও সাহিত্য বিষয়ক । এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে অনেক অনেক সাধারণ জ্ঞান সাম্প্রতিক বিষয়াদি নিয়ে ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে । প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এই মাসেই তাই অবহেলা না করে পড়বেন ।