কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন ব্লগারে ২০২৩ | Free Website Create on Blogger

ফ্রি ওয়েবসাইট তৈরি: বর্তমানে ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের জন্য আমাদের ব্লগ সাইট তৈরি করার প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ার মতো এর ব্যবহার আমাদের দেশে তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েক বছর আগেও অনেকে ভাবতো ব্লগ সাইট তৈরি করা অনেক কঠিন। কিন্তু বর্তমানে এ ধারণাটা সম্পূর্ণ ভুল। Free website এখন ব্লগ সাইট তৈরি করা অত্যন্ত সহজ এবং কম সময়ে তৈরি করা যায়।

ফ্রি ওয়েবসাইট তৈরি করার নিয়ম ২০২৩

প্রাথমিক কিছু জ্ঞান থাকলেই খুব সহজেই নিজের জন্য একটি ব্লগ তৈরি করে নিতে পারবেন। ব্লগ তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্লাটফর্ম রয়েছে। তারমধ্যে সবচেয়ে জনপ্রিয় কয়েকটি প্লাটফর্ম হচ্ছে:

  • Blogger
  • WordPress
  • WIX

এটি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্রিতে এবং প্রিমিয়াম উভয় ভাবেই সাইট তৈরি করা যায়। তবে এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ব্লগার। এক এক প্লাটফর্মে সাইট খোলার নিয়ম একেক রকম। কিন্তু ব্লগারের খোলা খুব সহজ এবং সম্পূর্ণ বিনামূল্যে। তাই আজকে আপনাদের সামনে তুলে ধরব ব্লগারে ফ্রি ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি।

চলুন তাহলে জেনে নেই কিভাবে ব্লগারে ওয়েবসাইট তৈরি করা যায়

ফ্রি ডোমেইনে ওয়েবসাইট তৈরীর পদ্ধতি
১. ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হলে অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। জিমেইল একাউন্ট ব্যতীত সাইন আপ করা যায় না। তাই সর্বপ্রথম একটি জিমেইল অ্যাকাউন্ট নিতে হবে।

Blogger.com এর মধ্যে ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে একটি জিমেইল একাউন্ট খুলতে হবে, জিমেইল একাউন্ট খোলা অনেক সহজ আপনি আপনার মোবাইলের বা ব্রাউজারের জিমেইল অ্যাপসটি ওপেন করুন তারপর Create Gmail Account অপশনে ক্লিক করলে আপনার এ্যাড্রেস নাম পাসওয়ার্ড ঠিকানা সব কিছু দিলে জিমেইল একাউন্ট খোলা হয়ে যাবে।


২. জিমেইল অ্যাকাউন্ট নেওয়ার পর blogger.com এই অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। অ্যাড্রেসটিতে প্রবেশ করার পর Create your Blog লেখা দেখাবে

৩. Create a blog এ প্রেস করলে সরাসরি জিমেইলে নিয়ে যাবে। সেখান থেকে জিমেইল দিয়ে সাইন আপ করলে নতুন একটি উইন্ডো হবে অন হবে।

৪. নতুন উইন্ডোতে Choose a name for your blog নামে একটি অপশন দেখা যাবে। ওয়েবসাইটটি কোন নামে দেওয়া হবে এখানে সেই নামটি বাছাই করে বসাতে হবে এবং Next বাটনে প্রেস করতে হবে। ব্লগের নাম আপনি যে নিশে ব্লগ বানাবেন সেই সম্পর্কিত একটি ব্লগ নাম দিবেন যেমন আমাদের ব্লগের নাম ScholarsMe.

৫. Next এ ক্লিক করলে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে এবং সেখানে ওয়েবসাইটের এড্রেস বসিয়ে আবার Next এ ক্লিক করতে হবে। একটি এড্রেস বসাতে হবে যাতে করে পূর্বে এই এড্রেস দিয়ে কেউ ব্লগারে ওয়েবসাইট তৈরি করেনি। মনে রাখতে হবে এই অ্যাড্রেসটি পরিবর্তন করা যাবে না। যে নিশে আপনি ওয়েবসাইট বানাবেন সেই নিশ সম্পর্কিত একটি নাম দিবেন সব নাম আপনি পাবেন না প্রাথমিক পর্যায়ে আপনি চেক করতে থাকবেন যেমন আপনার ব্লগ এ্যাড্রেস হবে: scholarsme.blogspot.com

৬. পরবর্তী ধাপে Select the name that will be displayed শো করবে। অর্থাৎ ওয়েব সাইটে কোন লেখাটি হাইলাইট হয়ে শো করবে সেই লেখাটি এখানে দিতে হবে।

এভাবেই খুব সহজে ব্লগার এ ফ্রি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ওয়েবসাইট তৈরি করার পর নিজের ইচ্ছামত কাস্টমার করে নেওয়া যাবে।

ওয়েবসাইট কাস্টমাইজ


১. ব্লগার তৈরি হয়ে গেলে ড্যাশবোর্ডের বাম সাইডে বেশ কিছু অপশন দেখাবে। সেখান থেকে বিভিন্ন অপশন থেকে কাস্টমাইজ করতে হবে। Post নামের একটি অপশনে প্রবেশ করে সেখানে নিজের ইচ্ছা মত লেখা, ছবি, ভিডিও, অডিও প্রকাশ করতে পারা যাবে।
২. Comment অপশন থেকে পোস্টে কে কে কমেন্ট করেছে সেগুলো দেখে নিতে পারবেন।
৩. Earning নামে একটি সেকশন দেখা যাবে। সেখান থেকে ওয়েবসাইট থেকে আয় করার জন্য অপশন যুক্ত করে নেওয়া লাগে।
৪. Page অপশন থেকে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের পেইজ যেমন About us, Privacy and policy, Contact us এড করে নেওয়া যাবে।
৫. Layout থেকে নিজের মতো করে ওয়েবসাইটের সকল লে আউট পরিবর্তন করা যাবে। যে কোন কিছু বাদ দেওয়া যাবে এবং যুক্ত করা যাবে।
৬. বর্তমান থিম পছন্দ না হলে Theme সেকশন থেকে থিম পরিবর্তন করে দিতে হবে। এগুলো সম্পূর্ণ ফ্রি থিম।
৭. এরপর হচ্ছে Setting. ওয়েবসাইট ব্যবহারকারীদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি অপশন। এই অপশন থেকে ওয়েবসাইটের ডিসক্রিপশন এবং প্রাইভেসি এড করতে হবে।
যদি ফ্রি ডোমেইন ব্যবহার করতে না চান তাহলে এখান থেকেই আপনি যে কোন পেইড যুক্ত করে নিতে পারবেন।

উপরোক্ত ধাপ গুলো অনুসরণ করলে একজন সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী খুব সহজেই ব্লগারে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করতে পারবে।

ব্লগার থেকে ইনকাম করা যাবে কি?

হ্যাঁ, অবশ্যই। আপনার সাইট যদি ইউনিক ভাবে কাস্টমাইজ করা থাকে এবং ২৫ থেকে ৩০ টি কোয়ালিটি ফুল কনটেন্ট থাকে তাহলে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারেন। ‌ ব্লগারের খুব সহজেই গুগল এডসেন্স এপ্রুভ পাওয়া যায়। ‌ তাছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, সিপিএ, পেইড প্রমোশনের মাধ্যমে ইনকাম করা যায়।

আপনারা যদি ব্লগ কাস্টোমাইজেশন সম্পর্কে যদি টিউটোরিয়াল চান তাহলে কমেন্ট মেসেজ করে জানাবেন অবশ্যই আমরা চেষ্টা করবো কমপ্লিট একটি Blogger Customization টিউটোরিয়াল আপনাদেরকে দিতে এবং আমাদের সাথেই থাকবেন ব্লগিং সম্পর্কিত আর্টিকেল পেতে।

১০টি সেরা ফ্রি ওয়ার্ডপ্রেস থিম ২০২৩: Best 10 Free WordPress Theme

Jahid Hasan

I am a content writer. I love writing on different topics, in here I am writing Educational guidelines and degree and honours info. I have completed my graduation in electrical engineering. if you love my content please share and support.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button