ChatGPT কি? কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করবেন? What is ChatGPT, how chatgpt work?

মাহফুজুর রহমান
ChatGPT

আজকের আর্টিকেলে আমরা ChatGPT Advance AI সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করব আপনি ChatGPT ব্যবহার করে কিভাবে আপনার কাজের গতি বৃদ্ধি করবেন এবং ChatGPT Feature সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়ার আমরা পরিপূর্ণ চেষ্টা করব।

ChatGPT কি?

ChatGPT হল একটি AI Tool বা চ্যাটবট এটি OpenAI দ্বারা চালু করা হয়েছে ২০২২ সালের নভেম্বরে মাসে। এটি OpenAI-এর GPT-3.5 এটিকে বিশেষ করে কনভারসেশন এর জন্য open ai এর মাধ্যমে বানানো হয়েছে। আর স্পেশাল হল ChatGPT একটি CSS অর্থাৎ (Conversational Stateful Stack) ChatGPT একটি স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ মডেল। এটি একটি ব্যাকএন নিউরাল নেটওয়ার্ক (Bidirectional Neural Network) যা মানুষের যে প্রশ্ন গুলোর উত্তর এমন ভাবে দিয়ে থাকে যেমন মনে হয় আপনি কোন মানুষকে আপনি প্রশ্ন করেছেন এবং এ মানুষ আপনার প্রশ্নের উত্তর দিয়েছে। ChatGPT Feature এমন ভাবে কাজ করে আর আপনি এই মডেলটি বিভিন্ন ধরনের কনভার্সেশনে ব্যবহার করতে পারবেন, যেমন চ্যাটবট হিসাবে, ভাষা অভিজ্ঞতার এপিআই (API), চ্যাটবট ইত্যাদি।

ChatGPT দিয়ে কি কি করতে পারবেন?

কন্টেন্ট লেখার ক্ষেত্রে ChatGPT অনেক সাহায্য করতে পারে, আমরা সবাই জানি ai writing tool দিয়ে আমরা আর্টিকেল লিখতে পারি, তবে এই চ্যাটজিপিটির আরও অনেক স্পেশালিটি রয়েছে যেমন এটি মানুষের মত আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম আপনি যেকোনো ধরনের প্রশ্ন বা আপনার কুয়ারি সার্চ করলে সাথে ChatGPT আপনার সঠিক উত্তর দিতে সক্ষম। যেমন উদাহরণ স্বরূপ আমরা নিচে screenshot দিয়ে দিবো।

ChatGPT
ChatGPT

আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন তাহলে ChatGPT অনেক সাহায্য করবে আপনার জন্য আপনি যেকোন ধরনের আর্টিকেল এর জন্য সহজে জিজ্ঞেস করে ইনফরমেশন নিতে পারবেন।

Coding এর ক্ষেত্রেও এই সফটওয়্যারটি অনেক উপকারী আমরা অনেক সময় কোডিং এর সাহায্যে ওয়েবসাইট বানোর সময় অনেক কোড এর প্রয়োজন হয় তখন আমরা অনলাইনে অনেক সার্চ বা খুজাখুজি করে এই কোড গুলো সংগ্রহ করি এই কাজটি ChatGPT মূহুর্তের মধ্যে করে দিতে পারে।

ChatGPT
ChatGPT

ChatGPT গুগলের কোন প্রতিদ্বন্দ্বী হতে পারবে কি?

ChatGPT গুগলের মতো কোনো সার্চ ইঞ্জিন নয়। ChatGPT হল একটি জিপিটি (জেনারেটিভ প্রি-ট্রেনিং ট্রান্সফরমার) এটি একটি ভাষার মডেলের একটি রূপ, যা এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো পাঠ্য তৈরি করতে প্রশিক্ষিত করে তুলা হয়েছে। ChatGPT কে গুগল সার্চ ইঞ্জিনের মতো অনুসন্ধান বা প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজ সম্পাদন করার জন্য বানানো করা হয়নি। এটিকে বিশেষ করে বানানো হয়েছে প্রদত্ত প্রম্পট বা ইনপুটের উপর ভিত্তি করে পাঠ্য তৈরি করার উদ্দেশ্যে ChatGPT কে বানানো হয়েছে আর এটি আরও ভাষা অনুবাদ করা , পাঠ্য সংক্ষিপ্তকরণ এবং ভাষা তৈরির মতো কাজের জন্য চ্যাটজিপিটিকে ব্যবহার করা যেতে পারে।

Know more about chatgpt

How to download Canva app on your mobile phone

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।