Gemini AI দিয়ে ছবি এডিট করার নিয়ম?

জেমিনি এআই Gemini AI দিয়ে অনেক সুন্দর করে আপনার ছবি এডিট করতে পারবেন। যা একজন ফটো এডিটর থেকে শতগুণ ভালো করে ফটো এডিটিং করে দিতে পারে। কিভাবে করবেন জেনে নিন।
Gemini AI হলো গুগলের একটি AI প্লাটফর্ম যেখানে ফ্রীতে আপনি অনেক কাজ করতে পারবেন। করার জন্য সর্ব প্রথম আপনার মোবাইলের chrome browser টি ওপেন করেন তারপর সার্চ করুন Gemini AI দেখবেন নিচে দেওয়া ছবির মত আপনার সামনে আসবে।

এই লিন্কে ক্লিক করুন তারপর আপনার সামনে জেমিনি এআই ওপেন হয়ে আসবে। এখন আপনার সামনে একটি পপআপ দেখাবে নিচের ছবির মত।

এটি একটি Gemini AI নিউ ফিচার এই নতুন ফিচারে আপনার ছবি সহজে এবং সুন্দর করে এডিট হবে, এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করার পর নিচের ছবির মত আপনি দেখতে পাবেন।
আরোও পড়ুন: নতুন ভাইরাল ছবি ডিজাইন জেমিনি এআই দিয়ে?

এই প্লাস অপশনে আপনার ছবি আপলোড করুন যে ছবি এডিট করতে চাচ্ছেন। আপলোড হওয়ার পর আপনি যেভাবে এডিট করতে চাচ্ছেন সেটি বাংলা বা ইংরেজিতে লিখে দেন। বুঝার জন্য আমি একটি ছবি এডিট করে দেখাচ্ছি।

এই ছবিটি আমি আপলোড করে prompt লিখেছি:
এই ছবিটি একটি স্টুডিওতে সুন্দর একটা চেয়ারে বসিয়ে দিন, যার সামনে সুন্দর একটা টেবিলে থাকবে সুন্দর একটা লেপটপ।যে স্টুডিওর পিছনে গ্লাসের বাহিরে শহরের উঁচু উঁচু বিল্ডিং দেখা যায়।আর স্টুডিওর ডান সাইডে সুন্দর বইয়ের গোছানো থাকবে
এটি লিখে আমি ক্লিক করার পর যে রেজাল্ট এসেছে নিচে দেখুন।

এটি তৈরি করে দিয়েছে Gemini Ai দেখুন কি চমৎকার একটি ফটো হয়েছে দেখে মনে হচ্ছে একজন মানুষ ফটো এডিটিং করে দিয়েছে। উপরের নিয়ম ফলো করে আপনিও প্রফেশনালী ছবি এডিট করতে পারবেন।
আরোও পড়ুন: ChatGPT কি? কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন?
পোসটি উপকারে আসলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করার অনুরোধ রইল।
গুগল বার্ড কি? গুগল বার্ড ব্যবহার করার নিয়ম | Google Bard Using Guide | Google AI LaMDA



