ফজরের নামাজ পড়ার নিয়ম এবং ফজরের নামাজের সময়সূচী | Fazar Namaz Time Dhaka

মাহফুজুর রহমান
ফজরের নামাজ পড়ার নিয়ম এবং ফজরের নামাজের সময়সূচী | Fazar Namaz Time Dhaka

আসসালামু আলাইকুম, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা।‌ আজকে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ফজরের নামাজ পড়ার নিয়ম & Fazar Namaz Time Dhaka এবং আমল সমূহ। আর্টিকেলটি পড়লে আপনি ফজরের নামাজ পড়ার সময়সূচী সম্পর্কেও জানতে পারবে।

মুসলমান হিসেবে প্রত্যেক ব্যক্তির উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। ‌ একজন মুসলমানের আবশ্যিক প্রতিদিনের কাজ হচ্ছে সালাত আদায় করা। ‌আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ নামাজের প্রতি অনেক জোরদার করেছেন। নামাজ বাদ দিলে কয়েক হাজার বছর জাহান্নামে থাকতে হবে। ‌তাহলে বুঝতে পেরেছেন নামাজের কতটা গুরুত্ব।

পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে প্রথম যে নামাজটি আদায় করতে হয় সেটি হচ্ছে ফজরের নামাজ। ‌অর্থাৎ দিনের শুরুতেই ফজরের নামাজটি পড়ে নিতে হয়। ফজরের নামাজের বেশি গুরুত্ব এবং আমল রয়েছে। ‌যে বিষয় সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব।

কিভাবে ফজরের নামাজ পড়তে হয়, ফজরের নামাজ কত রাকাত এবং এর নিয়ামতগুলো। এই নামাজের এত গুরুত্ব মানুষ যেখানে অবস্থান করেন না কেন সেখানেই সালাত আদায় করে নিতে হবে। ‌ যদি সফরে থাকেন তাহলে সেটি কসর নামাজ আদায় করে নিতে হবে ।

ফজরের নামাজ পড়ার নিয়ম | Fazar Namaz Time Dhaka

ইসলামের প্রতিটি ধাপ এবং নিয়ম মেনে চলতে হয় খুব কঠোরভাবে। বিশেষ করে নামাজের ক্ষেত্রে এ বিষয়ে আরো জোরদার করা হয়েছে। যদি ইসলামের দেখানো পথে সঠিকভাবে সালাত আদায় না করা হয় তাহলে নামাজ হবে না। যারা পারেন অথবা জানা নেই তাদের তাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা তা গ্রহণ করতে পারেন। ‌ তবে না জেনে বসে থাকলে চলবে না। জানার ও শেখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করা যাবে এবং রহমত পাওয়া যাবে। কেননা সালাত আদায়ের মাধ্যমে একমাত্র আল্লাহ তাআলার সাথে সরাসরি সামনে উপস্থিত হওয়া যাবে।‌

Read More: এশার নামাজ কয় রাকাত

পাঁচ ওয়াক্ত নামাজের প্রত্যেকটি নামাজের আলাদা আলাদাভাবে রাকাত ও সময়সূচী রয়েছে। তবে নামাজের অভ্যন্তরীণ বিষয়গুলো প্রায় অনেকগুলোই মিল রয়েছে।

ফজরের নামাজ কত রাকাত ?

ফজরের নামাজ হচ্ছে ফরজ ২ রাকাত এবং সুন্নত ২ রাকাত। দুই রাকাত ফরজ নামাজ অবশ্যই আদায় করতে হবে। সুন্নত আদায় করা অত্যন্ত জরুরী। ফজরের দুই রাকাত সুন্নত নামাজ অবশ্যই ফরজ নামাজের পূর্বে পড়তে হবে। ‌ফরজের পাশাপাশি ফজরের সুন্নতও গুরুত্বপূর্ণ।

ফজরের নামাজের ওয়াক্ত | ফজরের নামাজের সময়সূচী

ফজরের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে জানার মধ্যে রয়েছে ফজরের নামাজের সময়সূচী।‌ কারণ নির্দিষ্ট সময়ের ভিতর সালাত আদায় না করলে সালাত আদায় হবে না। ‌ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা এই পাঁচ রাকাত নামাজের জন্য পাঁচটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ‌পর্যায়ক্রমে এই নামাজের সময়সূচি চলে আসছে। ফজরের ওয়াক্ত শুরু হয় মূলত প্রভাতের আলো বিচ্ছুরিত হওয়া থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত। পূর্বে যখন ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না তখন জ্যোতির্বিজ্ঞান হিসাব মতে নামাজের ওয়াক্ত শুরু করা হতো। ‌কিন্তু এখন প্রযুক্তির উন্নয়নের ফলে ঘড়ি এবং ক্যালেন্ডারের মাধ্যমে প্রতিদিনের সময়সূচী দেওয়া থাকে। এজন্যই এখন খুব সহজেই মানুষ নামাজের সময়সূচী এবং ওয়াক্ত জানতে পারে। ‌

ফজরের সুন্নত নামাজের নিয়ত: “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা রাকাতাই সালাতি ফাজরি সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

ফজরের ফরজ নামাজের নিয়ত: “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহিতায়ালা রাকাতাই সালাতি ফাজরি ফারদুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল ক্বাবাতিশ শারিফাতি আল্লাহু আকবার।”

ফজর নামাজের ফজিলত ও নিয়ামত

মহান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে বান্দার ওপর রহমত ও নিয়ামত দান করেন। ‌তার মধ্যে ফজরের নামাজের ফজিলত অনেক। ‌ফজরের নামাজ পড়ার নিয়ম জানার পাশাপাশি ফজিলত সম্পর্কে জানলেও অনেকে নামাজ পড়ার জন্য আরও বেশি আগ্রহী হবে। কোরআন ও হাদিসের আলোকে এর ফজিলত গুলো তুলে ধরা হলো।

“যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহতালার জিম্মায় থাকেন”

“যে ব্যক্তি দুইটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে”

যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে সারারাত নামাজ আদায় করল। ‌- মুসলিম শরীফ

সকালবেলা ঘুম রিজিকে বাধা দেয়। কারণ তখন রিযিক বন্টন করা হয়ে থাকে।

ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ। তিরমিজি ‌

“হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলা বরকত দান করুন”- মহানবী ( সাঃ )।

আজকের এই আর্টিকেলের মাধ্যমে ফজরের নামাজ পড়ার নিয়ম এবং সময়সূচি ( Fazar Namaz Time Dhaka ) সম্পর্কে জানলেন। আরো অন্যান্য নামাজ এবং ইসলামিক গুরুত্বপূর্ণ তথ্য এবং বিষয়গুলো জানতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

আরো পড়ুনঃ তারাবির নামাজের নিয়ম 

Share This Article
মাহফুজুর রহমান হলেন স্কলার্সমীর প্রতিষ্ঠাতা, তিনি প্রফেশনালি ওয়েব ডেভেলপমেন্ট এবং SEO (Search Engine Optimization) বিষয়ে কাজ করেন, SEO Friendly নিউজ এবং ব্লগ পোস্টে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসতেছে। যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য কন্টাক্ট করতে পারেন।