প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ আপনাদের জানার স্বার্থে একটি গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করলাম বিষয়টি হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান। অর্থনৈতিক প্রতিষ্টান নিয়ে বিশেষ আপডেট এই পোস্ট টি থেকে অবশ্যই একটি প্রশ্ন থাকবে যেকোন নিয়োগ পরীক্ষায়।
অর্থনৈতিক প্রতিষ্টান বিভিন্ন নিয়োগ পরীক্ষার জন্য :
প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদের একটু সাহায্যার্থে আমরা আমাদের ব্লগে ইতোমধ্যে চাকরির তথা নিয়োগ পরীক্ষার জন্য বিভিন্ন প্রস্তুতি মূলক পোস্ট শেয়ার করলাম। আশা করি এই সব শেয়ার আপনাদের উপকারে আসতে পারে।
অর্থনৈতিক প্রতিষ্টান:
- বিশ্বব্যাংক প্রতিষ্টিত হয় ……….ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে।
- বিশ্বব্যাংকের প্রতিষ্টা ………….১৯৪৪ খ্রি.
- বিশ্বব্যাংকের কার্যক্রম শুরু………….১৯৪৬ সালে ।
- বিশ্বব্যাংকের সদর দপ্তর ………. ওয়াশিংটন ডিসি … যুক্তরাষ্ট্র।
- ব্রেটন উডস ইনস্টিটিউট বলতে বুঝায়…….আই এম এফ ও বিশ্বব্যাংক ।
- বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয় …… ফ্রান্স।
- বিশ্বব্যাংক থেকে সবচেয়ে বেশি ঋণ গ্ৰহন করেছে যে দেশ …….. ভারত ।
- বিশ্বব্যাংক ইনস্টিটিউট প্রতিষ্টিত হয় ……১৯৫৫ সালে ।
- বিশ্বব্যাংক গ্ৰুপের অঙসংস্থা ৫ টি ।
- বিশ্বব্যাংক গ্ৰুপের অঙসংস্থা গুলো হলো: যথা : IBRD,IDA,IFC,ICSID,MIGA.
- বিশ্বব্যাংক গ্ৰুপের অঙসংস্থা পাঁচটির সদর দপ্তর…. ওয়াশিংটন ডিসি , যুক্তরাষ্ট্র।
সুপ্রিয় পাঠক এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাইকে একটা কথা বলি জীবনে এগিয়ে যেতে হলে আনাচেকানাচে যাই আছে তাই জানুন শিখুন এবং সবাইকে শেয়ার করুন দেখবেন অবশ্যই যেকোন প্রশ্নের মুখোমুখি হলে আপনি আপনারা তা পারবেন। এছাড়াও আমাদের ব্লগে ইতোমধ্যে নিয়োগ পরীক্ষায় আসা সবগুলো বিষয়ের উপর যেমন, সাম্প্রতিক, আন্তর্জাতিক বিষয়াবলী ও বাংলা ব্যাকরণ এর পদ , শব্দ উপসর্গ ইত্যাদি বিভিন্ন বিষয়ে শেয়ার করা হয়েছে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারেন।
পদ্মা সেতু রচনা বর্তমানে সকল পরিক্ষায় পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান বা রচনা এসে থাকে তাই পদ্মা সেতু সম্পর্কে রচনা পড়ে আসুন: পদ্মা সেতু রচনা