অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য আজকের আর্টিকেলে রয়েছে সাধারণ নীতিবিদ্যা সাজেশন ২০২৩ ( General Ethics suggestion )। যে সকল শিক্ষার্থী এ ডিপার্টমেন্টে পড়াশোনা করেন তাদের জন্য আজকের এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিষয়ের পরীক্ষাটি। যার বিষয় কোড হচ্ছে ২১১৮০৫।
অনার্সে পড়াশোনা করছে তাদের মধ্যে অনেকেরই রয়েছে নীতিবিদ্যা এই বইটি। বিশেষ করে যারা দর্শন নিয়ে পড়াশোনা করে তাদের এই বই পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এর মধ্যে অনেকের ধারণা রয়েছে নীতিবিদ্যার বিষয়টি হয়তোবা অনেক সহজ। খুব অল্প সময়ের ভেতরে এর আয়ত্তে নেওয়া যায়। কিন্তু সেটি মোটেও নয়। বিষয়টি অন্যান্য বিষয়ের মত বেশ জটিল শিক্ষার্থীদের কাছে।
যে সকল শিক্ষার্থীদের কাছে এই বিষয়টি জটিল মনে হয় তারা অবশ্যই আমাদের এই সাজেশনটি পড়ে নিবেন। কারণ আমাদের এই সাজেশন পড়লে আপনি অল্প পড়াশোনায় ভালো ফলাফল করতে পারবেন এবং পরবর্তী ইয়ারে আপনার জন্য পড়াশোনা অত্যন্ত সহজ হবে। দেরি না করে দ্রুত আমাদের এই সাজেশনটি এখনই পড়ে নিন।
অনার্স ১ম বর্ষ সাধারণ নীতিবিদ্যা সাজেশন | General Ethics suggestion
ক বিভাগ
- Duty for duty sake এই উক্তিটি কার?
- Know result শব্দের বাংলা কি?
- নৈতিকতা প্রগতির দুটি শর্ত লেখ।
- উইলিয়াম লিলির মত অনুসারে ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্কিত মতবাদ গুলো লিখুন।
- সমাজবিহীন ব্যক্তি হয় মানুষ না হয় দেবতা। কথাটি কে বলেছেন?
- নৈতিক দৃষ্টিকোণ হতে ব্যক্তি এবং সমাজ সম্পর্কিত মতবাদ লিখুন।
- শর্তহীন আদেশ কাকে বলে?
- সদিচ্ছা কি?
- হারবার্ট স্পেনসারের নৈতিক মতবাদ সম্পর্কে লিখুন।
- পূর্ণতাবাদের পূর্বসূরী কাদের বলা হয়?
- মানুষ হও এবং মরে বাঁচাও। কথাটি কে বলেছিলেন?
- দুইজন পূর্ণতাবাদী দার্শনিকের নাম লিখুন।
- দুইজন সঙ্গবাদী নীতি দার্শনিকের নাম লিখুন।
- জে এস মিল এর পূর্ণ নাম লিখুন।
- স্থুল সুখ কাকে বলা হয়?
- সুখবাদ কত প্রকার এবং কি কি?
- জেএস মিল কোন ধরনের দার্শনিক ছিলেন?
- কর্তব্য কাকে বলে?
- ঐচ্ছিক ক্রিয়ার তিনটি স্তরের নাম লিখুন।
- অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে?
- নীতিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
- মেকেঞ্জি প্রদত্ত নীতি বিজ্ঞানের সংখ্যা দিন।
- দুইজন গ্রিক নীতি দার্শনিকের নাম লিখুন।
- Mores শব্দ অর্থ কি?
- নীতিবিদ্যা কোন ক্যাটাগরির বিজ্ঞান?
- নীতিবিদ্যা শব্দটির ভুউৎপত্তিগত অর্থ লিখুন।
- নৈতিক বিচার্য সত্য প্রধানত কতটি এবং কি কি?
- নৈতিক বিচারের স্বীকার্য সত্য গুলোর নাম লিখুন।
- ঐচ্ছিক্রিয়া কত প্রকার এবং কি কি?
- নৈতিক বিচারের কর্তা বলা হয় কাকে?
- ব্যবহারিক নীতিবিদ্যার কাজ লিখুন।
অনার্স ১ম বর্ষ সাধারণ নীতিবিদ্যা সাজেশন এর মাধ্যমে শুধু পাঠ্যপুস্তক বইয়ের জ্ঞান অর্জন করা যায় না। বইটি পড়লে আরো বিভিন্ন বাহ্যিক জ্ঞান অর্জন করাও সম্ভব হয়। একজন নাগরিক হিসেবে দর্শন বিষয়ে জানাটা সবার জন্য দরকার। এতে করে সে বিভিন্ন ধরনের বিবর্তনবাদ এবং বিভিন্ন ধরনের শর্তবাদ সম্পর্কে জানতে পারবে। তার ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আর আমাদের এই সাজেশন পড়লে যারা উক্ত বিষয়ের উপর বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ দিবে তাদের জন্য সহজ হবে। কারণ এ জায়গা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন চাকরির ইন্টারভিউতে দেওয়া হয়ে থাকে। তাই যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করছেন এ বিষয়ে তারাও পড়ে নিতে পারেন যাতে করে আপনার যেকোনো ধরনের পরীক্ষায় সহজভাবে ভালো ফলাফল করতে পারেন।
খ বিভাগ সাধারণ নীতিবিদ্যা সাজেশন
- শাস্তির নৈতিক ভিত্তি আলোচনা করুন।
- মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য কিনা তার সংক্ষেপে যুক্তিসহ লিখুন।
- কান্টের কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করুন।
- কান্টের শর্তহীন আদেশ সংক্ষিপ্ত লিখুন।
- নৈতিক বিবর্তনবাদ ব্যাখ্যা করুন।
- হেগেলের নীতি বাক্য সম্পর্কে লিখুন।
- মিল কিভাবে সুখের গুণগত পার্থক্য দেখান।
- নৈতিক সুখবাদ সম্পর্কে আলোচনা করুন।
- উপযোগ বাদের মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
- সুখবাদের গণনা প্রণালী ব্যাখ্যা করুন।
- উপযোগবাদ বলতে কি বুঝায়?
- কামনার বিরোধ সম্পর্কে বর্ণনা করুন।
- কামনার দ্বন্দ্ব অপেক্ষা করুন।
- উদ্দেশ্য এবং অভিপ্রায় এর মধ্যে পার্থক্য নিরূপণ করুন।
- নীতিবিদ্যা এবং মনোবিদ্যার মধ্যে সম্পর্ক দেখান।
- নীতিবিদ্যা এবং ধর্মের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করুন।
- আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে নীতিবিদদের স্বরূপ আলোচনা করুন।
- নীতিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা লিখুন।
- আদর্শ বিজ্ঞান হিসেবে নীতি বিদ্যার স্বরূপ আলোচনা করুন।
গ বিভাগ সাধারণ নীতিবিদ্যা সাজেশন
- নৈতিক প্রগতি বলতে কি বুঝেন এবং নৈতিক প্রগতির শর্ত আলোচনা করুন।
- শাস্তির নৈতিকতা ভিত্তি কি এবং মৃত্যুদণ্ড সমর্থন সম্পর্কে আলোচনা করুন।
- ব্যক্তি এবং সমাজ সম্পর্কে যেকোনো একটি মতবাদ আলোচনা করুন।
- শর্ত হীন আদেশ কি এবং কান্টের শর্তহীনাদেশ ব্যাখ্যা করুন।
- কান্টের সদিচ্ছার ধারণাটি তুলে ধরুন।
- কান্টের নৈতিক মতবাদ সম্পর্কে আলোচনা করুন।
- পূর্ণতাবাদ সম্পর্কে সন্তোষজনক মতবাদ প্রদান করুন।
- নৈতিক মান দন্ড বিষয়ক মতবাদ হিসেবে পূর্ণতা বাদ ব্যাখ্যা করুন।
- সমালোচনাসহ বাটলারের মতবাদ ব্যাখ্যা করুন।
- সংজ্ঞাবাদ কি এবং বাটলারের সংজ্ঞা বাদ সম্পর্কে ব্যাখ্যা করুন।
- মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদ এর মধ্যে পার্থক্য দেখান।
- মিলের উপযোগবাদ হতে বেন্থামের উপযোগ বাঁধের বৈশা দৃশ্যগুলো তুলে ধরুন।
- অধিকার এবং কর্তব্য সম্পর্কে ব্যাখ্যা করুন।
- ঐচ্ছিক্রিয়া কি এবং ঐচ্ছিক ক্রিয়ার স্তরগুলো বর্ণনা করুন।
- নৈতিক স্বীকার্য হিসেবে স্বাধীনতার মতবাদ সম্পর্কে আলোচনা করুন।
- নীতিবাদের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন।
- নীতিবিদ্যা কিভাবে ধর্মের সাথে সম্পৃক্ত?
অনার্স ১ম বর্ষ সাধারণ নীতিবিদ্যা সাজেশন ( General Ethics suggestion ) ব্যতীত আরো অন্যান্য ডিপার্টমেন্ট এবং সাজেশন এর বইগুলো পেতে আমাদের সঙ্গে থাকুন। এখানে সকল বইয়ের পিডিএফ ফাইল পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।
অনার্স ১ম বর্ষ দর্শনের সমস্যাবলী সাজেশন | Problems of Philosophy suggestion